Opsora Rumj

Opsora Rumj আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম দিয়ে জীবন গড়ুন, জান্নাত কায়েম করুন😌

16/10/2025

হাদিস❤️

#ইসলামেরকথা #ইসলামিক #হাদিস

২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক ❤️
12/10/2025

২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক ❤️

12/10/2025

সংসার সুখি হয় দুজনের গুনে❤️

#ইসলামেরকথা #হাদিস #ইসলামিক

অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কঠোর শাস্তি ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন,اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِ...
12/10/2025

অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কঠোর শাস্তি ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ

যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখেরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না। (সুরা নুর: ১৯)

যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, তারা নিজেদের গুনাহের পাশাপাশি তাদের গুনাহের জন্য দায়ী হয়, যারা তাদের কথা-কাজে প্ররোচিত হয়ে গুনাহে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন,

لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ.

কেয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট! (সুরা নাহল: ২৫)

🤲🤲
,আল্লাহ 😭আমরা হারাম দেখাতে, হারাম শুনাতে,হারাম মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দিতে আসক্ত হয়ে পড়েছি, কোনটা ভালো কাজ,কোনটা মন্দ কাজ এটা চিন্তা না করে,নিজের প্রতি দিনের পর দিন জুলুম করছি,কতো মুসলিম ভাইয়ে বোনের প্রতি জুলুম করছি,এবং আমাদেরই কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করছি,আল্লাহ এ হারামের,এমন জুলুমের আনন্দ থেকে আমাদের হেফাজত করুন।

09/10/2025

দু:খ ও চিন্তা দূর করার দোয়া ❤️

#ইসলামেরকথা #ইসলামিক #হাদিস

06/10/2025

৭টি ধ্বংসাত্মক কাজ

#হাদিস #ইসলামেরকথা #ইসলামিক

16/09/2025

“ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”
অর্থ: অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
(আল-কুরআন ৯৪:৫-৬)

#হাদিস #ইসলামেরকথা

15/09/2025

ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের
হাদীসে বর্ণনা আছে। তার মধ্যে প্রায়
৬৫টি পূর্ণ হয়ে গেছে।এর কয়েকটি তুলে ধরলাম
-
১. মানুষের ধন-সম্পদ বৃদ্ধি হবে (বুখারী)
২. মানুষ চুলে কলপ ব্যবহার করবে (আবু দাউদ)
৩. ঘন ঘন ভূমিকম্প হবে (বুখারী)
৪. (বিনা বিচারে) হত্যাকান্ড বেড়ে যাবে (বুখারী
ও মুসলীম)
৫. ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম
সেখানে ঢুকবে (বুখারী,মুসলীম ও মিশকাত)
৬. (পুরুষের তুলনায়) মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে
(বুখারী ও মুসলীম)
-
এছাড়াও আরো রয়েছে,
-ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের
যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে
গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা
গেছে,
-সুদের ছড়াছড়ি হবে,
-জ্বীনা-ব্যভিচার (প্রেম -ভালবাসা,অবৈধ
সম্পর্ক,পরকীয়া) বেড়ে যাবে,
-সময়ের দ্রুত চলে যাবে (বরকত কমে যাবে),
-গান-বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে
করা হবে,
-মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি
করা হবে,
-আকাশ থেকে (স্যাটালাইটের মাধ্যমে) ফেতনা
বর্ষিত হবে,
-মুসলীম উম্মাহর একদল মূর্তিপূজা করবে (বুঝে
নেন!),
-দাসী তার প্রভুকে জন্ম দেবে (মেয়ে তার
মায়ের সাথে দাসীর মত ব্যবহার করবে),
-নায়ক-নায়িকা -গায়ক,গায়িকা (Singers),ন*র্তকী(Dancers)দের ক্বদর বেড়ে যাবে,
-মুসলীমরা সব জায়গায় নির্যাতিত হবে
-ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪
ভাগ শুকিয়ে গেছে!খবর রাখেন?)আর তা
থেকে স্বর্নের পাহাড় উঠে আসবে।শতকরা ৯৯
ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে
,
-সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে (বর্তমান বাদশাহর
তিনজন ছেলে)

বাকি ৫ টির মধ্যে ৪ আলামত,,, যা পূরণ হলে
কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে,,
সেগুলো...
১.আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে,
২.ক্বারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে
নেবে,
৩.কোরআনের লেখা মুছে যাবে মানে একদম
সাদা হয়ে যাবে,
৪.পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে।

হে আল্লাহ আমরা সকলেই আপনার কাছে গুনাহগার।
আমাদের কে ক্ষমা করুন ।
আমিন

#ইসলামিক #ইসলামেরকথা

আলহামদুলিল্লাহ ইয়া রব ☝️"তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও পরিকল্পনা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"-সূরা...
10/09/2025

আলহামদুলিল্লাহ ইয়া রব ☝️

"তারা ষড়যন্ত্র করে,
আর আল্লাহও পরিকল্পনা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"
-সূরা-আল আনফাল -৩০

আর যারা জুলুমের শিকার হয়ে শহীদ হয়
আমি তাদের উত্তরসূরীদের যমীনের রাজত্ব দান করি।
আল কুরআন, সূরা ইসরা, আয়াত ৩৩

"ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون"
"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে তো কেবল কাফেররাই নিরাশ হয়।"
(সূরা ইউসুফ, আয়াত ৮৭)

06/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

05/09/2025
"নিশ্চয় যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আয...
29/08/2025

"নিশ্চয় যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।"
[সুরা নুর ২৪:১৯]

" আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়েত দান করতে পারতাম। কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে, আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো!! "
[সূরা- আস সাজদাহ আয়াত - ১৩]

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opsora Rumj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share