
21/04/2025
01747473293.⭕ বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন কখনো না কখনো কাজে লাগতে পারে এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে!⭕
🔴আপনার বাচ্চার কৃমি হলে কী ওষুধ দিবেন❓
*১ বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাদের ক্রিমির ওষুধ দেয়া যায়।
*৩ মাস পরপর ক্রিমির বাচ্চাদের ক্রিমির ওষুধ দিতে হয়।
🔹 ১ বছর থেকে ২ বছর বয়সঃ
Syp. Melphin: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
অথবা
Syp. Alben: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
🔹 ২ বছর বা তার বেশি বয়সঃ
Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা
Syp. Alben: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।
-----------------
🔴ডায়রিয়া হলে কী করবেন ❓
১. খাবারঃ ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।
২. ORS খাওয়ানোর নিয়মঃ ৬ মাসের আগে খাবার স্যালাইন দিবেন না।
< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।
> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।
৩. Syp. Zinc/Xinc/Nid:
< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
৪. Probiotics/Enterogermina Sachet:
১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।
-------------------
🍽️ বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য:
১. Syp. Xinc/Zesup/Nid:
ওজন < ১০ কেজি: হাফ চামচ ২ বেলা (৭ দিন)।
ওজন ১০-৩০ কেজি: ১-১.৫ চামচ ২ বেলা (৭ দিন)।
২. Syp. Pogo/Vitagrow/Dorakid:
৭-১২ মাস: হাফ চামচ ১ বেলা (১০ দিন)।
১-৪ বছর: ১ চামচ ১ বেলা (১০ দিন)।
৪ বছরের বেশি: ১.৫ চামচ ১ বেলা (১০ দিন)।
-----------------------------
🔴 বাচ্চাদের কাশি ও বাঁশির মতো শব্দ হলে:
১. Ambrox Pediatric Drop:
০-৩ মাস: ৫ ফোটা, ৩ বার (৭ দিন)।
৩-৬ মাস: ১০ ফোটা, ৩ বার (৭ দিন)।
৬ মাস-১ বছর: ১ মিলি, ৩ বার (৭ দিন)।
১-২ বছর: ২ মিলি, ৩ বার (৭ দিন)।
> ২ বছর: Syrp. Ambrox - ১ চামচ, ৩ বার (৭ দিন)।
২. Syrp. Levostar (১mg/৫ml):
৬ মাস-১ বছর: ১.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
১-৩ বছর: ২.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
৩. নাক বন্ধ থাকলে:
Solo Nasal Drop: ১ ফোটা, ৩ বার (১৫ দিন)।
-------------------------
🔴বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি ওষুধ দিবেন❓
✅ SYP. ALGIN
বয়স অনুযায়ী সঠিক ডোজ:
👉 ৬ মাস - ২ বছর: হাফ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)