Aîvy

Aîvy একা দাঁড়ানোর সাহস রাখুন �
পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না��

06/06/2025

অকৃতজ্ঞ মানুষের সবচেয়ে ভয়ানক দিক হলো, তারা অন্যের নিঃস্বার্থ আত্মত্যাগকেও নিজেদের জন্মগত অধিকার ভেবে নেয়। এরা শুধু নিতে জানে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে না। ভুলে যায়, কে কখন পাশে ছিল, কে কতটা ত্যাগ করে, হাসিমুখে তাদের পথ সহজ করে দিয়েছে।

যখন তাদের স্বার্থ ফুরায়, তখন শুধু দূরে সরে যায় না, বরং অপমান করতেও দ্বিধা করে না। অথচ তারা বুঝতে চায় না, কেউ যদি প্রতিদান চেয়ে কিছু করত, তাহলে সেটা আত্মত্যাগ হতো না; হতো কেবল এক লেনদেন।

অকৃতজ্ঞতা শুধু সম্পর্ক নয়, মানুষের আত্মাকে ভেঙ্গে দেয়। তাই মানুষ চিনে ত্যাগ করুন, অন্ধভাবে নয়, বুঝে-বুঝে। কারণ আত্মত্যাগ তখনই সার্থক হয়, যখন তা সম্মান পায়। মূল্য পায়, কমপক্ষে গুরুত্বটুকু কেউ বুঝে।

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি “যেটা ভালো মাবুদ, ...
06/06/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি “যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।”

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে...
লেখা- সংগৃহীত

04/06/2025

হরিণের চোখ সুন্দর ঠিকই,
কিন্তু বাঘ তার প্রেমে পড়ে না-খায়💀নিষ্পাপ দেখলে সবাই শ্রদ্ধা করে না কঠোর হও!

রাগের মাথায় ভুল সিদ্ধান্তের থেকেও, আবেগের মাথায় ভুল সিদ্ধান্ত বেশি  ভ'য়া'ন'ক  হয়!🖤
03/06/2025

রাগের মাথায় ভুল সিদ্ধান্তের থেকেও, আবেগের মাথায় ভুল সিদ্ধান্ত বেশি ভ'য়া'ন'ক হয়!🖤

31/05/2025

আমি আমার জীবনকে রিডিং পড়া মতো পড়েছি বহুবার। আমি দেখেছি, মানুষ দূর থেকেই সুন্দর। আমি বুঝেছি, মানুষের খুব কাছে যেতে নেই। আসলে টুকটাক কথার সম্পর্কগুলোই টিকে থাকে। আমরা যাদের খুব বেশি কাছে চলে যাই, একটা সময় পর তাদের থেকে খুব বেশি দূরেও চলে যেতে হয়। এই যে আমরা চাঁদ দেখে মুগ্ধ হই, সম্ভবত তা দূর থেকে দেখি বলেই। এই যে আমাদের বৃষ্টির ফোঁটা দেখতে ভাল্লাগে, সম্ভবত একটা ফোঁটা থেকে অন্যটা আলাদা হয়ে থাকে বলেই। মানুষও এর বাইরে নয়! একটু দূরত্ব থাকলেই ভালো লাগে, সম্পর্ক ভালো থাকে। খুব কাছে গেলে, দু'আত্মা এক হলে, খুব বেশি জেনে ও জানিয়ে ফেললেই সমস্যা। হয় কী জানেন? খুব বেশি চেনা মানুষগুলো একটা সময় পর কেবল স্মৃতিতে থাকে, জীবনে না…
লেখা - সংগ্রহ

Address

Bogura
Rajshahi
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aîvy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share