Rifat Hossain

Rifat Hossain "মানবসেবাই শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর পথে চলতে চাই সবসময় ''

আলহামদুলিল্লাহ!‎‎এই দিনটা ছিল মানবসেবায় আরেকটি অসাধারণ অভিজ্ঞতা।‎রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে অং...
14/04/2025

আলহামদুলিল্লাহ!

‎এই দিনটা ছিল মানবসেবায় আরেকটি অসাধারণ অভিজ্ঞতা।
‎রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছিলাম ভিটামিন 'এ' ক্যাম্পেইনে।
‎শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ওদের সুস্থ ভবিষ্যতের পথে এক ছোট্ট পদক্ষেপ রাখতে পেরে গর্বিত।
‎এই সেবা ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়।
‎নিজের হাতে কাউকে সুস্থতার দিকে এগিয়ে দেওয়ার অনুভব—শুধু অনুভবই নয়, জীবনের এক দারুণ পাওয়া।
‎এই দিনটা, এই কাজটা—সবসময় মনে রাখব।

‎ #রোভার_স্কাউটিং #ভিটামিন_এ_ক্যাম্পেইন #স্বেচ্ছাসেবা #গর্বের_এক_দিন #রাজশাহী_পলিটেকনিক ইনস্টিটিউট #সেবাই আনন্দ

আলহামদুলিল্লাহ!‎‎এই দিনটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।‎রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে ...
13/04/2025

আলহামদুলিল্লাহ!

‎এই দিনটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

‎রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে ট্রাফিক সেবায় অংশ নিয়ে বুঝেছি— সেবার আনন্দই আলাদা। সেবায় দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

‎ শুধু মানুষের উপকারের জন্য, নিজের দায়িত্ববোধ থেকেই রাস্তায় নেমেছিলাম।

‎ছোট একটা কাজ হয়তো, কিন্তু এর পেছনে ছিল অনেক বড় শিক্ষা।
‎কাউকে নিরাপদে পার করে দেওয়া, যানজট সামাল দেওয়া বা শুধু একটি দিকনির্দেশনা —
‎এই ছোট ছোট সহায়তা কারো জন্য হতে পারে বিশাল স্বস্তি।

‎সেবা মানেই সম্মান আশা নয়, বরং মানুষের জন্য কিছু করে যাওয়ার তৃপ্তিই আসল প্রাপ্তি।
‎এই দিন, এই অনুভব — আমি মনে রাখব আজীবন।
#আলহামদুলিল্লাহ ‎ ‎ best moment -responsibility humanity

Address

Rajshahi
6291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share