
25/03/2023
আসসালামু আলাইকুম,
ছোট্ট একটি কাজ কিন্তু আমাদের জন্য হতে পারে অনেক সওয়াবের কারণ ➡️
আমরা যারা মেসে আছি, মেসের খালা সাধারণত রমজান মাসে রান্না করে বিকেল থেকে ইফতারের পর পর্যন্ত। তাদের কাছে বেশিরভাগ সময়ই ইফতার করার জন্য পানি ছাড়া অন্য কিছুই থাকেনা।
➡️আমরা বেশি কিছু না পারলেও, আমাদের ইফতারির খেজুর থেকে দুইটি খেজুর ইফতারের আগে তাদের দিয়ে আসি,তাহলে তারা খেজুর এবং পানি দিয়ে ইফতার করতে পারবে।
এবং ইংশা-আল্লাহ দুইটি খেজুরের বিনিময়ে আমরা পূর্ণ একটি রোজার সওয়াব পেয়ে যাবো ।
➡️রাসূল (সাঃ) বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”
তিরমিযি -৮০৭, ইবনে মাজাহ -১৭৪৬