অভিনব সকাল

অভিনব সকাল পৃথিবী এক ক্ষণস্থায়ী মায়া,
নিজেকে ঠিক করে নিতে হবে—চিরস্থায়ী ঠিকানার জন্য।

 #ইবুক_সমাচার একটা সত্য কথা বলি,🙂 যারা ফ্রিতে ই-বুক নিয়েছেন।বেশিরভাগ গল্প গুলোই ফেসবুকে রয়েছে মনে হয় । তাই না ?🫣😁🙃কে ...
28/10/2025

#ইবুক_সমাচার
একটা সত্য কথা বলি,🙂 যারা ফ্রিতে ই-বুক নিয়েছেন।
বেশিরভাগ গল্প গুলোই ফেসবুকে রয়েছে মনে হয় । তাই না ?🫣😁🙃
কে কে ডাউনলোড করে আফসোস করছেন?

#জারিনতা_ইনাম #অভিনব_সকাল
#ফান #গল্প #ইবুক

21/10/2025

#গল্প_রিভিউ
#কুজ্ঝটিকার_অরুণ
লেখিকা: #হাফসা_আলম
রেটিং ৬/১০
ধরন: মাফিয়া ,থ্রিলার রিলেটেড , প্রকৃত ভালোবাসা (১৮+রোমান্স বিহীন)।

বিষয়বস্তু~
‘কুজ্ঝটিকার অরুণ’ গল্পটি এমন যেখানে মাফিয়ার অন্ধকার দুনিয়া, ভালোবাসার কোমলতা আর পারিবারিক সম্পর্কের বন্ধন একসাথে মিশে গেছে।
গল্পে আছে — এক অসাধারণ বাবা ও তার একমাত্র মেয়ের মায়াময় সম্পর্ক, দু’জন পুরুষ যারা ভালোবাসার টানে ক্ষমতা ও বিলাসিতা ত্যাগ করে সাধারণ জীবন বেছে নেয়, এক মায়াবী মেয়ে যার উপস্থিতিতে সবাই কিছুটা বদলে যায় ।

কিছু চরিত্র পরিচিতি:
ময়ূরাক্ষী পাহাড়~
পাহাড়, যে গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র ও নায়িকা বলা যায়। নামেই পাহাড় কিন্তু স্বভাবে মায়াবতী, কোমলমতি, পরোপকারী এক শিক্ষিত মেয়ে। যার জীবনের পুরোটা জুড়েই তার বাবা। এই গল্পটা শুধুমাত্র বাবা মেয়ের মধুর সম্পর্কের জন্যও পড়া যায়।

উসামা~
এক কলেজের ইংরেজি শিক্ষক। কক্সবাজারে এক মেয়ে আর এক সহচর অ্যাপোলোকে নিয়ে যার বাস।উসামার পৃথিবীটাই তার মেয়ে। সে তার মেয়েকে ঠিক একটি ফুলের মতোই বড়ো করেছে, আগলে রেখেছে। কিন্তু উসামা, তাকে দেখতে যতোটা নি*রী*হ, সহজ,সরল মনে হয় সেকি আদৌতে ও এতো সহজ সরল?..

আহমেদ ~
ভালোবাসা না পেয়ে হা*হা*কা*রে ভরা এক হৃদয়ের মালিকের নাম। পেশায় উকিল কিন্তু অ*ন্যা*য়ের পক্ষের উকিল। তবে কোন এক শুদ্ধ হৃদয়কে ভালোবেসে সে ও এক সময় পা*পে*র পথ থেকে সরে ন্যা*য়ে*র পথে আসে। অথচ, সেই শুদ্ধ আ*ত্মা, কোমলমতির সাথে তার না ছিল দুটি ভালো কথার স্মৃতি আর না ছিলো সুন্দর একটি চোখাচোখির স্মৃতি।

অ্যালবাট্রস ফ্যালকন~
এক প্রহেলিকার নাম। সে একজোড়া শান্ত, সবুজ চোখের মালিক। নিজের নারীর প্রতি যে শান্ত, কোমল একজন মানব, বাকিদের কাছে অন্যরকম। অন্যতম রহস্যময় ও গুরুত্বপূর্ণ এক চরিত্র।

লেখার ধরন ও উপস্থাপনা:
লেখার মধ্যে বেশ কিছু বানান ও গঠনগত ভুল রয়েছে। এক ঘটনা থেকে অন্য ঘটনায় যাওয়া অনেক সময় এলোমেলো মনে হয়েছে, যার ফলে প্রবাহ কিছুটা ভেঙে গেছে। আমার মনে হয়েছে।🙂

ব্যক্তিগত অনুভূতি~
গল্পের কাহিনী কিছুটা আনকমন এইজন্য পড়তে খারাপ লাগেনি।

পরামর্শ ~
যারা মাফিয়া , থ্রিলার ,অতিরিক্ত ভালোবাসা এ ধরনের গল্প পড়তে ভালোবাসেন তাহলে এটি পড়তে পারেন। গল্পের মধ্যে কিছু রহস্য, কিছু বেদনা, আর একটু অন্ধকার ভালোবাসা—সবকিছু মিলিয়ে “কুজ্ঝটিকার অরুণ” আলাদা গল্প।

(লেখায় কোনো ভুল বা ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন রিভিউ এর আপডেট পেতে পেজের সঙ্গেই থাকুন। পেজটি ফলো করতে পারেন নতুন রিভিউ এর জন্য।)

19/10/2025

#রিভিউ
#যেথা_রামধনু_ওঠে
লেখিকা #মৌরিন_আহমেদ
ধরন : মনস্তাত্ত্বিক গল্প ।

সমাজে আজকাল বিচ্ছেদ যেন খুবই সাধারণ ঘটনা হয়ে গেছে। অথচ এর প্রভাব সবচেয়ে গভীরভাবে পড়ে সেই সন্তানটির ওপর—যে কিছুই বুঝে ওঠার আগেই একা হয়ে যায়।
এক সময়ের হাসিখুশি পরিবারে নেমে আসে নীরবতা, বিষণ্ণতা আর দূরত্বের দেয়াল।
সম্পর্কে যদি মনোযোগ, সহনশীলতা, ভালোবাসা দেখানো যেত—হয়তো এত ভাঙন আসত না।

বিচ্ছেদের পর মায়ের নতুন জীবনে প্রবেশ, বাবার অতিরিক্ত উদাসীনতা ,সন্তানের একাকিত্ব, তাদের মধ্যে তৈরি হওয়া অদৃশ্য দূরত্ব—এই সব বাস্তব অনুভূতি নিয়ে লেখা এই কয়েক পর্বের গল্প পড়ে আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও পড়তে পারেন। আশাকরি ভালো লাগবে 🥰।

রিভিউ বাই #জারিনতা_ইনাম

(রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য গল্পের রিভিউ পেতে পাশে থাকুন। 🥰)

 #গল্পফ্যাক্ট  #আলোচনা  #পাঠক_সমাচারআমি কোন লেখিকার পক্ষে না 🙂।আমি শুধু উপন্যাসের পক্ষে রয়েছি এবং থাকবো🙃🥰। এই ঘটনা থেক...
13/10/2025

#গল্পফ্যাক্ট
#আলোচনা
#পাঠক_সমাচার

আমি কোন লেখিকার পক্ষে না 🙂।
আমি শুধু উপন্যাসের পক্ষে রয়েছি এবং থাকবো🙃🥰।
এই ঘটনা থেকে সব লেখিকারা সাবধান হয়ে যান। এমন ভুল করার আগে একশো বার ভাবুন ।
নিজের প্রতিভায় লিখতে না পারলে অন্য কাজে মনোযোগ দিন এটাই মঙ্গলজনক ‌। এতে পাঠক আর লেখক দুইটাই শান্তিতে থাকতে পারবে ।

নতুন অনেকেই শখের বসে লিখে সাহিত্যের বারোটা বাজাচ্ছে । তাদের আর কি বলবো!😞🙄

#জারিনতা_ইনাম #অভিনব_সকাল

 #রিভিউ ব‌ই:  #প্যারাডক্সিক্যাল_সাজিদলেখক:  #আরিফ_আজাদরেটিং :  ৪.৪ /৫রিভিউ: জারিনতা ইনাম ধরন: ইসলামিক, ছোটগল্প সংকলন,আত্...
12/10/2025

#রিভিউ
ব‌ই: #প্যারাডক্সিক্যাল_সাজিদ
লেখক: #আরিফ_আজাদ
রেটিং : ৪.৪ /৫
রিভিউ: জারিনতা ইনাম
ধরন: ইসলামিক, ছোটগল্প সংকলন,
আত্ম-উপলব্ধিমূলক বই।

নিচে বিস্তারিত 👇🏽

https://www.facebook.com/share/p/16JHn7qinU/

 #আলোচনা আমি অবরূদ্ধ নিশীথ এবং পদ্মাজা দুইটাই পড়েছি। তেজা মেয়েটা ভালো লিখে এটা আপনাদের মানতে হবে।আপনি তেজার বাকি উপন্...
12/10/2025

#আলোচনা

আমি অবরূদ্ধ নিশীথ এবং পদ্মাজা দুইটাই পড়েছি।
তেজা মেয়েটা ভালো লিখে এটা আপনাদের মানতে হবে।
আপনি তেজার বাকি উপন্যাস গুলো পড়ে দেখুন মেয়েটা অন্যরকম। তার লেখার ধরন অন্য রকম।

এখন কিছু কথায় আসি,,,,

একটা গল্পের সাথে এত সব পয়েন্ট এমনি এমনি মিলে যেতে পারে না। অবরুদ্ধ নীশিথ' পড়ার সময় একবারের জন্যও মনে হয়নি যে এটা পদ্মাজা' র সাথে এই মিলগুলো রয়েছে।

বলতে বাধ্য হচ্ছি যে , পয়েন্টগুলোর কিছু মিল রয়েছে কিন্তু দুইটার প্লট পুরোটাই ভিন্ন । যারা দুইটাই মন দিয়ে পড়েছেন তারা বুঝতে পারবে শেষে উপন্যাস পড়ে যে অনুভব ও উপলব্ধি আসে তা পুরোটাই আলাদা হয় ।

ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে দুইটা উপন্যাস‌ই ভিন্ন রকম সুন্দর।
মিথ্যা ভীষণ অপ্রিয় সত্য । তেজা আগেই 'পদ্মজা' পড়েছিল । সে মিথ্যা বলেছে এ কারণে আমি তার সাপোর্ট নিবো না। এ জন্য দুই লেখিকার পোস্টে এই বিষয়ে কোন কমেন্ট করিনি এ পর্যন্ত।

দেখতে চেয়েছি মূল বিষয়টা আসলে কোন দিকে গড়ায় ।
কিন্তু বিষয়টা এমন জগাখিচুড়িতে পরিণত হয়েছে যে সবার বিরুদ্ধে কপির অভিযোগ আসছে। সেটা কোথাও না কোথাও মিলেও যাচ্ছে।

আপনি আমি সবাই জানি তেজা মেয়েটা ট্যালেন্টেড। লেখালেখির জগতে সে অল্প সময়ে অনেক কিছু অর্জন করেছে।এই অল্প সময়ে তার ৮৬ k ফলোয়ার্স। যেখানে অন্য লেখিকারা ৮/৯ বছরেও তা করতে পারে নি। সেখানে সে তা করতে পেরেছে।
এই জন্যই কি তার বিরুদ্ধে এতো কিছু হচ্ছে???

সত্যের সাথে থাকবো দেখে এর আগে কোন পোস্ট করিনি ।

কিছু লেখিকা কপি করে ব‌ই বের করেও দিব্বি এখনো লেখে যাচ্ছে।
তেজার মতো মিথ্যা আর কোনো লেখিকা বলে নি ? তিনি একা এইরকম করলে অবশ্যই এই নিয়ে একটা কথাও বলতাম না । তেজা ব্যক্তিগত ভাবে কেমন এই বিষয় আমাদের কি আদৌও জানার দরকার আছে?
আই হোপ না ।
আর একজন ভালো লেখলেই যে সে ভালো লোক হবে এটা তো না ভাই।
হুমায়ূন আহমেদ স্যার তো ভালো লেখক তবুও সে কি কি করেছে ‌!
তবুও আমরা বলি প্রিয় লেখক হুমায়ূন স্যার।

অনেক লেখিকা তো অবরূদ্ধ নিশীথ রানিং থাকতে পড়েছেন কই তখন তো আপনারা কিছু বলেন নি।
তেজা এবং ইলমা আপু ভালো লিখে, আমি তাদের লেখা পড়ে মুগ্ধ হয়েছি।


তেজা অর্থাৎ জারার সবচেয়ে বড় দোষ হলো সে ছলনার পথ বেছে নিয়েছে ভুল স্বীকার করেনি বা করছে না । সে জানে তার কোনটা ভুল এবং ঠিক তার পরেও মাথা নত করছে না ।

Tejasmita Murtaza প্লিজ তুমি এসব মিটিয়ে নাও।🙏🏽🙏🏽 নিজের ভুল স্বীকার করো। কারণ এত কিছুর পরেও অনেক পাঠক তোমাকে ঘৃণা করতে পারছে না। তোমার লেখাকে অনেক ভালোবাসে। অন্তত তাদের জন্য সব ঠিক করে নাও প্লিজ। ফিরে এসো।

সবাই মিলে এটা মিটমাট করে দিন প্লিজ 🙏🏽। সব জায়গাতে অশান্তি আর ভালো লাগছে না।

#জারিনতা_ইনাম #আলোচনা

05/10/2025

একদিকে গাজাবাসী নিজেদের সাথে হয়ে যাওয়া এত অবিচার, নির্যাতন হ‌ওয়া শর্তেও ধর্ম নিয়ে আপোস না করে লড়াই করে যাচ্ছে । আর এদিকে আমরা এত সুখপুর্ণ জীবন যাপন করার পরেও এসব দেখে হাতে চুড়ি পরে বসে আছি ‌।

এখন মুসলিম যুবকদের মধ্যে বেশি ভাগের সিংহের মতো হ‌ওয়ার কথা থাকলেও তারা আসলে এক একটা ছাগলে পরিনত হয়ে যাচ্ছে ।

অনেক দিন হলো ব‌ইটি বাড়ির এ কোনাই লুকিয়ে ছিল। আজকে হঠাৎ দেখে ভাবলাম ছোট্ট একটা রিভিউ শেয়ার করি ।সায়রা সায়েন্টিস্ট ' ...
05/10/2025

অনেক দিন হলো ব‌ইটি বাড়ির এ কোনাই লুকিয়ে ছিল। আজকে হঠাৎ দেখে ভাবলাম ছোট্ট একটা রিভিউ শেয়ার করি ।

সায়রা সায়েন্টিস্ট ' একটি সায়েন্স ফিকশন ব‌ই ।ছোটদের জন্য ব‌ইটা দারুন 🥰। অনেক মজারো বটে 😂।
#বইকথা #রিভিউ
#জারিনতা_ইনাম
#অভিনব_সকাল

আজকে ঈদ ঈদ অনুভূতি হচ্ছে.. 🥰🥰 #অবরূদ্ধ_নীশিথ  #গল্পফ্যাক্ট
29/09/2025

আজকে ঈদ ঈদ অনুভূতি হচ্ছে.. 🥰🥰

#অবরূদ্ধ_নীশিথ
#গল্পফ্যাক্ট

Address

Rajshahi

Opening Hours

18:30 - 20:30

Alerts

Be the first to know and let us send you an email when অভিনব সকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share