Nk NICU Baby care love

Nk NICU Baby care love ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজ ফলো করুন 🩷🌸

01747473293.⭕ বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন কখনো না কখনো...
21/04/2025

01747473293.⭕ বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন কখনো না কখনো কাজে লাগতে পারে এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে!⭕

🔴আপনার বাচ্চার কৃমি হলে কী ওষুধ দিবেন❓

*১ বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাদের ক্রিমির ওষুধ দেয়া যায়।
*৩ মাস পরপর ক্রিমির বাচ্চাদের ক্রিমির ওষুধ দিতে হয়।

🔹 ১ বছর থেকে ২ বছর বয়সঃ

Syp. Melphin: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
অথবা

Syp. Alben: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।

🔹 ২ বছর বা তার বেশি বয়সঃ

Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা

Syp. Alben: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।

-----------------

🔴ডায়রিয়া হলে কী করবেন ❓

১. খাবারঃ ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।

২. ORS খাওয়ানোর নিয়মঃ ৬ মাসের আগে খাবার স্যালাইন দিবেন না।

< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।

> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।

৩. Syp. Zinc/Xinc/Nid:

< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (১৪ দিন)।

> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (১৪ দিন)।

৪. Probiotics/Enterogermina Sachet:

১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।

-------------------
🍽️ বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য:

১. Syp. Xinc/Zesup/Nid:

ওজন < ১০ কেজি: হাফ চামচ ২ বেলা (৭ দিন)।

ওজন ১০-৩০ কেজি: ১-১.৫ চামচ ২ বেলা (৭ দিন)।

২. Syp. Pogo/Vitagrow/Dorakid:

৭-১২ মাস: হাফ চামচ ১ বেলা (১০ দিন)।

১-৪ বছর: ১ চামচ ১ বেলা (১০ দিন)।

৪ বছরের বেশি: ১.৫ চামচ ১ বেলা (১০ দিন)।

-----------------------------

🔴 বাচ্চাদের কাশি ও বাঁশির মতো শব্দ হলে:

১. Ambrox Pediatric Drop:

০-৩ মাস: ৫ ফোটা, ৩ বার (৭ দিন)।

৩-৬ মাস: ১০ ফোটা, ৩ বার (৭ দিন)।

৬ মাস-১ বছর: ১ মিলি, ৩ বার (৭ দিন)।

১-২ বছর: ২ মিলি, ৩ বার (৭ দিন)।

> ২ বছর: Syrp. Ambrox - ১ চামচ, ৩ বার (৭ দিন)।

২. Syrp. Levostar (১mg/৫ml):

৬ মাস-১ বছর: ১.৫ মিলি, ৩ বার (৭ দিন)।

১-৩ বছর: ২.৫ মিলি, ৩ বার (৭ দিন)।

৩. নাক বন্ধ থাকলে:

Solo Nasal Drop: ১ ফোটা, ৩ বার (১৫ দিন)।
-------------------------

🔴বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি ওষুধ দিবেন❓

✅ SYP. ALGIN
বয়স অনুযায়ী সঠিক ডোজ:
👉 ৬ মাস - ২ বছর: হাফ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)

14/04/2025

🩷🌸

আল্লাহ চাইলে কি না পারে 🥺🥺🥺
07/04/2025

আল্লাহ চাইলে কি না পারে 🥺🥺🥺

শিশু হাতের মুঠোয় ✊🏻 ধরে যে খাবারটা খেতে পারে তাই  "ফিংগার ফুড"। ৬ মাস থেকেই শিশুরা হাতের কাছে যা পায়  তা নিয়ে মুখে দেওয়া...
05/03/2025

শিশু হাতের মুঠোয় ✊🏻 ধরে যে খাবারটা খেতে পারে তাই "ফিংগার ফুড"। ৬ মাস থেকেই শিশুরা হাতের কাছে যা পায় তা নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে।
তাই এসময় শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়তে খুবই গুরুত্বপূর্ণ ফিংগার ফুড..

✅ কি দেখে বুঝবেন শিশুকে ফিংগার ফুড দেওয়া যাবেঃ

১.শিশু ঘাড়, মাথা শক্ত করে ভালোভাবে বসতে পারে

২.হাতের মুঠোয় কোনও খাবার শক্ত করে ধরতে পারে

৩.মুখের কাছে কিছু ধরলে হা করে

৪.কেউ কিছু খেতে নিলে বাচ্চা হা করে / ঐ খাবারটা খেতে আগ্রহী হয়

🟢 ফিংগার ফুডের উপকারিতাঃ

১.শিশু খাবার খেতে আগ্রহী হয়
২.নিজে নিজে খাবারের অভ্যাস তৈরি হয়
৩.সব ধরনের খাবারে রুচি তৈরি হয়

🟢 যেসব খাবার দিবেনঃ

💠 ৬-৭ মাস বয়সেঃ
খাবার এমনভাবে দিবেন যা শিশু সহজে মুঠো করে নিতে পারে। যেমন-

- আলু🥔/ মিষ্টি আলু সেদ্ধ 🍠
- গাজর সেদ্ধ🥕( চিকন করে কেটে)
- পাকা আম🥭 /কলা 🍌
- পাকা পেঁপে 🍋
- ব্রকলি 🥦/ ফুলকপি সেদ্ধ 🥬

💠 ৮-৯ মাস বয়সেঃ

- ডিম সেদ্ধ (লম্বা পিস করে কেটে দিবেন)
- মুরগীর মাংস নরম করে ( হাড় যেন না থাকে)
- নরম ভাত মুঠো করে গোল করে

শিশুর ৬ মাসের পর থেকেই এভাবে চেষ্টা করুন। দেখবেন শিশু নিজে হাতে খাওয়া শিখেছে এবং সব ধরনের খাবার স্বাচ্ছন্দ্যে খাবে ইনশাআল্লাহ..🥰

ভারনিক্স ক্যাসিয়াসা: নবজাতকের ত্বকের বন্ধু‼️নবজাতকের ত্বকে লেগে থাকা সাদা, মোমের মতো পদার্থটি হলো ভারনিক্স ক্যাসিয়াসা।...
04/03/2025

ভারনিক্স ক্যাসিয়াসা: নবজাতকের ত্বকের বন্ধু‼️
নবজাতকের ত্বকে লেগে থাকা সাদা, মোমের মতো পদার্থটি হলো ভারনিক্স ক্যাসিয়াসা।✅এটি মায়ের গর্ভে থাকাকালীন শিশুর ত্বককে সুরক্ষা দেয়। এর উপকারিতাগুলো হলো:
👉সংক্রমণ থেকে রক্ষা করে।
👉ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
👉শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

✅ভারনিক্স ক্যাসিয়াসা আপনা থেকেই চলে যায়, তাই এটি পরিষ্কার করার প্রয়োজন নেই।

⚫আমাদের সেবাসমূহ:
🩺 বাসায় গিয়ে 🩹ক্যানুলা,ক্যাথেটার,💉ইনজেকশন, এন.জি.টিটিউব ও ড্রেসিং করে দেওয়া হয়।
সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুনঃ 01300270293
ওয়েবসাইটঃ Nk NICU Baby Care love
✅ অভিজ্ঞ নার্স/কেয়ারগিভার।
✅ স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান।
✅বয়স্কদের জন্য বাড়তি যত্ন
✅১০০% নিরাপত্তার নিশ্চয়তা
✅ দ্রুত তম সময়ে সেবা প্রদান।
✅সঠিক ও মানসম্মত সেবা।
✅২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট।
✅চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা।
এখন ঘরে বসে হোম নার্সিং সেবা পেতেNICU/ICU নার্সিং কেয়ার আছে আপনার পাশে। আমাদের সেবা নিতে পারেন।

01/03/2025

I nsha Allah Tomorrow 01Ramadan ☝🌙🌙🌙

Sweet baby new admission ,,, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়
28/02/2025

Sweet baby new admission ,,, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়

28/02/2025

Support my new page🙏

Address

Rajshahi
Rajshahi
GPO-6000

Alerts

Be the first to know and let us send you an email when Nk NICU Baby care love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share