Panchbibi News

Panchbibi News ih the page is news 857636214362263

09/10/2023

ব্রেকিং নিউজ
জয়পুরহাটে আবারও লাশ

পাঁচবিবি সিনেমা হল এলাকা হতে একটি লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ!

সোর্স: পাঁচবিবি পরিবার

সিকিমের একটি বন্যা নিয়ন্ত্রণ বাধ সম্পূর্ণ ভেঙ্গে গেছে। আজ রাতেই পানি ঢুকতে পারে বাংলাদেশে।উত্তরবঙ্গের (বিশেষত তিস্তা পাড়...
05/10/2023

সিকিমের একটি বন্যা নিয়ন্ত্রণ বাধ সম্পূর্ণ ভেঙ্গে গেছে। আজ রাতেই পানি ঢুকতে পারে বাংলাদেশে।

উত্তরবঙ্গের (বিশেষত তিস্তা পাড়ের) মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ, আজ বিশ্ব শিক্ষক দিবসে নিজ জেলা জয়পুরহাটের জন্য বড় একটা সুখবর পেলাম। জয়পুরহাটে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতি...
05/10/2023

আলহামদুলিল্লাহ,
আজ বিশ্ব শিক্ষক দিবসে নিজ জেলা জয়পুরহাটের জন্য বড় একটা সুখবর পেলাম। জয়পুরহাটে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(UGC) সুপারিশ করেছে। ভার্সিটির নাম এবং লোকেশন (জয়পুরহাটের কোন জায়গায় হবে) পরে জানা যাবে।
আপাতত "জয়পুরহাট বিশ্ববিদ্যালয়" (জয়বি)।

Pritom Kumar is a Southern Army 💜🇧🇩 #আমাদের_জয়পুরহাট
24/09/2023

Pritom Kumar is a Southern Army 💜🇧🇩
#আমাদের_জয়পুরহাট

17/09/2023
15/09/2023
***মসজিদে বিয়ে করলেন আয়মান-মুনজেরিন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়ম...
15/09/2023

***মসজিদে বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এছাড়া ‘নিজের বলার মতো একটা গল্প’ উদ্যোক্তা প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ তার ভেরিফায়েড আইডিতে বিয়ের কিছু ছবি শেয়ার করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিয়ে করছেন আয়মান-মুনজেরিন’ এ সংক্রান্ত একটি খবর ছড়িয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে হৈ-চৈ। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এ প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ইংরেজি শিক্ষা সম্পর্কিত তার ভিডিও বার্তাগুলো এরইমধ্যে দেশ ও বিদেশের প্রায় ২৫ মিলিয়ন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।

দারিদ্র্যতার কারণে রফিক খুব বেশি পড়ালেখা করতে পারেননি। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার সুবাদে প্রধানমন্ত্রীর কাছ থেকে দলের ...
12/09/2023

দারিদ্র্যতার কারণে রফিক খুব বেশি পড়ালেখা করতে পারেননি। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার সুবাদে প্রধানমন্ত্রীর কাছ থেকে দলের সব সদস্য জমি এবং একটি গাড়ি উপহার পেয়েছিলেন। কিন্তু রফিক ঐ জমিটা এলাকার স্কুলের জন্য এবং গাড়িটা বিক্রি করে স্কুল ঘর তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে রফিক বলেছিলেন, 'আমি পড়া-লেখা শিখতে পারিনি। তাই আমি উদ্যোগ নিলাম আমার মহল্লার সন্তানরা যেন পড়াশুনা শিখতে পারে!'মূলকাজ বল হাতে থাকলেও বেশকিছু ম্যাচ ইনিংস ওপেন করেছিলেন! তবে বেশিরভাগ ম্যাচে ছিলেন আমাদের শেষদিকের ব্যাটিং কাণ্ডারি। ব্যাটে ঝড় তুলতে পারতেন, ছক্কা মারার অসাধারণ গুণ ছিলো। টেস্টে ৩৪ ছয় আর ওয়ানডে ক্রিকেটে মেরেছেন ২৯ ছয়। টেস্ট এবং ওয়ানডে উভয় ক্ষেত্রে নিয়েছে হাজারের উপর রান আর একশোর অধিক উইকেট। টেস্ট খুব কম খেলার আফসোস করছেন সবসময়। বল করতে পেরেছেন মাত্র ৪৮ ইনিংস বাংলাদেশ তখন বহু ম্যাচ ইনিংস ব্যবধানে হারতো বলে রফিকের আফসোস করতো প্রচুর। আর এখন আমরা বড় দল হয়ে গেছি। রফিক আমাদের প্রথম তারকা ক্রিকেটারদের একজন। আমাদের ক্রিকেট যতদিন আছে রফিকরা ততদিন সম্মান পাবেন।১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রফিক।শুভ জন্মদিন আমাদের দুঃসময়ের নায়ক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনি। শুভ জন্মদিন #রফিক ভাই..

The city of lights ❤️💡©️
24/08/2023

The city of lights ❤️💡

©️

23/08/2023

জয়পুরহাটে ১১ কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা এমটিএফই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি উদ্বোধন করেছেন। ফলে চার ধরনের পেনশন স্কিম চালু হলো...
18/08/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি উদ্বোধন করেছেন। ফলে চার ধরনের পেনশন স্কিম চালু হলো। এখন ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন-ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

সর্বজনীন পেনশন সুবিধা বাংলাদেশে এই প্রথমবারের মতো চালু হলো। সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থাপনা করা হবে। পেনশন-ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া হলো এখানে।

১. সর্বজনীন পেনশন স্কিমের আওতায় কত মানুষ পেনশন সুবিধার আওতায় আসবেন?

দেশের চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালু করা হচ্ছে সর্বজনীন পেনশন-ব্যবস্থা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, ২০২০ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ এবং ২০৪১ সালে তাঁদের সংখ্যা হবে ৩ কোটি ১০ লাখ।

এই বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে সর্বজনীন পেনশন-ব্যবস্থা (স্কিম) চালু করা হয়েছে।

পেনশন স্কিমের মাধ্যমে ১৮ বছর বয়সের বেশি দেশে-বিদেশে থাকা ১০ কোটি মানুষকে সুরক্ষা দেওয়ার চিন্তা রয়েছে সরকারের। পেনশন কর্তৃপক্ষ বলছে, মানুষের গড় আয়ু বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা এবং তাঁদের নিরাপত্তাহীনতা। আর এ কারণেই চালু করা হচ্ছে সর্বজনীন পেনশন-ব্যবস্থা।

২. কখন থেকে পেনশন সুবিধা চালু হবে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ আগস্ট পেনশন কর্মসূচির উদ্বোধন করেছেন। ফলে দেশে-বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি এখন সর্বজনীন পেনশন-ব্যবস্থার আওতায় আসতে পারবেন। তবে আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়নি। একজন পেনশনধারী ব্যক্তি ৬০ বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন।

৩. শুরুতে কী ধরনের কর্মসূচি বা পেনশন স্কিম চালু হয়েছে?

চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য।

৪. পেনশনের ব্যবস্থাপনা কীভাবে

Braking news
05/08/2023

Braking news

Arif Khan Joy বনাম Barrister Syed Sayedul Haque Suman। ⚽⚽নেত্রকোনার ইতিহাসে স্বরণীয় খেলা,, নেত্রকোনার আধুনিক স্টেডিয়ামে ...
01/08/2023

Arif Khan Joy বনাম Barrister Syed Sayedul Haque Suman। ⚽⚽
নেত্রকোনার ইতিহাসে স্বরণীয় খেলা,, নেত্রকোনার আধুনিক স্টেডিয়ামে মানুষ লাক ছাড়িয়ে এবং আরো হাজার হাজার মানুষ রাস্তায়......

মহান বিজিয় দিবস ২০২২ উপলক্ষে বিজিবি vs বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ সকলের দেখা আমন্ত্রণ রইল। তারিখ : ১২ ডিসেম্বর ২০২২সময়: ২...
09/12/2022

মহান বিজিয় দিবস ২০২২ উপলক্ষে
বিজিবি vs বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ সকলের দেখা আমন্ত্রণ রইল।

তারিখ : ১২ ডিসেম্বর ২০২২
সময়: ২ঃ৩০ ঘটিকায়
স্থান: জয়পুরহাট স্টেডিয়াম মাঠ।

🎈🎈🎈মহান বিজয় দিবস উপলক্ষে 🎈🎈🎈🇧🇩বিজিবি vs বিএসএফ🇮🇳 মৈত্রী⚽ফুটবল ম্যাচ(২০২২)তাংঃ-১২/১২/২০২২সময়ঃ-২.৩০ঘটিকা।স্থানঃ-জয়পুরহাট ...
04/12/2022

🎈🎈🎈মহান বিজয় দিবস উপলক্ষে 🎈🎈🎈
🇧🇩বিজিবি vs বিএসএফ🇮🇳 মৈত্রী⚽ফুটবল ম্যাচ(২০২২)
তাংঃ-১২/১২/২০২২
সময়ঃ-২.৩০ঘটিকা।
স্থানঃ-জয়পুরহাট স্টেডিয়াম।
আয়োজনঃ-জয়পুরহাট ব্যাটালিয়ন(২০ বিজিবি)
সকলে আমন্ত্রিত।

20/11/2022
16/11/2022

শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন! আজই রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://innovationquiz.a2i.gov.bd/

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জয়পুরহাট  এর নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের ফলাফল প্রকাশ....
05/11/2022

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জয়পুরহাট এর নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের ফলাফল প্রকাশ....

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই যেন তীরে এসে তরী ডোবা, জিতব জিতব করেও হেরে যাওয়া। এই প্রতিপক্ষের বিপক্ষে শেষ দিকের চাপ সামলাত...
03/11/2022

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই যেন তীরে এসে তরী ডোবা, জিতব জিতব করেও হেরে যাওয়া। এই প্রতিপক্ষের বিপক্ষে শেষ দিকের চাপ সামলাতে পারে না বাংলাদেশ। অতীতেও তেমনটা দেখা গেছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনাল, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের সর্বশেষ ম্যাচটি। সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ।

সাকিব কতটুকু হতাশ? বাংলাদেশ অধিনায়ক অবশ্য হতাশার চেয়ে এমন লড়াইয়ে ইতিবাচকতাই দেখছেন বেশি। ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না।’

‘ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে’-পেশাদার বক্তব্য সাকিবের।

***জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ২ জয়পুরহাটে কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২০ ঘ...
21/10/2022

***জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ২

জয়পুরহাটে কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জয়পুরহাট সদরের স্টেশন রোড এলাকার মৃত বিশ্বজিৎ বাষ্পের ছেলে সনজিৎ বাষ্প (২৩) ও একই এলাকার পরশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। তাদের মধ্যে তন্ময় রজক এসএসসি পরীক্ষার্থী ও সনজিৎ বাষ্প উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জয়পুরহাট সদরের বেল কলোনি কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে আসেন ৭-৮ জন কিশোর ও যুবক। এ সময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে কালী প্রতিমা বিসর্জন দেওয়া শেষে তারা নদীতে গোসল করছিল। নদীর গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় দুজন নিখোঁজ হয়ে যায়। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গভীর রাত অবধি উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও তাদের পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর বলেন, জয়পুরহাট জেলায় একজনও ডুবুরি নেই। যদি আজ একজন ডুবুরি থাকতো তাহলে ওই দুজনের মরদেহ আরও আগেই উদ্ধার করা সম্ভব হতো।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জানান, বৃহস্পতিবার সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

-রাশেদুজ্জামান

কালাই পৌরসভার কর্মকার পাড়া মহল্লার মৃত দ্বীপক কুমার মহন্তের মেয়ে সঙ্গীত শিল্পী ঐশী রানী দৃষ্টির মাছরাঙ্গার টেলিভিশনের রি...
16/10/2022

কালাই পৌরসভার কর্মকার পাড়া মহল্লার মৃত দ্বীপক কুমার মহন্তের মেয়ে সঙ্গীত শিল্পী ঐশী রানী দৃষ্টির মাছরাঙ্গার টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা সেরা ছয় এ চান্স পেয়েছে।

ঐশী জয়পুরহাটবাসীর নিকট দোয়া/আশির্বাদ চেয়েছেন।

একজন বিদায় নিলো গ‍্যালারীর ব‍্যবস্থা না থাকার জন‍্যশেখ রাসেল মিনি স্টেডিয়াম পাঁচবিবি;স্টেডিয়ামটি ২০০০ সাল বা এর ও কিছু আ...
15/10/2022

একজন বিদায় নিলো গ‍্যালারীর ব‍্যবস্থা না থাকার জন‍্য

শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাঁচবিবি;
স্টেডিয়ামটি ২০০০ সাল বা এর ও কিছু আগে হতে পূর্ণ যৌবন নিয়ে যাত্রা শুরু করে।
তৎকালীন বিএনপির আমলে সজীব ভাই ও মঞ্জুরুল ভাই সহ সিনিয়র কনক দা, পলাশ দা, মঞ্জুরশীদ ভাই, রিপন ভাই সহ তাদের হাত ধরে ক্রিকেট খেলা চলে আসছিলো...

তৎকালীন মিঠু ভাই, আজাদ কাকা, মহসীন আঙ্কেল, ও নাদিম ভাইয়ের হাত ধরে ফুটবল ও দিব‍্যি চলছে...

২০০০-২০১৪/১৫ এবং পর্যায়ক্রমে ২০২২ সাল অব্দি ক্রিকেট ও ফুটবল দুটোই সমান তালে এগিয়ে যাচ্ছে আর মাঝপথ থেকে বড় সব টূর্ণামেন্ট আয়োজন করে নেতাদের আমন্ত্রণ করে বিদায়ী বেলায় অনেকে আশ্বাস দেয়ার মাধ‍্যমে গ‍্যালারী না থাকায় অকালে ঝড়ে যাচ্ছে টূর্ণামেন্ট এর সময় আমাদেরই কারো না কারো আপন জনের প্রাণ।

আমরা আর আশার বাণী শুনতে চাইনা...
২০০০ কি আর ২০২২ কি তাও বুঝি না...

জয়পুরহাট-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস‍্য, জয়পুরহাট-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস‍্য ও হুইপ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি...

শেখ রাসেল মিনি স্টেডিয়াম যতো দ্রুত সম্ভব গ‍্যালারীর ব‍্যবস্থা নিতে আপনাদের অনুরোধ করছি...

এটা আমার দাবী...
হয়তবা একসময় এটি জনতার দাবী হয়ে দাঁড়াবে আশা রাখি...

আজকে পাঁচবিবি  স্টেডিয়ামের দৃশ্য 🥰
14/10/2022

আজকে পাঁচবিবি স্টেডিয়ামের দৃশ্য 🥰

জয়পুরহাটে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে নিহত ১, আহত ১০জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘর ভেঙ...
14/10/2022

জয়পুরহাটে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে নিহত ১, আহত ১০

জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘর ভেঙে খোরশেদ আলম (২২) নামে যুবক মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত যুবক- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যান সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়ে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। খেলার আয়োজন করেন রাধানগর খেলোয়াড় কল্যান সমিতি। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। এসময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেটের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন অনেকগুলো দর্শক। হঠাৎ করেই টিনশেট ভেঙে পড়ে ১ জন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
শুক্রবার রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্না-লিল্লাহ ও ইননা ইলাইহি রাজিওনপাঁচবিবি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালে ছমিরণ নেছা স্কুলের টিন সেড ভেঙ্গে পড়ে যাওয়ার ঘ...
14/10/2022

ইন্না-লিল্লাহ ও ইননা ইলাইহি রাজিওন
পাঁচবিবি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালে ছমিরণ নেছা স্কুলের টিন সেড ভেঙ্গে পড়ে যাওয়ার ঘটনায় ক্ষেতলাল এর একটি যুবকের মৃত্যু।।।

***ব্যারিস্টার সুমনের খেলা দেখতে গিয়ে তরুণের মৃত্যুজয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদু...
14/10/2022

***ব্যারিস্টার সুমনের খেলা দেখতে গিয়ে তরুণের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে মো. খোরশেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ধন্যবাদ এবং ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যারিস্টার সুমন একাডেমি কে পাঁচবিবি তে আসার জন্যহ্যালো জয়পুরহাট,ব্যারিস্টার সুমন ফুট...
13/10/2022

ধন্যবাদ এবং ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যারিস্টার সুমন একাডেমি কে পাঁচবিবি তে আসার জন্য
হ্যালো জয়পুরহাট,

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি
বনাম রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতি, পাঁচবিবি, জয়পুরহাট
স্থান- পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জয়পুরহাট
১৪ ই অক্টোবর, শুক্রবার, ২-৩০ মিনিটে
সবাই আমন্ত্রিত।

শ্রীলঙ্কান জামাই পেল জয়পুরহাটের মেয়ে:জয়পুরহাটের দোগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামের মেয়ে রাহেনা বেগম (৩২) কে বিয়ে করল শ্রীল...
30/09/2022

শ্রীলঙ্কান জামাই পেল জয়পুরহাটের মেয়ে:

জয়পুরহাটের দোগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামের মেয়ে রাহেনা বেগম (৩২) কে বিয়ে করল শ্রীলঙ্কান যুবক রওশন মিতন (৩৩)।

এর আগে রাহেনা জর্ডানে কাজের খোঁজে গেলে রওশনের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হলে আজ তারা নব দম্পতি।


উল্লেখ্য, আগের বছর বিশ্বাসপাড়ার এক মেয়ে পাকিস্তানি নাগরিক কে বিয়ে করেছিল বলে জানা গেছে।

ছবি: জনি সরকার

এই যুবকদের অনেক স্বপ্ন তা আগামী মাসের 14 তারিখে পূরণ হতে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।আগামী 13 ...
30/09/2022

এই যুবকদের অনেক স্বপ্ন তা আগামী মাসের 14 তারিখে পূরণ হতে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
আগামী 13 তারিখ ব্যারিস্টার সুমন ভাই পাঁচবিবিতে আসতেছেন।ঐদিন বৃহস্পতিবার 12 টার সময় রাধানগর (করোটি)প্রীতম পুকুরে গ্রাম বাংলার ঐতিহাসিক হাস খেলা হবে।
"আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন" খ্যাত সিদ্দিক আসিতেছে। পরের দিন রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির হয় নাইজেরিয়ান 2 জন খেলোয়ার আসবে। জাতীয় দল ও ঢাকা ক্লাব থেকে খেলোয়ার আসতেছে।
আবহাওয়া ভালো থাকলে আল্লাহ তাআলা রহমতে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে আমরা ইচ্ছুক। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করতেছি।।।
সভাপতি।
রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। পাঁচবিবি জয়পুরহাট

06/08/2022

আমি একজন আদিবাসী এটা নিয়ে আমার কোন সন্দেহ নেই। কিন্তু আপনারা জোর করে আমাকে অন্য পরিচয়ে পরিচিত করতে চাইছেন কেন?
উল্লেখ্য গত ১৯ জুলাই ২০২২ইং তারিখ বাংলাদেশ সরকারের "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়" একটি প্রজ্ঞাপন জারি করে যাতে বলা হয়েছে ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত কোন সেমিনার, টকশো এবং সংবাদপত্রে কোন প্রকারে ''আদিবাসী'' শব্দটি ব্যাবহার করা বা উল্লেখ করা যাবে না। সরকারের এমন সিদ্ধান্তে সত্যিই আমরা মর্মাহত।সরকারের এমন সিদ্ধান্তে ঘোর বিরোধিতা জানাই।মাননীয় প্রধানমন্ত্রী,দেশনেত্রী শেখ হাসিনা আপনার দৃষ্টি আর্কষণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তিনি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কি?বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে বাংলাদেশ নামে পরিচিত করতে আমাদের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আমরা এদেশের নাগরিক।আমরা আমাদের পরিচয়ে এদেশে থাকতে ও বাঁচতে চাই।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা সিলেট। বানভাসি মানুষের হাহাকার। খাবার, বিশুদ্ধ পানি, ঔষধের অভাব। কঠিন এই প...
18/06/2022

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা সিলেট। বানভাসি মানুষের হাহাকার। খাবার, বিশুদ্ধ পানি, ঔষধের অভাব। কঠিন এই পরিস্থিতিতে আসুন আমরা সিলেটের পাশে দাঁড়াই। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সিলেটের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আল্লাহ যেন দ্রুত এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন, আমিন।

31/05/2022
আন্তর্জাতিক পেশাদার বক্সিংবাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র সুরো কৃষ্ণ চাকমাটিডিসি রিপোর্টপ্রকাশ: ২১ মে ২০২২, ০৮...
21/05/2022

আন্তর্জাতিক পেশাদার বক্সিং

বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র সুরো কৃষ্ণ চাকমা
টিডিসি রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ২১ মে ২০২২, ০৮:৫৮ AM

খেলাধুলা
সুরো কৃষ্ণ চাকমা © সংগৃহীত
প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে হওয়া পেশাদার এই বক্সিং আসরের নাম দেওয়া হয়েছে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আসরের ৬১ কেজি ওজন শ্রেণিতে বাংলাাদেশের সুরো কৃষ্ণ চাকমা চার রাউন্ডের খেলায় নেপালের শক্তিশালী প্রতিপক্ষ মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে সুরো কৃষ্ণ বলেছেন, আমি ভীষণ খুশি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরো কৃষ্ণ চাকমা (জগন্নাথ হল) আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এছাড়া স্বাগতিকদের আরেক বক্সার আল আমিনও হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি নেপালের প্রতিযোগীকে হারিয়ে সেরা হয়েছেন।

৬৬ কেজি ওজনশ্রেণিতে নেপালের চ্যাম্পিয়ন বক্সার ভারত চাঁদ ও বাংলাদেশের আল আমিন মুখোমুখি হন। চার রাউন্ডের লড়াইয়ে ভারতকে হারান আল আমিন। গত বাংলাদেশ গেমসে সোনা জেতা এই বক্সার তিন বিচারকের কাছ থেকে পান ৩৯-৩৭, ৪০-৩৬, ৪০-৩৬ পয়েন্ট।

বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টে অংশ নিয়েছেন ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবস্তী রায়জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ মে ২০২২ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ...
21/05/2022

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবস্তী রায়
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ মে ২০২২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবস্তী রায়
বৃহস্পতিবার (১৯ মে) চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবস্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শ্রাবস্তী রায় হচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী ডিসি। তিনি চাকমা সম্প্রদায়ের। তার জন্মস্থান রাঙ্গামাটিতে। এর আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একাধিক পুরুষ কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বিজ্ঞাপন

শ্রাবস্তী রায় বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি কক্সবাজার জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রাবস্তী রায় এক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে বলেন, বদলি-পদায়ন প্রশাসনের একটি নিত্যনৈমিত্তিক বিষয়। পাহাড়িদের মধ্যে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আমাকে পদায়নের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ প্রদান করার প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ এই সিলেকশন বোর্ডগুলোতে যারা থাকেন তারা যে বিষয়টি বিবেচনায় নিয়েছেন, আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন, এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী বিষয় এবং নির্দেশনা থাকে। সেগুলো আমরা পালন করি। তথাপি যদি আমাদের আলাদা করে কাজ করার সুযোগ থাকে সেটা করব। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন- প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন যেসব মানুষ আছে, প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত যেসব মানুষ আছে তাদের নিয়ে কাজ করার সুযোগ থাকলে আমি করব।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞা জাগো নিউজকে বলেন, শ্রাবস্তী রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী জেলা প্রশাসক। তিনি ভালো অফিসার বলেই তাকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নারী-পুরুষের সমতা আনার বিষয়টি এসডিজির এজেন্ডা। শুধু এসডিজি বাস্তবায়নই নয়, আমরা যোগ্যতার বিচার করে নারী কর্মকর্তাদের পদায়ন করছি। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা মনে করেন তারা পিছিয়ে আছেন, তারা এতে আরও উৎসাহিত হবেন। নারীদের আরও বেশি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন বলে আমরা মনে করি।

শ্রাবস্তী রায় এর আগে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকারের উপ-পরিচালক, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা, সিলেটের দক্ষিণ সুরমা ও ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারের উপ-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসিরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

আরএমএম/এমএইচআর/এমএস

সরকারি-চাকরি সরকার পদোন্নতি নারী
বিজ্ঞাপন

পরবর্তী খবর
নারায়ণগঞ্জে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তরুণের মৃত্যু
ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৯ মে ২০২২
নারায়ণগঞ্জে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তরুণের মৃত্যু ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় একটি চারতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. কাওছার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের প্রতিবেশী মো. আনিছ জানান, বিকেলের দিকে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

কাজী আল আমীন/এমএইচআর/এমএস

নারায়ণগঞ্জ মৃত্যু ঢামেক
বিজ্ঞাপন

সর্বশেষ - জাতীয়

গণহত্যা জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকারপ্রধান: শ ম রেজাউল করিম

আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাবে ২৬ মে

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে গ্রেফতার

ঢাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি

অন্যান্য
আর্কাইভফটো গ্যালারিভিডিও গ্যালারিআমাদের কথাযোগাযোগপ্রাইভেসি পলিসি

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর জুন মাসের সম্ভাব্য সময়সূচী..জেলা পরিসংখ্যান কার্যালয়, জয়পুরহাট সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী...
18/05/2022

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর জুন মাসের সম্ভাব্য সময়সূচী..
জেলা পরিসংখ্যান কার্যালয়, জয়পুরহাট
সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ
(১ম ব্যাচ): ০৪-০৭ জুন, ২০২২ ইং (০৪ দিন)
সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ
(২য় ব্যাচ): ০৯-১২ জুন, ২০২২ ইং (০৪ দিন)
মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় গণনাকারীরা নির্ধারিত গণনা এলাকায় সরেজমিনে গমনপূর্বক গৃহ ও খানা সনাক্তকরণ।
১৩-১৪ জুন, ২০২২ ইং (০২ দিন)
নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণ।
(গণনাকারী ও সুপারভাইজারগণরা)
১৫-২১ জুন, ২০২২ ইং (০৭ দিন)
সুপারভাইজারের তত্ত্বাবধনে গণনাকারী কর্তৃক জোনাল অফিসারের নিকট মালামাল জমা।
২২-২৩ জুন, ২০২২ ইং (০২ দিন)।
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।

নারী বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন পাঁচবিবির ছন্দাজেলার পাঁচবিবি উপজেলার নাকুরগাছি গ্রামে বেড়ে ওঠা  সুরাইয়া আ...
02/02/2022

নারী বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন পাঁচবিবির ছন্দা

জেলার পাঁচবিবি উপজেলার নাকুরগাছি গ্রামে বেড়ে ওঠা সুরাইয়া আজমিন ছন্দা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন আই.সি.সি নারী বিশ্বকাপ-২০২২ এ লাল সবুজ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ইতিপূর্বে জাতীয় দলের বিভিন্ন আন্তার্জাতিক টূর্নামেন্টে অংশ নিলেও প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন দলের অপরিহার্য্য এই পেসার।
উল্লেখ্য সুরাইয়া আজমিন ছন্দা জয়পুরহাট ক্রিকেট ক্লিনিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রমীলা দলের নিয়মিত খেলোয়ার।
ছন্দা আগামী ৩ ফেব্রুয়ারী মধ্যরাতে দলের অন্যান্য সদস্যের সাথে নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
ছন্দাসহ পুরো বাংলাদেশ দলের জন্য নিরন্তর শুভকামনা রইলো।

সুত্রঃ জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট।

অভিনন্দন   # রবিন এক্কা কে
22/01/2022

অভিনন্দন
# রবিন এক্কা কে

🌹অভিনন্দন🌹 অভিনন্দন 🌹 অভিনন্দন 🌹বাংলাদেশ মহিলা ফুটবল দল।বিজয়ের মাসে তোমরা এনে দিলে ক্রীড়া জগতে একটি স্মরণীয় অধ্যায়।সবার ...
22/12/2021

🌹অভিনন্দন🌹 অভিনন্দন 🌹 অভিনন্দন 🌹

বাংলাদেশ মহিলা ফুটবল দল।বিজয়ের মাসে তোমরা এনে দিলে ক্রীড়া জগতে একটি স্মরণীয় অধ্যায়।
সবার জন্য শুভ কামনা রইলো।

Address

Panchbibi
Rajshahi
5910

Telephone

+8801837755779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchbibi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category