
03/08/2025
ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে ৩৯৮০ (তিন হাজার নয়শত আশি) পিস ইয়াবা সহ ০১(এক) জন মাদক কারবারী গ্রেফতার।
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৩ এর এসআই (নিরস্ত্র) মো: নোমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০২/০৮/২০২৫ খ্রিঃ পাহাড়তলী থানা এলাকা হতে মাদক কারবারি ০১। সজীব ধর(৪৫) কে গ্রেফতার করেন। তার হেফাজত হতে ৩৯৮০(তিন হাজার নয়শত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসংক্রান্তে আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০২(৮)২৫ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার রামু থানার মামলা নং- ৪৩(০৯)২২ইং রুজু আছে। Somoy