21/08/2025
এইটা নাকি চো'রের দেশ।
অথচ চো'রদেরও জীবনের নিরাপত্তা নাই।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে এক পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে ড্রাইভার জানায়, সে ওয়াশরুমে যাবে। দশ মিনিট সময় লাগবে।
লাগতেই পারে।
ভেতরে বসে থাকা ৪ জন যাত্রী বলে, গরমের মধ্যে এতক্ষণ বসে থাকবো, এসিটা চালু রেখে যান।
একদম ঠিক কথা বলছে।
ড্রাইভার এসি চালু করে ভুলে চাবি ফেলে চলে যায়।
ভুল হইতেই পারে।
দশ মিনিট পর ফিরে এসে দেখে গাড়ি নাই।
নাই থাকতে পারে।
ততক্ষণে গাড়ি ষোলঘর যাত্রী ছাউনির সামনে উল্টে পড়ে আছে। ঐ ৪ জন যাত্রীর ৩ জনই মা*রা গেছে।
মা*রা যাইতেই পারে।
বেঁচে যাওয়া ১ জনকে হাসপাতালে ভর্তি করা হইছিল। সে--ও পালিয়ে গেছে।
তুই পালাইলি ক্যান?
তোরেই দরকার... 💔🇧🇩
©