Do Something Different - DSD

Do Something Different - DSD Its not about earning fame or getting popularity. It is just share the Knowledge everyone because of a better lifestyle.

Our Dream, Our Destination!
স্বাধীন বাংলাদেশ ২৪ এর জন্য ভিন্ন কিছুর প্রত্যয়ে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গিকার নিয়ে এগিয়ে যাচ্ছি...
সর্বোচ্চ শক্তি নিয়ে সাথেই থাকুন 💪❤️

23/05/2025

Gmail হ্যাক হলে বা লগ-ইন না করতে পারলে কি করবো???

Gmail এর পাসওয়ার্ড জানার পরো লগ-ইন করা যায়না, কিংবা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলেও কোনোভাবেই লগ-ইন হচ্ছেনা!!
এই ঝামেলাটা তো অনেকের-ই হয়, I guess!!
Gmail-এর এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে কি করতে হবে , এটাই অনেকের প্রশ্ন?
- একটা সহজ সমাধান হচ্ছে "Gmail দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে"!
ব্যাপারটা অদ্ভুত না?
কিন্তু বাস্তবতা হচ্ছে, জিমেইলের আন্ডারে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তখন জিমেইল টা খুব সহজেই রিকভারি করা সম্ভব!
আর এর বাইরে, জিমেইলের Backup Email, Passkey , Skip Password When Possible, 2 step verification phones (আরেকটা two factor চালু না করলেও হবে) এসব চালু রাখলেও ৭০-৮০% টাইমেই রিকভারি করা যায়!

আর সব চেষ্টা করেও ব্যর্থ হলে, এবং জিমেইল দিয়ে কোনো YouTube channel থাকে , তবে ১০০% রিকভারি সম্ভব!!!

আর YouTube Channel এর Channel Id টা কোথাও সেইভ করে রাখার চেষ্টা করবেন, এতে যদি এমন-ও হয় আপনার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে গেছে আবার জিমেইলেও ঢুকতে পারছেন না, তখন চ্যানেল আইডির সাহায্যে পুরো জিনিসটাই সমাধান সম্ভব হবে তখন!!

জিমেইল রিকভারির জন্য, Different Devices থেকে ফরগেট পাসওয়ার্ড বা Try Another দিয়ে চেষ্টা করলে একটা রিকভারি অপশন পাওয়া যায়, তাও না হলে ইউটিউব লাইভ চ্যাটে কমিউনিকেশন করেও হেল্প নেওয়া যেতে পারে।

জনস্বার্থে পোস্ট টা শেয়ার করে দিতে পারেন!🤝

© Abdullah Al Imran
Founder - Probfly IT

03/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

25/04/2025

আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও হঠাৎ করে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ কিংবা কোনো অশালীন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে—তাহলে কী করবেন? (১৮ বছরের বেশি হলে)

অনেকেই এমন পরিস্থিতিতে পড়ে আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু প্রত্যেককে আলাদা করে সহায়তা দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাই সবার জন্য এই সমস্যার একটি কার্যকর ও নিরাপদ সমাধান নিচে শেয়ার করছি:

প্রথম ধাপ:
stop*ncii.org ওয়েবসাইটে যান। সেখানে "Create a new case" অপশনে ক্লিক করুন।

এরপর কী করবেন?
১. আপনার যে ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই অরিজিনাল ও এডিট না করা কন্টেন্টটি সেখানে সাবমিট করুন।
২. ভাবছেন, এটা কি নিরাপদ? হ্যাঁ, কারণ এখানে কন্টেন্ট সরাসরি সংরক্ষণ করা হয় না—Hash format-এ রাখা হয়, যা শুধু মিল থাকা ছবি খুঁজে বের করে, কিন্তু আসল কনটেন্ট কারো কাছে প্রকাশ পায় না।
৩. এই অর্গানাইজেশনটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ অনেক বড় ওয়েবসাইটের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে আপনি চাইলে এখান থেকে সরাসরি সেগুলো রিমুভ করার অনুরোধ পাঠাতে পারবেন।

সাবমিশনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

আপনি যে কন্টেন্ট রিমুভ করতে চান, সেই কন্টেন্ট হুবহু (কোনো পরিবর্তন ছাড়া) সাবমিট করুন।

কেস ওপেন করার সময় একটি Tracking Number ও Password পাবেন — এই দুটো অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখবেন।

এই ট্র্যাকিং নম্বর ছাড়া আপনি কেসের কোনো আপডেট জানতে পারবেন না।

পাবলিক গ্রুপে শেয়ার করা কনটেন্ট (যেমনঃ মেসেঞ্জার গ্রুপে) এখান থেকে রিমুভ করা সম্ভব।

কিন্তু Whatsapp বা এনক্রিপ্টেড চ্যাটে ছড়ানো কনটেন্ট এভাবে রিমুভ করা যায় না।

অবশ্যই সবার আগে এই বিষয়গুলো পরিবারের সাথে শেয়ার করুন এবং আইনী সহযোগিতা নেন।
~ Abdullah Al Imran

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক ...
25/04/2025

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!

আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক তৈরি করতে চান? কিংবা নিজের ভয়েসে ভিডিও ন্যারেশন করতে চান কিন্তু ভয়েস ভালো নয় বা রেকর্ডিং সেটআপ নেই? চিন্তা নেই! AI ভয়েস টুল দিয়ে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল কোয়ালিটির ভয়েসওভার—আপনার স্ক্রিপ্ট থেকে!

১) ElevenLabs.io – মানুষের মতোই স্বাভাবিক ও এক্সপ্রেশনভরা ভয়েস তৈরি করে। বাংলা ও ইংরেজি দুটোই সাপোর্ট করে।

২) TTSMaker.com – কোনো সফটওয়্যার ছাড়াই অনলাইনে টেক্সট-টু-স্পিচ সাপোর্ট। বিভিন্ন ভয়েস অপশন।

৩) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার, বিজ্ঞাপন, ভিডিও বা প্রেজেন্টেশনের জন্য অসাধারণ টুল।

৪) Play.ht – AI ভয়েস দিয়ে খুব দ্রুত অডিওবুক বা আর্টিকেল কনভার্ট করা যায়। রেঞ্জ ও গুণগত মান দুর্দান্ত।

৫) VoiceMaker.in – সহজ ইন্টারফেস, বহু ভয়েস অপশন এবং ইমোশন অ্যাড করার সুবিধা।

এইসব টুল দিয়ে আপনি ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভয়েসওভার, শিক্ষা কনটেন্ট বা নিজের অডিওবুক নিজেই বানাতে পারবেন কোনো রেকর্ডিং সেটআপ ছাড়া!

েসটুল #বাংলায়ভয়েসওভার

For Block Print Work ✅
22/04/2025

For Block Print Work ✅

ভোক্তা অধিকার এ অভিযোগ করুন
01/03/2025

ভোক্তা অধিকার এ অভিযোগ করুন

17/02/2025

গুম হওয়া স্বামী বলছেন পবিত্র - শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষন করা হয় তার স্ত্রীকে।এর আগেও প্রায় তিনবার ধর্ষন করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে।

শেষবার ধর্ষনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরন করেন।

ধর্ষক র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা,নাম আলেপ।স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান

"বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত "........

মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/ স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে!

এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।
সম্পূর্ণ ভিডিও লিংক কমেন্টে।

16/02/2025

কোথায় সে?

26/01/2025
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর গোপনীয় প্রতিবেদনে জুলাই ৩১ হতে আগষ্ট ০৫ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার সার ...
03/12/2024

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর গোপনীয় প্রতিবেদনে জুলাই ৩১ হতে আগষ্ট ০৫ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার সার সংক্ষেপ।

জুলাই বিপ্লবের স্মৃতি স্মারকঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল থেকে সংগৃহীত
22/11/2024

জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল থেকে সংগৃহীত

11/09/2024

রঙ মেখে শুয়ে ছিল...

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Do Something Different - DSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Do Something Different - DSD:

Share