05/10/2025
আজকে সবাইকে একটা কথা বলতে চাই,,, তোমরা যারা ভাবো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও ছাড়ে,, তারা হয়তো টাকার জন্য করে😀,,,(টাকাটা আমাদের কাছে অপশনাল) 🌶️কারণ হলো এই যে আমরা ভিডিও বানায় যারা এখন বর্তমানে কন্টেন্ট করতেছে মানে আমার মত যারা ছোট ইউজার আছে তারা বলতে পারবে যারা মনিটাইজেশন পায়ছে কিন্তু আর্নিং জিরো জিরো জিরো পয়েন্ট,,, আর আমরা এটাও জানি আমরা যতই পোস্ট করি যতই ইয়ে করি না কেন আমাদের আর্নিং হবে না,, তাহলে আমরা কেন করি???
আসলে আমরা করি নিজেদের শখ থেকে ,,,,, আমাদের ভালো লাগে তাই করি,,,, এটাতেও যাদের সমস্যা তারাই হচ্ছে আপনার নন ফলোয়ার তারা আপনার ভিডিও দেখবে কিন্তু আপনার ভিডিওতে লাইক ফলো কিছু করবে না,,,,,তবে যখনই সুযোগ পাবে তখনি খারাপ মন্তব্য করার জন্য রেডি হয়ে থাকবে,,,,।।।তারা হচ্ছে রেগুলার আপনার ভিডিও দেখবে কিন্তু কখনো আপনাকে ফলো করবে না,,,।।।। তবে বাজে মন্তব্য বাজে কথা অহংকারী কথা এগুলা তারা বলবেই,,।।।।
আপনার অপরিচিত মানুষেরা কখনোই আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে না,,অপরিচিত রায় দেখবেন আপনাকে সাপোর্ট করবে,,,, আর বাজে মন্তব্য,,, হিংসুটে ভাব,,, আপনার ভিডিও দেখলে জ্বলবে,,,আপনাকে কখনোই সাপোর্ট করবে না,,, উল্টো আরো হাসি ঠাট্টা করবে,,, সেটাই হলো আপনার আপন মানুষ,, মানে এরাই হলো কাছের মানুষ।।।।।।
এখন কিছু পাবলিক এসে বলবে তোমাকে কি দেখে জ্বলবো তোমার কি মিলিয়ন সাবস্ক্রাইবার?? না ভাই আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না,,আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হতেই তোমাদের এত জ্বলে কেন?😂😂😂😂আর যদি হতো তাহলে তো কি করতা আল্লাহই জানে 😂😂
যাইহোক যাদের হিংসুটে মনোভাব তারা হিংসা করবেই,,,,সমাজে এমন অনেক মানুষ থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না,,, কিন্তু তাকে নিয়ে মজা মারার জন্য একদম লাইন ধরে দাঁড়ায় থাকবে 😀😀😀
আর হ্যাঁ আমরা যারা কনটেইন করি
আমরা সবাই ঘরের রেগুলার কাজ কর্ম নিয়ে ভিডিও বানাই,, আর সবাই এটাই করে
তাছাড়া আমরা ভিডিও বানানোর জন্য তো চাইনিজ রেস্টুরেন্টে যাইতে পারব?কারণ আমরা মানুষের সামনে নিজের ভাবটা নিজের হিংসুটে মনোভাব টা বা নিজের অহংকারী মনটা প্রকাশ করি না 😀😀😀
তাই আমরা সাধারণভাবে কনটেন্ট বানায় যা আমরা রেগুলার বাসায় কাজ করি (ক্লিয়ার)
আমাদের যদি ওই রকম টাকা কামানোর ধান্দা থাকতো তাহলে নানা রকম ভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে কামাইতে পারতাম,,,
আর যারা নিজেরা মজা মেরে বলো হাগতে গেলেও বানায় মুততে গেলেও বানায়,,,, তোমরা সময়মতো নিজেদের জবাবটা পাইয়া যাবা,,, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না,,, কারো মনে কষ্ট দিয়ে কথা বলছো,,, অবশ্যই তার ফল পাবা একদিন না একদিন (ইনশাআল্লাহ)
আর যে কথাগুলা অন্যদের বলতে খুবই ভালো লাগে,, তোমার মা বোন বউ যারাই ভিডিও বানায় বা ভবিষ্যতে বানাবে আর যদি নাও বানায় ।।।।
আর না বানানোরই কথা কারণ যার এত বড় বড় লেকচার সে কত বড় প্রেসিডেন্ট তা তো বুঝাই যাচ্ছে 😀😀
তোমরা বড়লোক মানুষ বড়লোকি ভাব,,, আমরা তো চোখে সানগ্লাস লাগিয়ে কোট টাই পরে তো ভিডিও বানাতে পারবো না,,, তার কারণ আমরা গরিবস😀তাই আমরা রেগুলার সাধারণ কাজের ভিডিও বানাই,,,এগুলো দেখেও তোমাদের জলে তাহলে আমার কি করার আছে বলো,,, 😀😀😄
আসলে আগে নিজের মন মানসিকতা চেঞ্জ করো,,, নিজে কতটুকু ঠিক আগে সেটা দেখেন,,, এত টাইম করে আমাদের এই আলতু ফালতু ভিডিও দেখেন কিভাবে আপনারা??? আমি কি কাউকে টাকা দিয়ে চাকর রাখছি আমার ভিডিও দেখার জন্য।।।
বেশি কথা আর বলতে চাই না সময় মত সবগুলো প্রশ্নের জবাব গুনে গুনে পাইয়া যাবা,,,, আমরা কাউকে হার্ট করে কথা বলতে পারি না,,, আমাদের নিম্নতর কমনসেন্স আছে আল্লাহর রহমতে ❤️
বললে অনেক কিছুই বলতে পারি,,, কারন বলি না কেন জানো আমরা হাই লেভেলের কথাও বলি না লো লেভেলে চলিও না। আমরা মন মানসিকতা নিচুও করি না।।।।।।।।। কাউকে কষ্ট দিয়ে কথাও বলি না।৷৷
অবশেষে একটা কথাই বলবো আমাকে যাদের ভালো লাগেনা যাদের মনে হিংসাতে, অহংকারে ভরা তারা প্লিজ আমার থেকে দূরে থাকো আমার ভিডিও তারা দেখবা না দয়া করে।।।।
প্রথমবারও ছাড় দিছি,, দ্বিতীয়বারও ছাড় দিছি,,, এটাই লাস্ট বার তারপর আর ছাড় পাবে না (বলে দিলাম)।।😡