21/10/2025
#গল্প_রিভিউ
#কুজ্ঝটিকার_অরুণ
লেখিকা: #হাফসা_আলম
রেটিং ৬/১০
ধরন: মাফিয়া ,থ্রিলার রিলেটেড , প্রকৃত ভালোবাসা (১৮+রোমান্স বিহীন)।
বিষয়বস্তু~
‘কুজ্ঝটিকার অরুণ’ গল্পটি এমন যেখানে মাফিয়ার অন্ধকার দুনিয়া, ভালোবাসার কোমলতা আর পারিবারিক সম্পর্কের বন্ধন একসাথে মিশে গেছে।
গল্পে আছে — এক অসাধারণ বাবা ও তার একমাত্র মেয়ের মায়াময় সম্পর্ক, দু’জন পুরুষ যারা ভালোবাসার টানে ক্ষমতা ও বিলাসিতা ত্যাগ করে সাধারণ জীবন বেছে নেয়, এক মায়াবী মেয়ে যার উপস্থিতিতে সবাই কিছুটা বদলে যায় ।
কিছু চরিত্র পরিচিতি:
ময়ূরাক্ষী পাহাড়~
পাহাড়, যে গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র ও নায়িকা বলা যায়। নামেই পাহাড় কিন্তু স্বভাবে মায়াবতী, কোমলমতি, পরোপকারী এক শিক্ষিত মেয়ে। যার জীবনের পুরোটা জুড়েই তার বাবা। এই গল্পটা শুধুমাত্র বাবা মেয়ের মধুর সম্পর্কের জন্যও পড়া যায়।
উসামা~
এক কলেজের ইংরেজি শিক্ষক। কক্সবাজারে এক মেয়ে আর এক সহচর অ্যাপোলোকে নিয়ে যার বাস।উসামার পৃথিবীটাই তার মেয়ে। সে তার মেয়েকে ঠিক একটি ফুলের মতোই বড়ো করেছে, আগলে রেখেছে। কিন্তু উসামা, তাকে দেখতে যতোটা নি*রী*হ, সহজ,সরল মনে হয় সেকি আদৌতে ও এতো সহজ সরল?..
আহমেদ ~
ভালোবাসা না পেয়ে হা*হা*কা*রে ভরা এক হৃদয়ের মালিকের নাম। পেশায় উকিল কিন্তু অ*ন্যা*য়ের পক্ষের উকিল। তবে কোন এক শুদ্ধ হৃদয়কে ভালোবেসে সে ও এক সময় পা*পে*র পথ থেকে সরে ন্যা*য়ে*র পথে আসে। অথচ, সেই শুদ্ধ আ*ত্মা, কোমলমতির সাথে তার না ছিল দুটি ভালো কথার স্মৃতি আর না ছিলো সুন্দর একটি চোখাচোখির স্মৃতি।
অ্যালবাট্রস ফ্যালকন~
এক প্রহেলিকার নাম। সে একজোড়া শান্ত, সবুজ চোখের মালিক। নিজের নারীর প্রতি যে শান্ত, কোমল একজন মানব, বাকিদের কাছে অন্যরকম। অন্যতম রহস্যময় ও গুরুত্বপূর্ণ এক চরিত্র।
লেখার ধরন ও উপস্থাপনা:
লেখার মধ্যে বেশ কিছু বানান ও গঠনগত ভুল রয়েছে। এক ঘটনা থেকে অন্য ঘটনায় যাওয়া অনেক সময় এলোমেলো মনে হয়েছে, যার ফলে প্রবাহ কিছুটা ভেঙে গেছে। আমার মনে হয়েছে।🙂
ব্যক্তিগত অনুভূতি~
গল্পের কাহিনী কিছুটা আনকমন এইজন্য পড়তে খারাপ লাগেনি।
পরামর্শ ~
যারা মাফিয়া , থ্রিলার ,অতিরিক্ত ভালোবাসা এ ধরনের গল্প পড়তে ভালোবাসেন তাহলে এটি পড়তে পারেন। গল্পের মধ্যে কিছু রহস্য, কিছু বেদনা, আর একটু অন্ধকার ভালোবাসা—সবকিছু মিলিয়ে “কুজ্ঝটিকার অরুণ” আলাদা গল্প।
(লেখায় কোনো ভুল বা ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন রিভিউ এর আপডেট পেতে পেজের সঙ্গেই থাকুন। পেজটি ফলো করতে পারেন নতুন রিভিউ এর জন্য।)