আবাবিল '১৯

আবাবিল '১৯ আবাবিল '১৯ – সত্য ও ন্যায়ের মশালবাহী এক ঝাঁক তরুণ

............"সাইম এখনো হেঁটে যেতে চায় বহুদূর"............ সাইম আহমেদ, আমাদের বন্ধু ফয়সাল মাহমুদের (RUET, ME-19) ছোট ভাই।...
10/07/2025

............"সাইম এখনো হেঁটে যেতে চায় বহুদূর"............

সাইম আহমেদ, আমাদের বন্ধু ফয়সাল মাহমুদের (RUET, ME-19) ছোট ভাই। বয়স মাত্র ১২ বছর।
আমাদের ছোট্ট ভাইটি এখন লড়ছে বাঁ পায়ের এক ভয়ংকর বোন ক্যান্সারের (অস্টিওসারকোমা) বিরুদ্ধে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গত ৬ মাস ধরে চার সাইকেল কেমোথেরাপিসহ চিকিৎসার যাবতীয় ব্যয় ফয়সালের পরিবার নিজ উদ্যোগেই বহন করে এসেছে।
ডাক্তাররা জানিয়েছেন, ক্যান্সারটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই দেরি না করে আগামী ২০ দিনের মধ্যেই সার্জারির জন্য সাইমকে ভারতে নিয়ে যেতে হবে।যার জন্য চিকিৎসা ব্যয় দরকার ২০ লক্ষ টাকা।
ফয়সালের পরিবার তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি জমি বিক্রি করার সিদ্ধান্তও নেয় তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র কয়েকদিন আগে সম্ভাব্য ক্রেতা সেই জমি কিনতে অস্বীকৃতি জানান।

এদিকে ভারত যাওয়ার দিন ঘনিয়ে আসছে, কিন্তু অনেক চেষ্টার পরেও নির্ধারিত অর্থ এখনো জোগাড় করা সম্ভব হয়নি।

আমরা বিশ্বাস করি,
সকলের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই সাইমের চিকিৎসা হবে।
সাইম সুস্থ হয়ে ফিরে আসবে
আবার হাঁটবে, স্কুলে যাবে
বন্ধুদের সাথে খেলাধুলা করবে।

09/07/2025

"হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল?"
- সূরাঃ ৮২ , আল-ইনফিতার , আয়াতঃ ৬

পুরো ভিডিও কমেন্টে, (৪ মিনিট ১৮ সেকেন্ড)

রুয়েটের বিদায়ী ব্যাচ আবাবিল'১৯ কর্তৃক ২৪ সিরিজ সহ সকল জুনিয়র সিরিজদের প্রতি উপদেশ,  অনুরোধ ও আহ্বান :- প্রিয় ভাইয়েরা,  স...
08/07/2025

রুয়েটের বিদায়ী ব্যাচ আবাবিল'১৯ কর্তৃক ২৪ সিরিজ সহ সকল জুনিয়র সিরিজদের প্রতি উপদেশ, অনুরোধ ও আহ্বান :-

প্রিয় ভাইয়েরা, সময়ের পরিক্রমায় আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। একদিন আমরা কাঁচা মনে , বহু ছোট ছোট স্বপ্ন নিয়ে এই রুয়েট ক্যাম্পাসে এসেছিলাম, হাটিহাটি পা করে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গিয়েছে। এখন আমাদের যাওয়ার পালা। একদিন তোমাদেরও যাওয়ার সময় হয়ে যাবে। কিন্তু এই মধ্যবর্তী সময়টা অনেকক্ষেত্রে তোমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। রুয়েট ক্যাম্পাসে এই দীর্ঘ সময় থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে তোমাদের প্রতি আমাদের আহ্বান, উপদেশ ও অনুরোধ নিয়ে কিছু বলে যেতে চাই।

১. সব সময় মনে রাখবে রুয়েটে তুমি কি কারণে ভর্তি হয়েছো। নিজের উদ্দেশ্য ঠিক রাখবে সব সময়। রুয়েটে তোমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার সাথে কখনো কম্প্রমাইজ করবে না৷ যদি তোমাদের উদ্দেশ্য ঠিক রাখতে না পারো তাহলে সহজেই হোঁচট খেয়ে যাবে৷ আর, এটা তোমার সারাজীবনে একটা দাগ হয়ে থাকবে। তাই এমন কোনো কাজ করবে না যেন সেটার গ্লানি তোমাকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। তোমার পড়াশোনার মাঝে কখনো অন্যকিছুকে স্থান দিবে না। মনে রাখবে রুয়েটে ভর্তি হওয়া মানে যে শুধু তোমার নিজের উপর সবকিছু তা কিন্তু না, তোমার বাবা মা, আত্মীয়স্বজন এমনকি এই দেশের সাধারণ মানুষের ও দাবি আছে তোমাদের উপর , যেহেতু পাবলিকের টাকায় তোমরা পড়াশোনা করছো।

২. এডমিশনের এই প্রতিযোগিতার পরে রুয়েটে ভর্তি হয়ে স্বাভাবিকভাবেই আমরা অনেকে মনে করি আমার কাজ শেষ। সত্যি কথা বলতে এটাই স্বাভাবিক। কিন্তু ভর্তি হওয়ার পরে যখন সিটি, ল্যাব রিপোর্ট, ভাইভা সব কিছু দেখে অনেকেই হতাশ হয়ে পড়ি। সব সময় মনে রাখবে কখনো হতাশ হওয়া যাবে না৷ হতাশ, গ্লানি, ব্যর্থতা আসাই স্বাভাবিক। কিন্তু সেটা পড়ে থাকা যাবে না। ধৈর্যের সাথে এই হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এই রুয়েটের অনেক ফুল ফুটার আগেই কুড়ি অবস্থায়ই ঝড়ে গিয়েছে এই হতাশার জন্য৷ মানুষের জীবনের হতাশা ব্যর্থতা থাকবেই। এটাই মানুষের জীবন। আল্লাহ্ মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন বিপদ, দুর্দশা, জান ও মালের ক্ষতি দিয়ে, আর সুসংবাদ তো ধৈর্যশীলদের জন্য। হতাশায় পড়ে হয়ত তোমার কাছে মনে হতে পারে এই জীবনটা একদমই শেষ হয়ে গেলো, কিন্তু কে জানে যে সেই তুমিই হয়ত ১০-১৫ বছর পরে এই সময়ের কথা মনে করে হাসবে। জীবনে যারা সফল হয়েছে তারা সবাই এর মধ্যে দিয়েই অতিক্রম করেছে৷ সুতরাং, সব সময় মনের রাখবে যে মানুষকে সবসময় লড়ে যেতে হয়।

৩. তোমার বাবা -মা, শিক্ষক, সিনিয়র বা কারো সাথে কখনো বেয়াদবি করবে না। কাউকে ভালো নাই লাগতে পারে কিন্তু বেয়াদবদের কিন্তু কেউই পছন্দ করে না। বেয়াদবরা মানুষের অন্তরে একটা দাগ কেটে দেয় যেটা কখনো মিটে না। কোন একসময় বেয়াদবি ট্রেন্ড ছিল, বেয়াদবি কে পশ মনে করা হতো কিন্তু যখন মানুষের বয়স বাড়ে তখন আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে , তখন আর কিছুই করার থাকে না । মনে রাখবে মানুষের সময় বা শক্তি সব সময় একই রকম থাকে না। সব সময় চেষ্টা করবে বিনয়ী হয়ে চলতে। শেষ হাসি কিন্তু তারাই হাসে। ম্যাকানিকালের রফিকুল আলম বেগ স্যার বলতেন " শিখতে হয় মাথা নীচু করে আর চলতে হয় মাথা উঁচু করে"

৪. ছাত্রজীবন থেকে ইনকাম করার বা এক্সট্রা স্কিল শিখার চেষ্টা করবে। তোমার পড়াশোনা রিলেটেড কোন ইনকাম সোর্স যেমন ফ্রিল্যান্সিং বা ব্যবসা ইত্যাদিতে যুক্ত হওয়ার চেষ্টা করবে , তবে সেটা যেন কোনোভাবেই তোমার পড়াশোনা বা রেজাল্টকে হ্যাম্পার না করে । গৎবাঁধা নিয়মে চলার থেকে যদি তুমি ছাত্রজীবন থেকেই ইনকাম শুরু করতে পারো অথবা প্রয়োজনীয় স্কিল গুলো শিখে রাখতে পারো , গ্র্যাজুয়েশন শেষে দেখবে যে তুমি অনেক পথ হেঁটে চলে এসেছো যেখানে অনেকে শুধু যাত্রা শুরু করেছে। তবে সেই ইনকাম টা হতে হবে হালাল পথে। মনে রাখবে আমাদের রিজিক নির্দিষ্ট। তোমার রিজিকে যা লিখা আছে তা তোমার কাছে আসবেই , কিন্তু হালাল নাকি হারাম উপায়ে সেটা তোমার উপরে নির্ভর করবে।

৫. বিশ্ববিদ্যালয়কে মুক্তচর্চার জায়গা বলা হয়- মানে, যা খুশি তাই করার অনুমতি? আসলেই কি তাই? আমরা কি যা ইচ্ছা তাই করতে পারি? যদি তাই হতো, তাহলে আমাদের আর পশুর মধ্যে কি কোনো পার্থক্য থাকতো?
মনে রাখবে, সমাজে অনেক ট্রেন্ড চলবে, কিছুদিন পর ক্ষ্যাত হয়ে যাবে, আবার নতুন ট্রেন্ড আসবে। কিন্তু তোমার বিবেক, নীতি-নৈতিকতা, মূল্যবোধ চেঞ্জ হবে না। সমাজের ট্রেন্ডের সাথে যদি কেউ নিজেকে চালিয়ে দেয় তাহলে সে তো সেই নদীর স্রোতে বয়ে চলা কচুরিপানার মতো। যে স্রোতের সাথে ভেসে যায়। তার কাছে নদী ও যা , ডাস্টবিনও তা। কেউ যদি স্রোতের বিপরীতে না চলতে পারে , ভালো মন্দের পার্থক্য না করতে পারে তাহলে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হবে কীভাবে ? মনে রাখবে সমাজের পরিবর্তন কিন্তু হয় স্রোতের বিপরীতে চলা মানুষদের মাধ্যমেই যদিও সেটা পজিটিভ হোক না নেগেটিভ। মনে রাখবে বিবেক বিসর্জন দিয়ে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়াতে কোন কল্যাণ বা সফলতা নেই। মানুষের পরিচয় তার শিরদাঁড়ায়।

৬. এই জগতে আমাদের সবচেয়ে বেশি ভালো চান আমাদের বাবা মা। তাদের মনে কষ্ট দিবে না কখনো। আমাদের রক্তের সম্পর্কের বাহিরেও অনেকেই আমাদের ভালো চান কোন প্রকার পার্থিব লাভ ছাড়া। এই সকল মানুষদের সংস্পর্শে থাকবে। ভালো মন্দের জ্ঞান তোমাদের আছে । তোমাকে যদি কেউ খারাপের দিকে আহ্বান করে সেটাও তুমি বুঝতে পারো আবার ভালোর দিকে আহবার করলে সেটাও বুঝতে পারো। কিন্তু শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু । দেখা যায় যারা আমাদের খারাপের আহ্বান করে তাদের প্রতিই আমাদের আকর্ষণ বেশি হয় , তাদেরকেই আমাদের ভালো লাগে বেশি। আমরা যেমন রুয়েট লাইফ থেকে চলে যাচ্ছি একদিন এই দুনিয়া থেকেও চলে যেতে হবে। এটাই বাস্তবতা। রুয়েটের জীবন হয়ত ৪ বছরের , মানুষের জীবন হয়ত ৭০-৮০ বছরের , কিন্তু একটা সমাপ্তি আছে। যেখানে মৃত্যুর পরের জীবন আখিরাতের কিন্তু কোন সমাপ্তি নেই।
সেই জীবন যেখানে শেষ বলতে কোন কনসেপ্টই নেই, সময়ের কোন সমাপ্তি নেই, যেখানে কোন মৃত্যু নেই, সেই জীবনের কথা ও মনে রাখবে। সেই অনন্ত জীবনে যারা আমাদেরকে আগুনের দিকে আহ্বান করে , যারা আমাদের কে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, তাদের থেকে দূরে থাকা আবশ্যক। এই রঙিন সময় আর ফ্যান্সি টার্ম কিন্তু একসময় শেষ হয়েই যাবে, কিন্ত এই কাজের প্রতিফল কিন্তু অনেককাল থাকবে। মনে রাখবে জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীরা কখনো সমান হবে না। আর , জান্নাতিরাই সফলকাম।
যারা তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকে পঙ্গপালের মতো প্রবেশ করাতে আহ্বান করছে , এদের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করো। তোমার সময় , তোমার অর্থ, তোমার শ্রম যেন নিজেকে ও মানুষকে জাহান্নামের দিকে নিতে ব্যয় না হয়। যেন এমন না হয় যে আমাদের জীবনের শেষ সময়ে গিয়ে আফসোস করতে হয় যে , হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম !

সময়ের এই ছোট্ট অধ্যায়টাই তোমার জীবনের দিক ঠিক করে দিতে পারে। ভালোবাসো নিজের স্বপ্নকে, সম্মান করো নিজের পরিচয়কে, আর দায়িত্বশীল হও নিজের ভবিষ্যতের প্রতি। একদিন আমরাও ছিলাম তোমাদের জায়গায়—আজ তোমরা আমাদের জায়গায় আসছো।

আমরা আবাবিল ’১৯, বিদায়ের আগে তোমাদের কাছে শুধু দোয়া চাই। যেন আমরা জীবনের পথে সত্যিকারের সফল হতে পারি ।

আবাবিল '১৯ বিদায় নিচ্ছে—কিন্তু রুয়েটিয়ান পরিচয়টা আজীবনের। ভালো থেকো, এগিয়ে চলো, পথ হারিয়ো না।

এই রুয়েট থেকেই শুরু হয়েছিলো ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লড়াই। সেই ধারাবাহিকতায় আজকে সর্ববৃহৎ সমাবেশের আয়োজন করে বিএসসি ই...
03/07/2025

এই রুয়েট থেকেই শুরু হয়েছিলো ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লড়াই। সেই ধারাবাহিকতায় আজকে সর্ববৃহৎ সমাবেশের আয়োজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে রুয়েট আবারো অগ্রণী ভূমিকা পালন করেছে।

সকল ধরণের অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুয়েটিয়ানরা সর্বদাই ছিলো আগ্রগামী।

ইন শা আল্লাহ এই বাংলায় খুব শীগ্রই ডিপ্লোমা কোটার অবসান হবে এবং প্রকৃত ইঞ্জিনিয়াররা সরকারি ইঞ্জিনিয়ারিং পোস্ট গুলোতে আবেদন করার সুযোগ পাবে৷
P.C - Abrar Faiaz Omi, EEE 22

📢 এ মুহুর্তে দরকার‎প্রকৌশল খাতের সংস্কার
02/07/2025

📢 এ মুহুর্তে দরকার
‎প্রকৌশল খাতের সংস্কার

📢RUET শিক্ষার্থীদের জোরালো বার্তারাসূল ﷺ আমাদের ভালোবাসা, আমাদের সম্মান।প্রিয় নবিজির এর প্রতি কটূক্তি বরদাস্ত করা হবে না...
13/06/2025

📢RUET শিক্ষার্থীদের জোরালো বার্তা
রাসূল ﷺ আমাদের ভালোবাসা, আমাদের সম্মান।
প্রিয় নবিজির এর প্রতি কটূক্তি বরদাস্ত করা হবে না, ইন শা আল্লাহ।
আল্লাহর রাসূল ﷺ বলেন—
“তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।” (সহীহ আল-বুখারী, হাদীস ১৫)

06/06/2025

২০১৯-২০২০ সেশনের বিদায়ী ব্যাচ 'আবাবিল ১৯' এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা! 🌙
আল্লাহ তাআলা ইরশাদ করেন-

لَنْ يَّنَالَ اللهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ يَّنَالُهُ التَّقْوٰي مِنْكُمْ.

আল্লাহর কাছে সেগুলোর গোশত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। -সূরা হজ্ব (২২) : ৩৭

এই পবিত্র ঈদে, মিল্লাতে ইব্রাহীমের চেতনায় আলোকিত হোক প্রতিটি মুমিনের হৃদয়। এটাই আমাদের গভীর প্রত্যাশা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক!

🚩গা*যা ডোনেশন প্রজেক্টের সমাপ্তি ঘোষণাআলহামদুলিল্লাহ,রুয়েট আবাবিল ১৯-এর পক্ষ থেকে গা #যাবাসীর জন্য সংগৃহীত মোট ৪৩,৬০০ টা...
04/05/2025

🚩গা*যা ডোনেশন প্রজেক্টের সমাপ্তি ঘোষণা

আলহামদুলিল্লাহ,রুয়েট আবাবিল ১৯-এর পক্ষ থেকে গা #যাবাসীর জন্য সংগৃহীত মোট ৪৩,৬০০ টাকা Intifada Foundation এর কাছে হস্তান্তর করা হয়েছে।

Intifada Foundation দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে থেকে সহায়তা পৌঁছে দিচ্ছে। ইন শা আল্লাহ, আপনাদের দেওয়া এই মূল্যবান আমানত, খুব দ্রুতই পরিপূর্ণ আস্থার সাথে গা&যা অঞ্চলের ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে পৌঁছে যাবে।

❤️ এই মহত্‍ উদ্যোগে যারা আর্থিকভাবে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমাদের হৃদয়গ্রাহী কৃতজ্ঞতা ও অফুরন্ত দোয়া।
আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন, এবং দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান দিন। আমিন।

📌 বি:দ্র: যেকোনো ব্যক্তি ভবিষ্যতে গা #যাবাসীর জন্য সহায়তা পাঠাতে চাইলে সরাসরি Intifada Foundation এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।

🤲 আসুন, আমরা সবাই মিলে দোয়া, সহমর্মিতা ও মানবিকতার মাধ্যমে মজলুম ফিলিস্তিনিদের পাশে থাকি—

🇵🇸 RUET stands with Palestine

🎉🎉**অধীর আগ্রহ ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে এসেছে আবাবিল '১৯ স্মারক দ্বিতীয় স্লটের টি-শার্ট!* আপনার টি-শার্টটি সংগ...
03/05/2025

🎉🎉**অধীর আগ্রহ ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে এসেছে আবাবিল '১৯ স্মারক দ্বিতীয় স্লটের টি-শার্ট!*
আপনার টি-শার্টটি সংগ্রহ করতে পারবেন *জিয়া হল, রুম নং ১১৬* থেকে।
📞যোগাযোগ: 01626943875 (Hojaifa EEE 22 )
যাওয়ার আগে যোগাযোগ করে নেয়ার জন্য অনুরোধ করা হলো

বি:দ্র: ১ম ফেস এর ডিজাইন এর কিছু জার্সি আমাদের স্টকে রয়েছে,যারা আগে অর্ডার করেননি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ।
মূল্য :৩৬০ টাকা।

সম্মিলিত কণ্ঠে একসাথে দাঁড়ানোর সময় এখনই।আগামীকাল সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইঞ্...
18/04/2025

সম্মিলিত কণ্ঠে একসাথে দাঁড়ানোর সময় এখনই।

আগামীকাল সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা একযোগে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে।

আমরাও রুয়েটে বিকেল ৪টায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে একত্রিত হবো ইনশাআল্লাহ।

এই আন্দোলন যৌক্তিক, এই দাবি ন্যায়সঙ্গত।
সংস্কার আনতেই হবে — এবং আমরা তা আদায় করবই ইনশাআল্লাহ।

✨ 'আবাবিল'১৯ জার্সির ২য় ফেইজ অর্ডারের আজকেই শেষ সময় ! ✨আসসালামু আলাইকুম,প্রথম ফেইজে আপনাদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, আম...
15/04/2025

✨ 'আবাবিল'১৯ জার্সির ২য় ফেইজ অর্ডারের আজকেই শেষ সময় ! ✨
আসসালামু আলাইকুম,
প্রথম ফেইজে আপনাদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, আমরা আবারো রিলিজ করছি 'আবাবিল'১৯ জার্সির দ্বিতীয় ফেজ। যারা প্রথম ফেইজে অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দ্রুতই সংগ্রহ করুন আপনার প্রিয় জার্সি! বর্তমান ও প্রাক্তন যেকোন সিরিজের রুয়েটিয়ানরা অর্ডার করতে পারবেন নির্দ্বিধায়। ⏳

✸✸ প্রি-অর্ডার চলছে! ✸✸

"আবাবিল ১৯ জার্সি"

📢 আবাবিল ১৯ জার্সি – আমাদের গল্প, আমাদের পরিচয়!
এটি শুধুমাত্র বিদায়ের স্মারক নয়, এটি আমাদের দায়িত্ববোধ এবং মানবতার প্রতিচ্ছবি।

এই জার্সির বিক্রির সম্পূর্ণ আয় এতিম ও অসহায় শিশুদের সহায়তায় ব্যয় করা হবে। আমাদের ক্ষণিকের বিদায় হয়ে উঠবে একটি স্থায়ী মহৎ উদ্যোগ—সমাজের প্রতি আমাদের ভালোবাসার এক অমূল্য উপহার। 💖

জার্সি স্পেসিফিকেশন:
🎨 Colour : Sky Blue + Light Green
👕 Fabric: 100% Cotton (Mesh Fabric)
📏 GSM: 180+
🖨️ Print: High-Quality Digital Print
💰 Price:
৳400 (Half Sleeve)
৳420 (Full Sleeve)

⏰ ডেডলাইন: ১৫ই এপ্রিল, ২০২৫ , রাত ১২ টা

⏳ অর্ডার করতে এখনই নিচে দেয়া রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।
সময়সীমা সীমিত—অবিলম্বে নিশ্চিত করুন আপনার জার্সি!

পূর্বের অর্ডারকারীদের কাছ থেকে জার্সির কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন এবং নিশ্চিন্তে আপনার অর্ডার নিশ্চিত করুন।

✨ 'আবাবিল'১৯ জার্সির ২য় ফেইজ প্রি-অর্ডারের সময় বাড়ানো হয়েছে ২ দিন! ✨আসসালামু আলাইকুম,প্রথম ফেইজে আপনাদের অভূতপূর্ব সাড়া ...
14/04/2025

✨ 'আবাবিল'১৯ জার্সির ২য় ফেইজ প্রি-অর্ডারের সময় বাড়ানো হয়েছে ২ দিন! ✨

আসসালামু আলাইকুম,

প্রথম ফেইজে আপনাদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, আমরা আবারো রিলিজ করছি 'আবাবিল'১৯ জার্সির দ্বিতীয় ফেজ। যারা প্রথম ফেইজে অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দ্রুতই সংগ্রহ করুন আপনার প্রিয় জার্সি! বর্তমান ও প্রাক্তন যেকোন সিরিজের রুয়েটিয়ানরা অর্ডার করতে পারবেন নির্দ্বিধায়। ⏳

✸✸ প্রি-অর্ডার চলছে! ✸✸

"আবাবিল ১৯ জার্সি"

📢 আবাবিল ১৯ জার্সি – আমাদের গল্প, আমাদের পরিচয়!

এটি শুধুমাত্র বিদায়ের স্মারক নয়, এটি আমাদের দায়িত্ববোধ এবং মানবতার প্রতিচ্ছবি।
এই জার্সির বিক্রির সম্পূর্ণ আয় এতিম ও অসহায় শিশুদের সহায়তায় ব্যয় করা হবে। আমাদের ক্ষণিকের বিদায় হয়ে উঠবে একটি স্থায়ী মহৎ উদ্যোগ—সমাজের প্রতি আমাদের ভালোবাসার এক অমূল্য উপহার। 💖

জার্সি স্পেসিফিকেশন:

🎨 Colour : Sky Blue + Light Green

👕 Fabric: 100% Cotton (Mesh Fabric)

📏 GSM: 180+

🖨️ Print: High-Quality Digital Print

💰 Price:
৳400 (Half Sleeve)
৳420 (Full Sleeve)

⏰ ডেডলাইন: ১৫ই এপ্রিল, ২০২৫

⏳ অর্ডার করতে এখনই নিচে দেয়া রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।

সময়সীমা সীমিত—অবিলম্বে নিশ্চিত করুন আপনার জার্সি!

পূর্বের অর্ডারকারীদের কাছ থেকে জার্সির কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন এবং নিশ্চিন্তে আপনার অর্ডার নিশ্চিত করুন।

Address

Rajshahi University Of Engineering & Technology
Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবাবিল '১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share