
14/04/2025
আলহামদুলিল্লাহ!
এই দিনটা ছিল মানবসেবায় আরেকটি অসাধারণ অভিজ্ঞতা।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছিলাম ভিটামিন 'এ' ক্যাম্পেইনে।
শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ওদের সুস্থ ভবিষ্যতের পথে এক ছোট্ট পদক্ষেপ রাখতে পেরে গর্বিত।
এই সেবা ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়।
নিজের হাতে কাউকে সুস্থতার দিকে এগিয়ে দেওয়ার অনুভব—শুধু অনুভবই নয়, জীবনের এক দারুণ পাওয়া।
এই দিনটা, এই কাজটা—সবসময় মনে রাখব।
#রোভার_স্কাউটিং #ভিটামিন_এ_ক্যাম্পেইন #স্বেচ্ছাসেবা #গর্বের_এক_দিন #রাজশাহী_পলিটেকনিক ইনস্টিটিউট #সেবাই আনন্দ