Nilima Akter Mili

Nilima Akter Mili স্বপ্ন দেখো, পরিশ্রম করো, জয় তোমার হবেই। প্রতিদিন এক চিমটি অনুপ্রেরণা �

31/07/2025

শুভ সকাল

29/07/2025

হঠাৎ বড়লোক হওয়া গেলেও...
হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না,
"ভদ্রতা"হলো পারিবারিক শিক্ষা!

🔥 "হয়তো বা নয়তো… আমি জিতেই যাবো"সবার মতো ছিলো না তার সকাল।ঘুম ভাঙত না মিষ্টি ঘুমে—ভাঙতো হাজার চিন্তা, দায়িত্ব, আর একরা...
29/07/2025

🔥 "হয়তো বা নয়তো… আমি জিতেই যাবো"

সবার মতো ছিলো না তার সকাল।
ঘুম ভাঙত না মিষ্টি ঘুমে—
ভাঙতো হাজার চিন্তা, দায়িত্ব, আর একরাশ না-পারার ভয় নিয়ে।

অফিস, সংসার, সমাজ, কথা, দৃষ্টি…
সবকিছুর ভেতরেও সে নিজেকে গুছিয়ে রাখে।
কেউ বুঝেও না বুঝার ভান করে,
কেউ জেনে চুপ থাকে—কেননা সে তো নারী!

তবুও সে থামে না।
একেকটা দিন—একেকটা যুদ্ধ।
কখনো নিজের সাথে, কখনো মানুষের সাথে, কখনো ভাঙা আত্মবিশ্বাসের সাথে।

কেউ বলে—“সব মেয়েই তো এমন!”
সে হেসে বলে—“হয়তো তাই, কিন্তু আমি হারি না…
হয়তো বা নয়তো… আমি জিতেই যাবো!” ✊

"নারী মানে কেবল মায়া নয়, নারী মানে নীরব সংগ্রামেও গর্জে ওঠা আগুন।" 🔥

-

#নারীরযুদ্ধ #সংগ্রামীনারী #আমিহারিমু না #হয়তোবানয়তো

🌫️ চিরদিনের জন্য রেখে গেলো…💔 একদিন হঠাৎ করেই মানুষটা চুপ করে গেলো…😶 না কোনো অভিমান, না অভিযোগ—শুধু চলে গেলো চিরদিনের জন্...
29/07/2025

🌫️ চিরদিনের জন্য রেখে গেলো…

💔 একদিন হঠাৎ করেই মানুষটা চুপ করে গেলো…

😶 না কোনো অভিমান, না অভিযোগ—শুধু চলে গেলো চিরদিনের জন্য।

🕰️ আমরা যারা বেঁচে থাকি, তারা শুধু স্মৃতিগুলো জমিয়ে রাখি।

☕ এক কাপ কফিতে, 🍂 একটা পুরনো গন্ধে, 🌆 একটুখানি চুপচাপ সন্ধ্যায়...

🫥 মনে হয়, হারানো মানুষগুলো হারায় না কখনো।

🌬️ তারা রোজ ফিরে আসে—নিঃশ্বাসে, চোখের কোনে, একলা রাতের নিরবতায়।

🤍 তবে তারা ফিরে আসে শুধু মনে থাকার মতো করে,
জড়িয়ে ধরার মতো করে নয়…

---

#হারানোরইতিহাস
#কষ্টেরগল্প
#চুপচাপবেদনা
#নারীরমন
#নিরবভালোবাসা




28/07/2025

চোখের পাতা নামছে ধীরে ধীরে, মনো চাই একটু আরাম.. রাতে নীরবতাই জমে থাকুক না বলা কিছু কথা, বিদায় রাত দেখা হবে স্বপ্নের দেশে..

28/07/2025

ঠকানো মানুষ আজ হাসছে আপনি কাঁদছেন'' -তবুও সৎ আছেন? ভয় নেই সময় সবার পাওনা বুঝিয়ে দেয়।

27/07/2025

🌸
"যাই না...
সময় হয়নি হয়তো!"

➤ সব যায়গায় যেতে হয় না…
➤ সব সম্পর্ক থাকতেই হবে না…
➤ সব প্রশ্নের উত্তর একদিন পাওয়াও যায় না…

❝শুধু মনটা চুপ করে থেকে যায়,
হয়তো বলে—
"সময় হলে… সব ঠিক হয়ে যাবে"❞

🖤
#যাইনা #মনেরকথা #হারানোরইতিহাস #অনুভূতিরছবি

27/07/2025

শুভ রাত্রি

27/07/2025

মন খারাপ হলে কোথাও ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে শোনাবে দিনশেষে সেই আঘাত।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilima Akter Mili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share