15/09/2025
নির্দোষ হয়েও যখন আপন মানুষের চোখে দোষী হয়ে যাই, তখন পৃথিবীর সব কথা যেন হারিয়ে যায়। প্রিয় মানুষের ভুল বোঝা, সন্দেহ আর কটু কথা – সবকিছু একসাথে বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। তখন আর কিছু বলার থাকে না, কিছু করার থাকে না, শুধু নীরবে সহ্য করতে হয়।
আমরা হয়তো নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাই, কিন্তু সম্পর্কের জটিলতা আর আবেগের ভিড়ে সত্য আর মিথ্যা একাকার হয়ে যায়। তখন বুঝতে হয়, নীরবতাও একধরনের উত্তর। নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, বরং সময়কে তার সত্য প্রমাণ করার সুযোগ দেওয়া।
জীবনে এমন মুহূর্তে মনে রাখা জরুরি—যে সত্যিকারের আপন, সে সময়ের সাথে সব বুঝে যাবে। আর যাদের কাছে বারবার প্রমাণ দিতে হয়, তারা কখনোই প্রকৃত আপন ছিল না। তাই নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। ভুল বোঝাবুঝি আর মিথ্যা অভিযোগের মাঝে থেকেও নিজেকে ভালোবাসুন, নিজেকে মূল্য দিন।
সময় সবকিছু পরিষ্কার করে দেয়। আজ যারা আপনাকে দোষী ভাবছে, আগামীকাল তারাই বুঝবে আপনি কতোটা নির্দোষ ছিলেন।