হিন্দু-কথা

  • Home
  • হিন্দু-কথা

হিন্দু-কথা Its hindu religion page

মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে – কর্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠমহাভারতে অনেক যোদ্ধা ছিলেন। বিভিন্ন যোদ্ধা বিভিন্ন ব্যক্তি...
29/03/2025

মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে – কর্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ

মহাভারতে অনেক যোদ্ধা ছিলেন। বিভিন্ন যোদ্ধা বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে মহাভারতের সেরা যোদ্ধা হতে পারেন। কেউ বলবেন অর্জুন সেরা যোদ্ধা, আবার কেউ বলবেন কর্ণ সেরা যোদ্ধা। আবার কেউ কেউ পিতামহ ভীষ্ম কে বড় যোদ্ধা মনে করেন।

এই জন্য আলাদা আলাদা দিক থেকে ধরতে গেলে এরা প্রত্যেকেই শক্তিশালী যোদ্ধা। কিন্তু যদি মহাভারতের সেরা যোদ্ধা কে? – এই প্রশ্নটির উত্তর দিতে বলা হয়, তাহলে অনেকেই দিতে পারবে না।

এই জন্য আজকের এই আর্টিকেল থেকে আমরা মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা কে? এই সম্পর্কে আলোচনা করব। এখানে শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গিতে এবং আমাদের দিক দিয়ে মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে তুলে ধরা হয়েছে।

তাই চলুন দেরী না করে মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে? এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে?
আমার মতে মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা হলেন সূর্যপুত্র কর্ণ। তার এই শ্রেষ্ঠতার পেছনে কিছু কারণ রয়েছে। এই কারণগুলি একটি একটি করে দেখে নিন।

১. মহাভারতে অর্জুন সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল ছিল। কিন্তু কৌরব পক্ষের দুর্যোধন সম্পূর্ণরূপে কর্ণের উপর নির্ভরশীল ছিলেন।

২. আচার্য দ্রন, কৌরবদের এবং পান্ডবদের সম্পূর্ণরূপে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তিনি কর্ণ কে শিক্ষা দেন নি। এইজন্য কর্ণ ছলনা করে পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়ে ছিলেন।

এর থেকেই বোঝা যাচ্ছে যে কর্ণ যদি অর্জুনের মত যোগ্য না হতো, তাহলে তিনি কর্ণকে শিক্ষা দিতেন না।

৩. ভগবান ইন্দ্র, কর্নের বর্ম এবং কুন্ডল প্রতারণা মূলক ভাবে দখল করা সত্বেও, কর্ণ একজন বীর যোদ্ধার মত যুদ্ধ করেছিলেন।

৪. তার কাছে পরশুরামের দেওয়া শিবের বিজয় ধনুক ছিল। যদি কর্ণ মারা যাওয়ার সময় তার হাতে সেই ধনুকটি থাকত তাহলে তাকে হত্যা করা যেত না।

৫. কর্ণ ছিলেন দুর্যোধনের একজন সত্যি কারের বন্ধু। এবং এর পাশাপাশি সবথেকে বড় দাতাও ছিলেন।

৬. কর্ণ একাই জরাসন্ধকে পরাজিত করেছিলেন। অন্যদিকে ভীম শ্রীকৃষ্ণের সহায়তা নিয়ে, প্রতারণা করে জরাসন্ধকে হত্যা করেছিলেন।

৭. রাজা ভগদত্ত কে অর্জুন পরাজিত করতে পারেননি। কিন্তু কর্ণের কাছে তিনি পরাজয় স্বীকার করেন।

৮. কর্ণ তার মাতা কুন্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্জুনকে ছাড়া তার অন্য কোন পুত্রকে হত্যা করবেন না। এইজন্য বাকি ৪ পাণ্ডব, বারবার কর্নের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তাদের হত্যা করেননি।

৯. অশ্বসেন নামক এক সর্প, অর্জুনকে দংশন করার প্রতিশোধ নিলে, কর্ণ তাকে হত্যা করতে বারণ করেন।

১০. কর্ণ বীরযোদ্ধা হওয়ার কারণে তাকে ধনুক বিহীন করে, অসহায় ভাবে হত্যা করা হয়।

১১. মহাভারতের যুদ্ধে, কর্ণের তীরে যখন অর্জুনের রথ কিছুটা পিছিয়ে যায় তখন কৃষ্ণ তাকে প্রশংসা করেন।

তখন অর্জুন কৃষ্ণাকে বলেছিলেন যে, “যখন আমার তীরে কর্ণের রথ কয়েক গজ পিছিয়ে যায় তখন তো আপনি আমার প্রশংসা করেন নি। আর তার তীরে আমার রথ কয়েক ইঞ্চি পিছিয়ে যেতেই তার প্রশংসা করছেন?”

কৃষ্ণ এর উত্তরে বলেছিলেন “কর্ণের রথে যিনি সারথি আছেন, তিনি হলেন একজন মানুষ। এবং তোমার রথে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং হনুমান বসে আছি। তারপরেও কর্ণ আমাদের রথ টিকে ধনুর্বিদ্যার সাহায্যে পিছনে ঠেলে দিল”।

কর্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ
উপরের এই দশটি কারণ দেখলেই বোঝা যায় যে অর্জুনের থেকে কর্ণ মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা ছিল। সে অনেক সুযোগ সুবিধা না পেয়েও, অনেক কষ্টের মধ্যে থেকে ধনুর্বিদ্যার শিক্ষা পেয়েছেন।

এবং অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, শুধুমাত্র একা সারাটা জীবন লড়াই করে গেছেন।

এইজন্য “কর্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ?” এই প্রশ্নের উত্তরে আমি কর্ণকেই বেছে নিলাম।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে এবং মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা কে? – এই সম্পর্কে আপনারা আমাদের মতামত পেয়ে গেছেন। তবে আপনার দৃষ্টিভঙ্গিতে মহাভারতের সেরা যোদ্ধা কে? – এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভালো থাকবেন।

31/01/2025

হরে কৃষ্ণ

শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি যাদের চিত্তের উপর পড়েছে প্রাণী মধ্যে তারাই কেবল জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন । শ্রী কৃষ্ণের বা...
30/01/2025

শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি যাদের চিত্তের উপর পড়েছে প্রাণী মধ্যে তারাই কেবল জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন ।
শ্রী কৃষ্ণের বানীতেই দেখুন।
তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম্।
দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে।।১০।।
অনুবাদঃ যাঁরা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাঁদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তাঁরা আমার কাছে ফিরে আসতে পারেন।

তেষামেবানুকম্পার্থমহজ্ঞানজং তমঃ।
নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা।।১১।।
অনুবাদঃ তাঁদের প্রতি অনুগ্রহ করার অনুগ্রহ করার জন্য আমি তাঁদের হৃদয়ে অবস্থিত হয়ে, উজ্জ্বল জ্ঞান-প্রদীপের দ্বারা অজ্ঞান-জনিত অন্ধকার নাশ করি।

🥀🥀 হরেকৃষ্ণ 🥀🥀🌹 যেখানে নিঃস্বার্থ প্রেম থাকে 🌿সেই স্থানে ভগবান বিরাজ করেন 🌹
29/01/2025

🥀🥀 হরেকৃষ্ণ 🥀🥀
🌹 যেখানে নিঃস্বার্থ প্রেম থাকে
🌿সেই স্থানে ভগবান বিরাজ করেন 🌹

🌿শ্রী কৃষ্ণের আরাধনা। একবার নারদ মুনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন।তিনি দ্বারে প্রবেশ করতেই ছিলেন এমন সময় দ...
29/01/2025

🌿শ্রী কৃষ্ণের আরাধনা। একবার নারদ মুনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন।তিনি দ্বারে প্রবেশ করতেই ছিলেন এমন সময় দ্বারপাল উনার রাস্তা বন্ধ করে দিল। নারদ মুনি কারণ জিজ্ঞাসা করলেন - উওর আসলো "প্রভু এখন আরাধনায় ব্যস্ত আছেন"। নারদ জী বললেন- "রাস্তা ছেড়ে দাও,তোমার এই সব কথা আমি বিশ্বাস করিনা"। দ্বারপাল বললো- "না না মুনিবর,আপনাকে প্রতীক্ষা করতে হবে।" কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কপাট খুললেন।নারদ মুনি প্রথমে প্রনাম করলেন এবং অভিযোগ করলেন - "দেখুন না প্রভু , আপনার দ্বারপাল একটি অজুহাত দেখিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছিল , বলছিল যে আপনি নাকি পূজা করছেন।" শ্রীকৃষ্ণ বললেন- "এটা সত্যবচন নারদ , আমি আরাধনাতেই মগ্ন ছিলাম।" নারদ মুনি বললেন- "ভগবান!আপনি আর আরাধনা ?" শ্রীকৃষ্ণ বললেন- " দেখতে চাও আমি কার আরাধনায় মগ্ন ছিলাম? আসো ভিতরে আসো"। ভিতরে এক পুষ্পমন্ডিত পালনে অনেক ছোট ছোট প্রতিমা ঝুলছিল।নারদ জী একাগ্র দৃষ্টিতে দেখছিলেন।কিছু প্রতিমা গকুলের গোপ-মন্ডলীর ছিল আর কিছু স্বয়ং উনার নিজের।তখন নারদ মুনি প্রভুর দিকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন- "আরাধ্য আরাধকের আরাধনা কবে থেকে শুরু হলো ? ভক্ত প্রার্থনা করে আর ভগবান কৃপা করে ,এই পর্যন্তই তো জানি ,তাহলে এই পরম্পরা আপনি কবে থেকে শুরু করলেন ?" শ্রীকৃষ্ণ বললেন- "আমাকে বলো নারদ ,ভক্ত আমার আরাধনা কেন করে ? কি প্রয়োজনে তারা আমার উপাসনা করে?" নারদ মুনি বললেন- " প্রভু! তারা আপনার প্রেম চায়। শ্রীকৃষ্ণ বললেন- " নারদ!ঠিক সেই প্রয়োজনে আমিও আমার ভক্তের আরাধনা করি।আমিও আমার ভক্তের কাছ থেকে প্রেমের আকাঙ্খা রাখি।ভক্তের কাছ থেকে তাদের প্রেম খুঁজি।প্রেমের এই মহাদান পাওয়ার জন্যই আমি নিরাকার থেকে সাকার হয়ে এই পৃথিবীতে বারবার আসি কিন্তু মানব এই কথাটাই বুঝতে পারেনা।তারা তো আমার কাছ থেকে কেবল ধন-দৌলতই চায় , যেখানে আমি ভক্তের প্রেম পাওয়ার জন্য তাদের দিকে চেয়ে থাকি"। ( সংগৃহীত)
"জয় শ্রীকৃষ্ণ" জয় সনাতন ধর্মের🙏🌺🙏🌺🙏🙏
হরে কৃষ্ণ রাধে রাধে 🙏🙏🙏🙏
#সনাতন_ধর্ম #রাঁধে_রাঁধে #শ্রীকৃষ্ণ #হিন্দু #পেইজটিকে_ফলো_করুন

🌿পৃথিবীর সব মানুষ যদি স্বধর্মের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে এবং সততার সঙ্গে পালন করে, তবে খুব অল্পসময়ে সমাজ বদলে যাবে। প...
29/01/2025

🌿পৃথিবীর সব মানুষ যদি স্বধর্মের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে এবং সততার সঙ্গে পালন করে, তবে খুব অল্পসময়ে সমাজ বদলে যাবে। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে সাম্য, মানবিকতা ও সামাজিক সুবিচার।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,
"কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বাকর্মণি।।২/৪৭।।
অর্থাৎ হে অর্জুন! স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনও নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনও স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়ো না।"

🌿যে মানুষ গীতার কর্ম তত্ত্বত জেনে স্বধর্মের কর্তব্যকর্ম করেন তিনি ভগবৎ-সেবার মাধ্যমে পূর্ণজ্ঞান লাভ করেছেন। তাই হিন্দু সনাতন ধর্মের কোন মানুষ কি ধরনের কর্তব্যকর্ম করবে, ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে।

🌿প্রকৃতির তিনটি গুণের প্রভাবে উৎপন্ন স্বভাব অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র - এই চার ধরনের মানুষ রয়েছে, আর প্রতিটি বর্ণের মানুষের প্রকৃতিগত বা স্বভাবগত কর্তব্যকর্ম রয়েছে। প্রত্যেকের উচিত তার স্বভাব অনুসারে নির্দিষ্ট কর্তব্যকর্ম করা। অপরের ধর্মকর্ম কখনও অনুকরণ করা ঠিক নয়।
ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও কেউ যদি শৌচ, সদাচার, পারমার্থিক চিন্তা ইত্যাদি শূন্য হয়ে শূদ্রের মতো স্বভাব লাভ করে, তা হলে তার শূদ্রকর্মই করা উচিত, ভেকধারী ব্রাহ্মণ সাজা উচিত নয়। তেমনই ক্ষত্রিয়ের উচিত যথোচিত হিংসার আশ্রয় নিয়ে শত্রু দমন করা। প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে তার নির্ধারিত বৃত্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা। কেবল নিজের ইন্দ্রিয়-তৃপ্তির জন্য কাজ করা হচ্ছে জড় বন্ধন ও দুর্দশার কারণ।

🌿অবশ্য সব কর্মের মধ্যেই কিছু দোষ থাকে। যেমন ক্ষত্রিয়কে হত্যা করতে হয়, কুটনীতির আশ্রয় নিতে হয়। ব্যবসায়ীকে লাভ করতে হলে কিছুটা মিথ্যা বলতে হয়। শূদ্রকে (শ্রমিক) হয়তো কোন অসৎ মনিবের চাকুরী করতে হয়। এইগুলি অবশ্যম্ভাবী। এই সব দোষত্রুটি সত্ত্বেও প্রত্যেককে এই সমস্ত কর্ম করতে হয়, কেন না এই কর্ম-প্রবণতা তার নিজেরই স্বভাবজাত।

🌿কিন্তু কেউ যখন কৃষ্ণভাবনাময় হয়ে তাঁর বৃত্তিমূলক কর্তব্যকর্মকে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টিবিধানের জন্য তাঁর সেবায় নিয়োগ করেন, তখন কর্মগুলি ত্রুটিমুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। তার ফলে তাঁকে কোন পাপভোগ করতে হয় না। এইভাবে পবিত্র হয়ে মানুষ ক্রমশ আত্মোপলব্ধির স্তরে উন্নীত হয় এবং মানব জীবনের পরম সার্থকতা লাভ করে।

🙏🌺🙏🌼হরে কৃষ্ণ রাধে রাধে 🌼🙏🙏🌺🙏

🙏🌺🙏🌹জয় সনাতন ধর্মের জয়🌹🙏🌺🙏
#পেইজটিকে_ফলো_করুন #রাঁধে_রাঁধে #সনাতন_ধর্ম #শ্রীকৃষ্ণ #হিন্দু

একজন রাজা উনার তিন মন্ত্রীকে একদিন আদেশ দিলেন -" তোমরা বাগানে যাও এবং ভাল ভাল ফল সংগ্রহ করে নিয়ে আসো "।প্রথম মন্ত্রী বাগ...
28/01/2025

একজন রাজা উনার তিন মন্ত্রীকে একদিন আদেশ দিলেন -
" তোমরা বাগানে যাও এবং ভাল ভাল ফল সংগ্রহ করে নিয়ে আসো "।
প্রথম মন্ত্রী বাগানে গিয়ে ভাল ভাল পাঁকা ফল সংগ্রহ করে উনার থলির মধ্যে রাখলেন এবং চিন্তা করলেন যে রাজা এই ফলগুলি খেয়ে খুবই খুশী হবেন এবং তাকে সাবাসি দেবেন ।
দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলেন যে রাজা তো আর এই ফলগুলি খাবেন না , তাই তিনি কাঁচা , পাঁকা , অর্ধ পাঁকা , নষ্ট ফল এবং পঁচে যাওয়া ফল সংগ্রহ করে উনার থলির মধ্যে রাখলেন ।
এবার তৃতীয় মন্ত্রী চিন্তা করলেন যে - রাজা তো এই ফলগুলি দেখবেনও না আর খাবেনও না তাই তিনি কতগুলি ঘাস সংগ্রহ করে উনার থলির মধ্যে রাখলেন ।
এবার এই তিনজন মন্ত্রী রাজমহলে এসে উপস্থিত হওয়ামাত্রই রাজা তিনজন মন্ত্রীকেই কারাগারে বন্দী করে দিলেন কিছুদিনের জন্য ।
প্রথম মন্ত্রীতো উনার সংগ্রহ করা ভাল ভাল ফলগুলি খেয়ে কারাগারে ভাল ভাবেই দিন কাটাচ্ছিলেন ।
দ্বিতীয় মন্ত্রী উনার সংগ্রহ করা ভাল , পঁচা ফলগুলি খেয়ে কিছুদিন পর খুবই অসুস্থ হয়ে পড়লেন ।
তৃতীয় মন্ত্রী উনার সংগ্রহ করা ঘাস খেতে খেতে অসুস্থ হয়ে পরিশেষে কারাগারেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ।
✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎✎
ভগবৎ ভক্তগন উপরে বর্নিত কাহিনীটি একটি উদাহরণ ছিল ।
পরমেশ্বর ভগবান হলেন আমাদের রাজা । তিনি আমাদের এই পৃথিবীরুপী বাগানে পাঠিয়েছেন নাম,জপ, সংকীর্তন রুপী ফল সংগ্রহ করতে । আমরা কি ভাল ভাল ফল সংগ্রহ করছি ? কারন মৃত্যুর পর এই ফলগুলি আমাদেরই কাজে আসবে ...রাধে রাধে ।
🙏🌿❤️💦🌺 জয় শ্রীকৃষ্ণ 🌺💦❤️🌿🙏
হরে কৃষ্ণ রাধে রাধে 🙏🙏🙏🙏
#রাঁধে_রাঁধে #সনাতন_ধর্ম #পেইজটিকে_ফলো_করুন #শ্রীকৃষ্ণ #হিন্দু

Address


Alerts

Be the first to know and let us send you an email when হিন্দু-কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিন্দু-কথা:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share