06/06/2025
অকৃতজ্ঞ মানুষের সবচেয়ে ভয়ানক দিক হলো, তারা অন্যের নিঃস্বার্থ আত্মত্যাগকেও নিজেদের জন্মগত অধিকার ভেবে নেয়। এরা শুধু নিতে জানে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে না। ভুলে যায়, কে কখন পাশে ছিল, কে কতটা ত্যাগ করে, হাসিমুখে তাদের পথ সহজ করে দিয়েছে।
যখন তাদের স্বার্থ ফুরায়, তখন শুধু দূরে সরে যায় না, বরং অপমান করতেও দ্বিধা করে না। অথচ তারা বুঝতে চায় না, কেউ যদি প্রতিদান চেয়ে কিছু করত, তাহলে সেটা আত্মত্যাগ হতো না; হতো কেবল এক লেনদেন।
অকৃতজ্ঞতা শুধু সম্পর্ক নয়, মানুষের আত্মাকে ভেঙ্গে দেয়। তাই মানুষ চিনে ত্যাগ করুন, অন্ধভাবে নয়, বুঝে-বুঝে। কারণ আত্মত্যাগ তখনই সার্থক হয়, যখন তা সম্মান পায়। মূল্য পায়, কমপক্ষে গুরুত্বটুকু কেউ বুঝে।