Aayat's world view

Aayat's world view ভালো থাকার গল্প

আজ একটু আগেই সব কাজ সেরে নিলাম
06/08/2025

আজ একটু আগেই সব কাজ সেরে নিলাম

Good evening
05/08/2025

Good evening

❤️সুস্বাদু মোমো❤️১. নিখুঁত ময়দার ডো তৈরি• মোমোর ডোয়ের জন্য ময়দা, পানি এবং সামান্য লবণ ব্যবহার করুন।• ডো এমনভাবে মাখুন ...
05/08/2025

❤️সুস্বাদু মোমো❤️

১. নিখুঁত ময়দার ডো তৈরি
• মোমোর ডোয়ের জন্য ময়দা, পানি এবং সামান্য লবণ ব্যবহার করুন।
• ডো এমনভাবে মাখুন যাতে এটি খুব বেশি নরম বা শক্ত না হয়। ময়দা মাখার পর ভেজা কাপড় দিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন। এতে ডো আরও মসৃণ হবে।

২. সুস্বাদু পুর তৈরি
• মোমোর পুরের জন্য আপনার পছন্দ অনুযায়ী মাংস বা সবজি নিতে পারেন।
• পুর তৈরির সময় পেঁয়াজ, আদা, রসুন কুচি, ধনে পাতা এবং মরিচ ব্যবহার করলে স্বাদ অনেক বেড়ে যায়।
• পুরের মধ্যে সামান্য তেল ব্যবহার করুন, এতে পুর নরম থাকবে।
• সবজি বা মাংসের পুর তৈরির পর অতিরিক্ত পানি থাকলে তা ঝরিয়ে নিন, নাহলে মোমো ফেটে যেতে পারে।

৩. সঠিক আকৃতি দেওয়া
• ডো থেকে ছোট ছোট বল তৈরি করে পাতলা রুটির মতো বেলুন।
• মোমোর মধ্যে বেশি পুর ভরে দেবেন না। এতে মোমো বন্ধ করতে অসুবিধা হবে এবং সেদ্ধ করার সময় ফেটে যেতে পারে।
• রুটির চারপাশে পানি লাগিয়ে ভাঁজ করুন, এতে মোমো ভালোভাবে বন্ধ হবে।

৪. ভাপে সেদ্ধ করা

• মোমো সেদ্ধ করার আগে পাত্রের নিচে সামান্য তেল লাগিয়ে নিন, এতে মোমো পাত্রের সঙ্গে লেগে যাবে না।
• মোমো ১০-১৫ মিনিটের জন্য ভাপে সেদ্ধ করুন। বেশি সেদ্ধ করলে মোমো নরম হয়ে যেতে পারে।
এই টিপসগুলো মেনে চললে আপনিও বাড়িতে খুব সহজে সুস্বাদু মোমো তৈরি করতে পারবেন।

04/08/2025
❤️ সুস্বাদু জর্দা সেমাই❤️ 👉উপকরণ:👇• সেমাই (লম্বা): ২০০ গ্রাম• চিনি: ১ কাপ (স্বাদমতো কম বা বেশি করতে পারেন)• ঘি: ৪-৫ টেবি...
04/08/2025

❤️ সুস্বাদু জর্দা সেমাই❤️

👉উপকরণ:👇
• সেমাই (লম্বা): ২০০ গ্রাম
• চিনি: ১ কাপ (স্বাদমতো কম বা বেশি করতে পারেন)
• ঘি: ৪-৫ টেবিল চামচ
• এলাচ: ২টি
• দারচিনি: ২ টুকরা (১ ইঞ্চি)
• লবঙ্গ: ৩-৪টি
• কিশমিশ: ২ টেবিল চামচ
• কাজু বাদাম (কুচি করা): ২ টেবিল চামচ
• পেস্তা বাদাম (কুচি করা): ২ টেবিল চামচ
• কমলা ফুড কালার: ১/২ চা চামচ (ঐচ্ছিক)
• লবণ: ১ চিমটি
• পানি: দেড় কাপ
• মাওয়া/গুঁড়ো দুধ: ২ টেবিল চামচ (সাজানোর জন্য, ঐচ্ছিক)

👉প্রস্তুত প্রণালী:👇
১. সেমাই ভাজা: একটি প্যানে ঘি গরম করে এলাচ, দারচিনি ও লবঙ্গ হালকা ভেজে নিন। এবার সেমাই দিয়ে সোনালি হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। সেমাই ভাজা হলে তুলে একপাশে রাখুন।

👉 ২. সিরা তৈরি:

ওই একই প্যানে পানি ও চিনি দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করুন। ফুড কালার ও এক চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিন। ৩. সেমাই মেশানো: চুলার আঁচ কমিয়ে ভাজা সেমাই সিরার মধ্যে দিয়ে দিন। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না সেমাই নরম হয়ে পানি শুকিয়ে আসে। ৪. বাদাম ও কিশমিশ: পানি শুকিয়ে এলে কিশমিশ, কাজু ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও ২-৩ মিনিট দমে রাখুন।

👉৫. পরিবেশন:
চুলা বন্ধ করে দিন। গরম গরম জর্দা সেমাই একটি সার্ভিং ডিশে তুলে নিন। ওপরে মাওয়া বা গুঁড়ো দুধ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস:
• সেমাই ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, এতে তেতো লাগতে পারে।
• ফুড কালার ব্যবহার না করলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু রঙটা সুন্দর হবে।
• আপনার পছন্দমতো যেকোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন।

04/08/2025

গুড ইভিনিং 😊😊

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Aayat's world view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share