Hous of Sadi

Hous of Sadi Hi I'm Sadiya it's my new page..

বাক্সের ভিতর একজন জাদুকর ছিলেন।যিনি একটি  জাতিকে জোছনা দেখিয়েছেন। কদম ফুলের ঘ্রাণ চিনিয়েছেন। কীভাবে বৃষ্টির ফোঁটায় আনন্দ...
19/07/2025

বাক্সের ভিতর একজন জাদুকর ছিলেন।
যিনি একটি জাতিকে জোছনা দেখিয়েছেন। কদম ফুলের ঘ্রাণ চিনিয়েছেন। কীভাবে বৃষ্টির ফোঁটায় আনন্দ খুজে নিতে হয় তা শিখিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই মানুষটা একটা জাতিকে বই পড়া শিখিয়েছেন।( Nov13,1948-July19,2012)
এটি তার ১৩তম মৃত্যুবার্ষিকী🖤
নক্ষত্রের মৃ'ত্যু নেই ❤️
"নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে"🌿🌱🌷

তাদের জন্য...যারা আমাকে না জেনেই বিচার করে গেল।যারা আমি শান্তিতে থাকতে চাইছিলাম, ঠিক তখনই আমার জীবনে অশান্তি এনে দিল।যার...
16/07/2025

তাদের জন্য...
যারা আমাকে না জেনেই বিচার করে গেল।
যারা আমি শান্তিতে থাকতে চাইছিলাম, ঠিক তখনই আমার জীবনে অশান্তি এনে দিল।
যারা নিজেদের দরকার ফুরিয়ে গেলেই আমাকে ছেড়ে চলে গেল।

যারা আমার সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিল,
যারা ভেবেছিল আমি কিছুই করতে পারবো না।
যারা আমার সহানুভূতিকে ব্যবহার করেছিল,
তবু আমাকে সম্মান দেয়নি—বরং কষ্টই দিয়েছে।

আজ তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু নেই—
শুধু নীরব অবহেলার একগুচ্ছ ফুল। 💐

আমি বদলেছি।
আমি আর কারও পাপের বোঝা টানবো না।
আমি এখন শুধু নিজের শান্তির পক্ষে।

30/06/2025

29/06/2025

এটা শুধু একটা মেলা না, এটা একটা অনুভূতি, একটা ফ্ল্যাশব্যাক, আমাদের শেকড়ের ছোঁয়া। "

20/06/2025
18/06/2025

এই তিনটি উপাদান একসাথে ব্যবহার করলে, এদের প্রত্যেকের উপকারিতা একত্রিত হয়ে ত্বকের সামগ্রিক উন্নতিতে সাহায্য করে।

Address

Rajshahi
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Hous of Sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share