RhymeBaaj

RhymeBaaj আমরা দুজন, শব্দ আমাদের খেলা,
ছন্দ আর কবিতায়, খুঁজি মনের মেলা।

পৃথিবী বড় নয়, বড় মানুষের স্বপ্নগুলো।স্বপ্ন যত বাড়ে, পৃথিবীও তত রঙিন হয়।🌎🌍🌗
29/07/2025

পৃথিবী বড় নয়, বড় মানুষের স্বপ্নগুলো।
স্বপ্ন যত বাড়ে, পৃথিবীও তত রঙিন হয়।🌎🌍🌗

🌧️🌧️ভেজা ঘাস, ঝিরি ঝিরি বৃষ্টি আর সকালের নরম আলো – প্রকৃতির সেরা উপহার।
28/07/2025

🌧️🌧️ভেজা ঘাস, ঝিরি ঝিরি বৃষ্টি আর সকালের নরম আলো – প্রকৃতির সেরা উপহার।

“রাতের নীরবতা মনকে শেখায় কথা না বলার ভাষা।” “অন্ধকার রাতও বলে যায় – নতুন ভোর আসবেই।” “রাত শুধু ঘুমের নয়, স্বপ্ন দেখার...
27/07/2025

“রাতের নীরবতা মনকে শেখায় কথা না বলার ভাষা।”

“অন্ধকার রাতও বলে যায় – নতুন ভোর আসবেই।”

“রাত শুধু ঘুমের নয়, স্বপ্ন দেখারও সময়।”

27/07/2025

যে সকাল আল্লাহর নামে শুরু, সেই সকাল সবচেয়ে মিষ্টি।
সাবাহুল খইর

✨ পরিশ্রম ছাড়া সাফল্যের গল্প নেই! ✨জীবনে বড় হতে চাইলে স্বপ্ন দেখো,কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে পরিশ্রম করো।আজকের কষ্টই ...
26/07/2025

✨ পরিশ্রম ছাড়া সাফল্যের গল্প নেই! ✨

জীবনে বড় হতে চাইলে স্বপ্ন দেখো,
কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে পরিশ্রম করো।
আজকের কষ্টই তোমার আগামীর সাফল্যের আলো। 🌟

👉 মনে রেখো:
“ঘাম ঝরানোর বিনিময়েই ফসল ঘরে ওঠে,
ধৈর্য আর পরিশ্রমই সফলতার সোপান।” 💪

🌫️ শেষ নিঃশ্বাসের গল্প 🪦আজ হোক কিংবা কাল…প্রতিটি মানুষকেই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে।নাম, যশ, অর্থ, ক্ষমতা — সব কিছু র...
24/07/2025

🌫️ শেষ নিঃশ্বাসের গল্প 🪦

আজ হোক কিংবা কাল…
প্রতিটি মানুষকেই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে।
নাম, যশ, অর্থ, ক্ষমতা — সব কিছু রেখে…
খালি হাতে চলে যেতে হবে অজানার পথে।

মৃত্যু কাউকে বলে আসে না।
তবুও আমরা এমনভাবে চলি,
যেন আমরা চিরদিন বেঁচে থাকব।

🕊 আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দান করুন।
আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা আর নেক আমল যেন আমাদের জীবনের অংশ হয়ে যায়।
🤲 যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন,
আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

#মৃত্যু #জীবন #ইবাদত #তওবা #আখিরাত #শেষ_গন্তব্য

দুই বছর আগের এক মুহূর্ত,কক্সবাজারের লাল রঙা বিকেলে —রেডিয়ান ফেস ওয়ার্ডে দাঁড়িয়ে ছিলাম আমরা দুই বন্ধু,সামনে ছিল সমুদ্র,...
23/07/2025

দুই বছর আগের এক মুহূর্ত,
কক্সবাজারের লাল রঙা বিকেলে —
রেডিয়ান ফেস ওয়ার্ডে দাঁড়িয়ে ছিলাম আমরা দুই বন্ধু,
সামনে ছিল সমুদ্র, পেছনে ছিল স্বপ্ন।

সময় কেটে গেছে, মানুষ বদলে গেছে,
কিন্তু বন্ধুত্ব আজও ঠিক আগের মতোই অটুট ❤️

আমরা এখন শুধু কনটেন্ট বানাই না,
মুহূর্ত জমিয়ে রাখি… ক্যামেরায়, মনে আর বন্ধুত্বে।

#বন্ধুত্ব ゚viralシfypシ゚viralシ

🛑 উত্তরায় বিমান বিধ্বস্ত — শোকাহত বাংলাদেশ 🕊️গতকাল উত্তরায় ঘটে গেল এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা।একটি প্রশিক্ষণপ্রাপ্ত...
22/07/2025

🛑 উত্তরায় বিমান বিধ্বস্ত — শোকাহত বাংলাদেশ 🕊️

গতকাল উত্তরায় ঘটে গেল এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা।
একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়, ফলে স্কুলে থাকা অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হন।

প্রায় ২০০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন, আর নিহতদের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

💔 এ এক ভয়ংকর বাস্তবতা…
প্রত্যেকটি প্রাণ ছিল কারো বাবা, মা, সন্তান, বন্ধু কিংবা স্বপ্ন।

🕯️ আল্লাহ যেন যাঁরা ইহলোক ত্যাগ করেছেন, তাঁদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
🩺 যাঁরা আহত অবস্থায় আছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।
🤲 যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন বা আহত অবস্থায় দেখছেন, আল্লাহ যেন তাঁদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন।

🙏 আসুন, আমরা সকলে এই শোকের সময়ে একে অপরের পাশে দাঁড়াই — দোয়া ও সহানুভূতির মাধ্যমে।

⚠️ গুজব বা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকুন। যাচাই না করা তথ্য শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখুন।

📢 কারো রক্ত দরকার হলে, বা সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে আসুন — এখনই মানবতার সময়।

#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন
#আল্লাহ_রহম_করুন
#জান্নাতুল_ফিরদাউস
#আহতদের_জন্য_দোয়া
#শোকাহত_বাংলাদেশ
#মানবতা
#দোয়া_করুন
#উত্তরা_বিমান_দুর্ঘটনা
#স্কুল_দুর্ঘটনা
#পরিবারের_জন্য_প্রার্থনা
#আল্লাহ_সুস্থতা_দান_করুন
#ধৈর্য_ও_প্রার্থনা
#আমরা_একসাথে


⏳ সময় কখনো অপেক্ষা করে নাযার কাজ, সে যেন সময় হারায় না।🛠️ পরিশ্রম করো নীরবে,সফলতা আসবে ধীরে ধীরে!💎 সময়ের মূল্য দাও,আজকের ...
21/07/2025

⏳ সময় কখনো অপেক্ষা করে না
যার কাজ, সে যেন সময় হারায় না।
🛠️ পরিশ্রম করো নীরবে,
সফলতা আসবে ধীরে ধীরে!

💎 সময়ের মূল্য দাও,
আজকের ঘামেই গড়ে উঠবে কাল।
⛰️ সফল হতে চাইলে,
দেখাও কাজ, নয় শুধু কথা-বল!

মোহনপুর থানার বিভিন্ন ইউনিয়নের ভাইয়েরা, আপনাদের অনুরোধেই আজ বিকেল ৫:৩০-এ আসছে সেই ভিডিও!"👀 অপেক্ষা করুন — আপনি কথা বলেছ...
20/07/2025

মোহনপুর থানার বিভিন্ন ইউনিয়নের ভাইয়েরা, আপনাদের অনুরোধেই আজ বিকেল ৫:৩০-এ আসছে সেই ভিডিও!"
👀 অপেক্ষা করুন — আপনি কথা বলেছেন, আমরা শুনেছি।

আমরা দুই বন্ধু মিলে চেষ্টা করছি আপনাদের জন্য ভিন্নধর্মী, ছন্দময় এবং হৃদয় ছোঁয়া কনটেন্ট বানাতে।আশা করি এই পথচলায় আপনারা আ...
19/07/2025

আমরা দুই বন্ধু মিলে চেষ্টা করছি আপনাদের জন্য ভিন্নধর্মী, ছন্দময় এবং হৃদয় ছোঁয়া কনটেন্ট বানাতে।
আশা করি এই পথচলায় আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর দোয়া করবেন যেন আমরা আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি।

আপনাদের ভালোবাসাই আমাদের চলার শক্তি।

🤝 আমাদের পাশে থাকুন
🎥 নতুন নতুন কনটেন্টের জন্য চোখ রাখুন
🫶 দোয়া ও সাপোর্টে বাঁচুক বন্ধুত্ব ও স্বপ্ন

17/07/2025

🌙 রাত এসেছে নিজের মতো করে সব ক্লান্তি গুলো মুছে দিতে…
তোমার-আমার দিনভর ব্যস্ততার মাঝে এই রাতই তো দেয় একটু নিজের সঙ্গে দেখা করার সময়।
চোখ দুটো বন্ধ করো, মনটা হালকা রাখো —
ভালো থাকো রাতের আকাশের মতো শান্ত হয়ে। 🌌
#fypageシ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RhymeBaaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share