Voice of Rajshahi

Voice of Rajshahi A page of voluntary organization. We want to gather all the dedicated youth in one place to make pos

18/02/2025

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে, রাজশাহীতে মশাল বিক্ষোভ মিছিল করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী মহানগর।

18/02/2025

কুয়েটে সংঘ'র্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ।

ঘটনার পেছনে দায়ী কারা বলে মনে করেন ?

18/02/2025
18/02/2025

জুলাই বিপ্লবে উত্তাল রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অথচ সবকিছুর ক্রেডিট ঢাকা কেন্দ্রীক!

18/02/2025

আব্দুলপুর থেকে রাজশাহী এই সামান্য পথ ডুয়েল গেজ রেললাইন হলে রাজশাহীর সাথে অন্যান্য জেলার যোগাযোগ ব্যাবস্থা আরও উন্নত ও সহজ হত।

আজ ভোরে ইন্তেকাল করেছেন,  এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার  'মাসুমা ইসলাম'।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি...
18/02/2025

আজ ভোরে ইন্তেকাল করেছেন, এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার 'মাসুমা ইসলাম'।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় এক সড়ক দুর্ঘ'টনায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

তার এই অসময়ে চলে যাওয়াতে গভীর শোক প্রকাশ করছে, Voice of Rajshahi পরিবার।

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, ড. শামসুজ্জোহা স্যারের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবি সহ গণ মানুষের শ্রদ্ধা।রাজশাহী বিশ...
18/02/2025

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, ড. শামসুজ্জোহা স্যারের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবি সহ গণ মানুষের শ্রদ্ধা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় বর্বর পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হন তিনি।

পাকিস্তানি বাহিনী শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি, পাকিস্তানিরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হ'ত্যা করেছিল জাতির মহান এই শ্রেষ্ঠ সন্তানকে।

- Ru Insiders

আজ ১৮ ফেব্রুয়ারি। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা স্যার -এর ৫৬ তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৬৯ এর এই ...
18/02/2025

আজ ১৮ ফেব্রুয়ারি। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা স্যার -এর ৫৬ তম শাহাদাৎ বার্ষিকী।

১৯৬৯ এর এই দিনে ছাত্রদের উদ্দেশ্যে চালানো গু'লি তিনি নিজ বুকে পেতে নিয়েছিলেন। বর্বর হিংস্র পাকিস্তানি বাহিনী ক্ষুব্ধ হয়ে শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি, পিশাচ পাকিস্তানিরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হ'ত্যা করেছিল জাতির মহান এই অভিভাবককে।

শামসুজ্জোহা স্যার সহ, অসংখ্য বুদ্ধিজীবী ও বীর শহীদ মুক্তিযোদ্ধা যাদের অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য ও সৌন্দর্য  💕📷 Abdul Momin
18/02/2025

গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য ও সৌন্দর্য 💕

📷 Abdul Momin

17/02/2025

মানুষ মানুষের জন্য, সবাই যদি মনুষ্যত্ব টা দেখাতো তাহলে দেশ টা আরো বেশি সুন্দর হতো!!

আপনাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, মার্কেটিং বা পেজ প্রমোশনের জন্য, রাজশাহী ভিত্তিক আমাদের পেজ ও গ্রুপগুলোতে, নিয়মিত পোস্ট, ...
17/02/2025

আপনাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, মার্কেটিং বা পেজ প্রমোশনের জন্য, রাজশাহী ভিত্তিক আমাদের পেজ ও গ্রুপগুলোতে, নিয়মিত পোস্ট, লাইভ, প্রমোশানাল কনটেন্ট ইত্যাদি সার্ভিস নিতে পারেন। এতে আপনার প্রতিষ্ঠানের ব্র‍্যান্ডিং, মার্কেটিং সহ প্রডাক্ট বিক্রয় বৃদ্ধি পাবে।

আমাদের যেসব প্ল্যাটফর্মগুলোতে এই সুবিধা পাবেন,
পেজ :
- Voice of Rajshahi
গ্রুপ :
- Our Rajshahi - আমাদের রাজশাহী
- To-Let Rajshahi
- রাজশাহীর উদ্যোক্তা - Entrepreneurs of Rajshahi

বিজ্ঞাপনের জন্য সরাসরি ফোন দিন আমাদের হটলাইন নাম্বারে, 📞 +8801701019125

#রাজশাহী #রাজশাহীর #রাজশাহীর_উদ্যোক্তা #উদ্যোক্তা

Rajshahi 🤍🌸- HJ Sudhu Tomar
17/02/2025

Rajshahi 🤍🌸

- HJ Sudhu Tomar

নীল সাদা বাস  ||  রাজশাহী বিশ্ববিদ্যালয়  💙📷  Emtiaz Shutter
17/02/2025

নীল সাদা বাস || রাজশাহী বিশ্ববিদ্যালয় 💙

📷 Emtiaz Shutter

তাহলে বলুন,  কে কে নিচ্ছেন ?
17/02/2025

তাহলে বলুন, কে কে নিচ্ছেন ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহার স্মরণে নির্মিত "স্ফুলিঙ্গ’ ভাস্কর্য"।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ...
17/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহার স্মরণে নির্মিত "স্ফুলিঙ্গ’ ভাস্কর্য"।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা আবাসিক হলের মূল ফটকের পাশে নির্মিত ‘স্ফুলিঙ্গ’ ভাস্কর্য শিক্ষার্থীদের আন্দোলন ও আত্মত্যাগের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। ২০১২ সালে নির্মিত এই স্মৃতিস্মারকটি শহীদ শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে স্থাপন করা হয়।

শহীদ শামসুজ্জোহার আত্মত্যাগ :
১৯৬৯ সালের গণ-আন্দোলনের এক গৌরবময় অধ্যায়ে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সেনাবাহিনী তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের জীবননাশের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. মোহাম্মদ শামসুজ্জোহা নিজ পরিচয় দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি সেনারা তার কথায় কর্ণপাত না করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি প্রথম শহীদ শিক্ষক হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

‘স্ফুলিঙ্গ’—প্রতিরোধের প্রতীক :
বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ শামসুজ্জোহার স্মরণে তাঁর নামানুসারে একটি আবাসিক হলের নামকরণ করে ‘শহীদ শামসুজ্জোহা হল’। পাশাপাশি, তাঁর আত্মত্যাগের চেতনা অমলিন রাখতে ২০১২ সালে হলের মূল ফটকের পাশে নির্মাণ করা হয় ‘স্ফুলিঙ্গ’ স্মৃতিস্মারকটি। শিল্পী কনক কুমার পাঠকের নির্মিত এই ভাস্কর্যটি স্বাধীনতা আন্দোলনের প্রজ্বলিত শিখার প্রতীক হিসেবে দৃষ্টিগোচর হয়।

প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি শহীদ শামসুজ্জোহার শাহাদাতবার্ষিকীতে এখানে শ্রদ্ধা জানাতে আসে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। ‘স্ফুলিঙ্গ’ ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে প্রতিবাদের চেতনা ও আত্মত্যাগের আদর্শ জাগ্রত রাখবে প্রজন্মের পর প্রজন্ম।

16/02/2025

৭১ দিয়েছে আমাদের পরিচয়।
২৪ দিয়েছে গৌরাবান্বিত মর্যাদা।

16/02/2025

বসন্ত বরণ ১৪৩১ 🌼💕
রাজশাহী কলেজ, রাজশাহী

- Kawasr Uddin Faishal

Address

Rajshahi
6000

Telephone

+8801701019125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমাদের গল্প

রাজশাহীর কথা বলে

দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে

রাজশাহীর জনগনের কথা বলে

রাজশাহীর সংস্কৃতির কথা বলে