Roza's Kitchen

Roza's Kitchen Wellcome to roza,s food gallery.

উপকরণ: • ১টি মুরগির বুকের মাংস • ১টি ডিম • স্বাদমতো লবণ • ১ চা চামচ রসুন • ১ চা চামচ আদা • ½ চা চামচ কালো মরিচ • ½ চা চা...
24/06/2025

উপকরণ:
• ১টি মুরগির বুকের মাংস
• ১টি ডিম
• স্বাদমতো লবণ
• ১ চা চামচ রসুন
• ১ চা চামচ আদা
• ½ চা চামচ কালো মরিচ
• ½ চা চামচ জিরা গুঁড়ো
• ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
• ১ টেবিল চামচ সয়া সস
• ¼ কাপ কর্নফ্লাওয়ার
• ২ টেবিল চামচ অল পারপাস ময়দা
• তেল (ভাজার জন্য)

নির্দেশনা: • মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে একটি পাত্রে রাখুন।
• ডিম, রসুন, আদা, লবণ, কালো মরিচ, জিরা, লাল মরিচ গুঁড়ো এবং সয়া সস মুরগির সাথে যোগ করুন।
• সব টুকরো সমানভাবে লেপ দেওয়ার জন্য ভালো করে মেশান।
• ম্যারিনেট করা মুরগির সাথে কর্নফ্লাওয়ার এবং অল পারপাস ময়দা যোগ করুন। • মুরগি ভালোভাবে লেপ না হওয়া পর্যন্ত এবং মিশ্রণটি টুকরোগুলো ধরে রাখার জন্য যথেষ্ট ঘন না হওয়া পর্যন্ত মেশান।
°ব্রেড ক্রাম্প মাখায়ি নিন
• মাঝারি আঁচে একটি প্যানে তেল গরম করুন। • মুরগির কিউবগুলো সোনালি বাদামী এবং মুচমুচে না হওয়া পর্যন্ত ছোট ছোট করে ভাজুন ও গরম গরম পরিবেশন করুন।

Wanna try this  pizza!! 😋
21/06/2025

Wanna try this pizza!! 😋

Slices of  pudding 🍮
14/06/2025

Slices of pudding 🍮

07/06/2025

ঈদ - উল - আজহা মুবারক ❤️

৷।।।।।।। ক্যারামেল ড্রাই ফ্রুট পুডিং ।।।।।।। উপকরণ :দুধ                     -   ৫০০ মি.লি.গুড়া দুধ             -    ৪  ...
06/06/2025

৷।।।।।।। ক্যারামেল ড্রাই ফ্রুট পুডিং ।।।।।।।
উপকরণ :
দুধ - ৫০০ মি.লি.
গুড়া দুধ - ৪ চা চামচ
চিনি - ১০০ মি.লি.
ডিম - ৪ টা
ভ্যানিলা এসেন্স - ৫-৭ ফোটা
ড্রাই ফ্রুটস - পরিমাণ মতো ৷ ( কুচি করে নেয়া )

প্রস্তুত প্রণালী :
১. দুধ ফুটিয়ে ঘন করার জন্য গুড়া দুধ মিক্স করব ও কুসুম গরম অবস্থায় ব্যবহার করব তাহলে পুডিং ভালো ফুলবে
২. ১০০ গ্রাম চিনি, ৪ টি ডিম নিয়ে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করব তবে ফেনা বা ফোন বেশি করার প্রয়োজন হবে না, ডিম ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালোভাবে মিক্স করব। (ভ্যানিলা এসেন্স না থাকলে এক চা চামচ ঘি ও সামান্য এলাচ গুড়া দিব )
৩. ক্যারামেল তৈরির জন্য ১০ গ্রাম চিনি ও দুই চামচ পানি একটি পাত্রে নিয়ে হালকা আছে চুলায় দিব, চিনি না গলা পর্যন্ত নাড়াচাড়া করব না, গলে গেলে হালকা নাড়াবো এবং লাল ভাব আসলে নামিয়ে নিব যখন অনেকটা আঠালো ভাব আসবে।
৪. ক্যারামেল ঠান্ডা হয়ে আসলে দুধ টি একটি ছাকনার মাধ্যমে ছেকে নিয়ে ক্যারামেলের উপর দিব ও কেটে রাখা ড্রাই ফ্রুট গুলো এবার সে দুধের উপর ছিটিয়ে দেবো পরিমাণ অনুযায়ী।
৫. ওভেন ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রি হিটে দিয়ে রাখবো।
৬. একটি বড় পাত্রের এক তৃতীয় অংশ গরম পানি নিয়ে তার উপর পুডিং এর বাটিটি বসিয়ে ওভেনে দিব এবং ৩৫ মিনিট দিয়ে রাখব।
৭. ওভেন থেকে বের করার পরে ঠান্ডা হলে পুডিং টি একটি প্লেটে ঢেলে সার্ভ করব। (গরম অবস্থায় ঢালার চেষ্টা করলে পুডিংটি ফেটে যাওয়ার বা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে )

(ডেকোরেশন করার জন্য উপরেও কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারি।৷৷)

৷।ধন্যবাদ।।

04/06/2025

Alhamdulillah,
,Home made laccha semai
For Eid-Ul-Adha 😊

(almost sob gulo stock out )

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roza's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share