08/09/2025
“মা” শব্দটা পৃথিবীর সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গভীর শব্দ। এতে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ত্যাগ আর অশেষ মমতা। জন্মের পর থেকে মানুষ প্রথম যে ডাকটি শিখে তা হলো ‘মা’। এই একটি শব্দই সন্তানের কাছে আশ্রয়, শান্তি আর নিরাপত্তার প্রতীক। মা শুধু সন্তানকে জন্ম দেন না, তিনি তার সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেন, দুঃখকে লুকিয়ে হাসি বিলিয়ে দেন। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি কষ্টে, প্রতিটি আনন্দে ‘মা’ হলো অবলম্বন আর প্রেরণার নাম। মা হলেন প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম দিশারী। অল্প কয়েকটা শব্দ বা বাক্য দিয়ে মা কে বর্ণনা করা সম্ভব না, কারণ তাঁর কাছে হার মানে সব অভিধান, সব কবিতা, সব উপমা। তিনি এক বিশাল সাগরের মতো, যার গভীরতা মাপা যায় না,অনুভব করা যায় না।”
সবশেষে একটা কথাই বলতে চাই,ভালোবাসি আম্মু 🫶🏻আমার জীবনের সব চেয়ে উজ্জ্বল নক্ষত্র তুমি। তুমি সেই ফুল যার সুগন্ধে আমার জীবন সুরভিত।ভালোবাসি আম্মু,তোমাকে অনেক ভালোবাসি❤️🩹