Inbox - ইনবক্স

Inbox - ইনবক্স (Assalamualaikum)

[Need your support page follow our page guys]❤️‍🩹🫶

লাইফের কোথাও না কোথাও আমরা Saif Hassan এর মতো, একাই লড়ে যাই, 'সাপোর্ট' পাইনা, সাপোর্ট পেলে পরিস্থিতি টা অন্য রকম হয়ে যেত...
24/09/2025

লাইফের কোথাও না কোথাও আমরা Saif Hassan এর মতো, একাই লড়ে যাই, 'সাপোর্ট' পাইনা,
সাপোর্ট পেলে পরিস্থিতি টা অন্য রকম হয়ে যেতো

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে। ভেব...
19/09/2025

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে। ভেবেছিলেন, ভালোবাসা আর হাসিখুশিতে ভরে উঠবে দিনগুলো। কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না।

অর্থনৈতিক সংকট, সংসারের টানাপোড়েন—সবকিছু সামলিয়ে সন্তানদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। স্বামীও একদিন চলে গেলেন না-ফেরার দেশে। তখনো স্বপ্ন দেখতেন সন্তানদের নিয়ে—“ওরা একদিন আমার সুখ হবে।”

কিন্তু সেই সন্তানরাই যখন মাকে বোঝা ভাবলো, তখন ভেঙে পড়লো নাসিমার পৃথিবী।
৬৫ বছরের এক অসহায় মা—যাকে উলুবনের কাদার মধ্যে ফেলে রেখে গেল আপন রক্তের সন্তান!

দুদিন পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে পাওয়া গেলো।চোখে জল আসে, বুক ফেটে কান্না আসে—
👉 মা, যে আমাদের জন্য সবকিছু ত্যাগ করে,
👉 মা, যে আমাদের জন্ম দিয়ে বড় করেছেন,
👉 মা, যাকে ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না—
সেই মাকে আমরা কীভাবে ফেলে আসতে পারি?

বাবা...১৫ সেপ্টেম্বর, গা"*জা সিটি, ফি/লি*স্তি/ন।🙂
17/09/2025

বাবা...

১৫ সেপ্টেম্বর, গা"*জা সিটি, ফি/লি*স্তি/ন।🙂

শুক্রবার খাওয়ানো হবে খাসি জবাই করে, রোববার ছাড়তে হবে ঘরবিষণ্ন মনে বাড়ির আঙিনায় বসে রয়েছেন বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকাখাসি...
04/09/2025

শুক্রবার খাওয়ানো হবে খাসি জবাই করে, রোববার ছাড়তে হবে ঘর
বিষণ্ন মনে বাড়ির আঙিনায় বসে রয়েছেন বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা
খাসি জবাই করে সবাইকে ভরপেট খাওয়ানো হবে। তারপর মহল্লার বাসিন্দারা একদিন সময় পাবেন জিনিসপত্র গুছিয়ে নিতে। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) তাঁদের ঘর ছাড়তে হবে। ৫৩ বছর ধরে বসবাসের পর এমন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তাঁরা। আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ ভোজের আয়োজন হবে রাজশাহীর মোল্লাপাড়া এলাকার আদিবাসীপাড়ায়। পাড়াটির অবস্থান রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫৩ বছর আগে এখানে ১৬ কাঠা জমির ওপর বাড়ি করে পাহাড়িয়া সম্প্রদায়ের ছয়টি পরিবার। তিন প্রজন্মে ছয়টি বাড়ি এখন ১৬টি হয়েছে। পাড়াটি স্থানীয় বাসিন্দাদের কাছে আদিবাসীপাড়া হিসেবে পরিচিত। এত দিন পর এখন এ জমির মালিকানা দাবি করছেন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি। তিনি পাহাড়িয়াদের উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গাটি দখলের সব আয়োজন সম্পন্ন করেছেন। সাজ্জাদের চাপে ইতিমধ্যে তিনটি পরিবার জায়গা ছেড়ে চলে গেছে। এখন ১৩টি পরিবার রয়েছে। আগামী রোববার তাদেরও এ পাড়া ছেড়ে যেতে হবে।

03/09/2025

- দেখুন কিভাবে স্কুলের ভিতরে দলবদ্ধ ভাবে পর্ণ দেখছে, আবার বলছে ভালো দেখে দিতে!

01/09/2025

আমি জন্মের আগেই চিঠি পেয়েছিলাম। তাতে লেখা ছিলো, কুল্লু নাফসিন যা-ইকাতুল মাওত।

✈️ একজন প্রবাসীর স্বপ্নভঙ্গ!কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যানপাওয়ার কার্ড নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্ব...
31/08/2025

✈️ একজন প্রবাসীর স্বপ্নভঙ্গ!

কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যানপাওয়ার কার্ড নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ৮৪,০০০ টাকা দিয়ে সৌদি এয়ারলাইনসের টিকেট করেন।তার গন্তব্য ঢাকা টু দোহা।টিকেটের মূল্য অস্বাভাবিক থাকায় ভিসা শেষ হওয়ার দুইদিন আগে সে টিকেট করে দোহা যাওয়ার জন্যে। এই টাকাটা জোগাড় করতে তাকে ধার-দেনা করে একেবারে সর্বস্বান্ত হতে হয়েছে।

📌 ফ্লাইট: ৩১ আগস্ট রাত ২টা, ঢাকা → দোহা (SV 803)
✅ ভিসা বৈধ
✅ ম্যানপাওয়ার কার্ড বৈধ
✅ সব ডকুমেন্ট ঠিক

কিন্তু দুঃখজনকভাবে, সৌদি এয়ারলাইনসের চেক-ইন কাউন্টারের ভুল সিদ্ধান্ত ও অজ্ঞতার কারণে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। ফলে তার ফ্লাইট মিস হয়ে যায়।তিনি ফ্লাইটের ৪ ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছেছে।তার ভিসা নাকি সো করে না বলে তাকে বোর্ডিং দেয়নি।প্রবাস কল্যাণ ডেস্কে জানানোর পর তারা চেক করে দেখে তার ভিসা ঠিক আছে।

👉 প্রশ্ন হলো —
একজন প্রবাসীর রক্ত-ঘামের টাকায় কেন এভাবে অন্যায় করা হলো❓
এই ক্ষতির দায়ভার কে নেবে❓

আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করছি।

বিঃদ্রঃ হোসাইন সাহেব এখনো এয়ারপোর্টে বসে আছে এর সুষ্ঠু সমাধানের জন্যে।কালকে রাত্র থেকেই সে কখনো প্রবাস কল্যান ডেস্ক,কখনো ম্যাজিস্ট্রেট, কখনো এয়ারপোর্ট কর্তৃপক্ষ একের পর এক এর আশ্বাসে বসে আছে।তার দুটি কন্যা সন্তাম আছে বাড়িতে।তার এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

#প্রবাসীর_স্বপ্নভঙ্গ

একজনের বাবা মা/-রা গেছেন। অথচ সে শো*কের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।ত...
30/08/2025

একজনের বাবা মা/-রা গেছেন। অথচ সে শো*কের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা দুইভাই ছেলে হয়েও মেয়েদের মতো ড্রেসে উপস্থিত হয়েছে।আবার জানার নামাজে দাঁড়িয়েছে সবার মাথায় টুপি থাকলেও সেই সন্তানের মাথায় টুপি নাই।আসলে এটা বাবা-মায়েরই ব্যর্থতা। কারণ আমরা সন্তানকে শৈশব থেকেই দ্বীনের শিক্ষা না দিয়ে শুধু দুনিয়ার শিক্ষা দেই।

আমরা সন্তানদের দ্বীনের আলো থেকে দূরে সরিয়ে রাখছি। তাদেরকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে কেবল দুনিয়ার সাজসজ্জা, ফ্যাশন আর ভোগ-বিলাসের শিক্ষা দিচ্ছি। তাই তারা জানেই না, কখন কিভাবে আচরণ করতে হয়, কার মৃ-*ত্যুতে কি করা উচিত, কোন সময়ে কি বলা উচিত।

একবারও ভেবেছি কি,কাল কিয়ামতের দিন যখন সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আমার বাবা-মা আমাকে সঠিক শিক্ষা দেয়নি তখন আমরা কী জবাব দেব আল্লাহর কাছে?

29/08/2025

আমরা কি মানুষ? 😭
সারাদিন বাদাম বিক্রি করে সামান্য রোজগার শেষে মোহাম্মদপুর বেরীবাঁধের তিন রাস্তা মোড়ে পরিচিত একজনের খোঁজে আসেন এক পরিশ্রমী মানুষ। কিন্তু দুর্ভাগ্য! তিন রাস্তা মোড় চাঁদ উদ্যানের পাশে সাত মসজিদ হাউজিং এলাকায় বেড়ীবাঁধের ওপর হঠাৎই ৪-৫ জন অ/স্ত্র/ধা/রী এসে তার সঙ্গে থাকা মাত্র ২৪’শ টাকা ছিনিয়ে নেয়।
মোহাম্মদপুরের কু/খ্যা/ত বাহিনীর দৌরাত্ম্যে অসহায় মানুষের শেষ সম্বলটুকুও আজ নিরাপদ নয়। 😡
ঘটনাটি ঘটেছে ২৫ আগস্ট রাত ১০টার দিকে।

এই ব্যাক্তিটির হঠাৎ মৃত্যুবরণ করেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন  মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের সামনে।তার পরিচিত কেউ থাকলে বিদ্...
27/08/2025

এই ব্যাক্তিটির হঠাৎ মৃত্যুবরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের সামনে।
তার পরিচিত কেউ থাকলে বিদ্যালয়ের সামনে থেকে লাশটি নিয়ে যাবেন।
তার লাশটি ওখানে পরে আছে এখন।

শিক্ষিত এলিট সমাজ! ধিক্কার।
26/08/2025

শিক্ষিত এলিট সমাজ!

ধিক্কার।

Tawhid uddin Afridi কে ধরিয়ে দেওয়ার পিছনে ছিলো 'রাহী'র হাত! 'দূরবীন নিউজ' এও আসছে ব্যাপার টা। আফ্রিদি'র বাবা কে যেদিন গ্...
25/08/2025

Tawhid uddin Afridi কে ধরিয়ে দেওয়ার পিছনে ছিলো 'রাহী'র হাত! 'দূরবীন নিউজ' এও আসছে ব্যাপার টা। আফ্রিদি'র বাবা কে যেদিন গ্রেফতার করা হয়, সেদিন আফ্রিদি চলে যায় নোয়াখালী। রাহী'র বাসায়। সেখানে আফ্রিদির খবর এক সাংবাদিক কে জানায় রাহী। আফ্রদির গতিবিধি সব ই জানাতে থাকে।
আফ্রিদি ব্যাপার টা সম্ভবত বুঝতে পেরেছিলো। তাই সেখান থেকে চলে আসে বরিশাল। আফ্রিদির 'কাছের মানুষ' হিসাবে রাহী'র সব ই জানার কথা। সে ই তথ্য পাঁচার করা শুরু করে, তার দেওয়ার তথ্যের ভিত্তিতেই আফ্রিদির খোঁজ পাওয়া যায়!

আফ্রিদি রে ফলো করি নাই কখনো, হোমপেইজে তার ভিডিও আসলে রাহী নামের ছেলেটা কে দেখতাম 'ভাই ভাই' বলে কলিজা টা দিয়ে ফেলতেছে!

আফ্রিদির গ্রেফতার এর খবরে আমার বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করে নাই, যে যেটা করবে,কর্মফল পাবেই!
খারাপ লাগছে 'রাহী' জড়িত থাকায়! খারাপ লাগছে 'আপন মানুষ' ধরিয়ে দিয়েছে এই ব্যাপার টায়!

দুনিয়া তে বিশ্বাস করবো কারে ভাই? :3
আমাদের সব সিক্রেট জানে আমাদের আপন মানুষ রাই, সবচেয়ে বিশ্বাস করি তাদের ই! আফ্রিদি ও রাহী রে বিশ্বাস করেছে আর রাহী সুন্দর করে 'ম্রা' দিয়ে দিয়েছে!

শত্রুর কাছে ঠ "কে গেলেও সমস্যা নাই কিন্তু কাছের মানুষ রা যদি ম্রা দেয়,বিশ্বাস ভাঙ্গে তাইলে আমরা আসলে বিশ্বাস টা করবো কারে? :3

Address

Rajsahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inbox - ইনবক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share