![আমার ছোট ছেলে [আয়াত] এর মুখের দিকে তাকালেই আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে৷ আব্বার চেহারার সাথে "আয়াত" এর চেহারার অ...](https://img5.medioq.com/790/169/1275672057901697.jpg)
15/06/2025
আমার ছোট ছেলে [আয়াত] এর মুখের দিকে তাকালেই আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে৷ আব্বার চেহারার সাথে "আয়াত" এর চেহারার অনেক টাই মিল খুঁজে পাই। এটা হয়তো-বা আল্লাহর বিশাল বড় নিয়ামত। 🤲
পাড়া, গ্রাম, এবং আত্নীয় স্বজন কেউ-ই ওর গা'য়ে হাত তুলতে দেয় না। সবাই শুধু একটা কথাই বলবে। ওরে যেন মারিস না, ও কিন্তু তোর বাপ।🤲
আমিও ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া আব্বাকে খুঁজে পাই। আমার ছোট বাবার জন্য দোয়া করবেন সবাই।❣️🤲
বাবা দিবসের শুভেচ্ছা।❣️
দুনিয়ার সকল মা বাবার প্রতি দোয়া ও ভালোবাসা থাকলো, বেঁচে থাকুন আপনারা।🤲
আমার বাবার প্রতিচ্ছবি। ❣️🥀👇