Nasir Television

Nasir Television মোঃ নাছির উদ্দিন ( এম.বি.এ) ব্যবস্থাপনা
সাংবাদিক, (জনগণের কন্ঠ)
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
সম্পাদক, Nasir Television

09/08/2025

দলটা ইসলামি দাওয়াহ সেন্টারের যাকাতের অর্থে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ।

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলটা ইসলামি দাওয়াহ সেন্টারের উদ্যোগে ২০২৫ সালের যাকাতের অর্থে “সাবলম্বীকরণ প্রকল্প” এর আওতায় উপকরণ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পূর্ণ লিল্লাহভিত্তিক এই প্রতিষ্ঠানটি দরিদ্রদের স্বাবলম্বী করতে ১২ টি সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছে। এ সময় যাকাত আদায়ের গুরুত্ব ও যাকাত না দেওয়ার পরিণতি কুরআন-হাদীসের আলোকে তুলে ধরা হয়।

09/08/2025

টাকা ধার দিলে! সম্পর্ক কখনো নষ্ট হয় না!
বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে!

আলহামদুলিল্লাহ! অনেক দিন পরে আমার জীবনের অন্যতম প্রেরণাদাতা, প্রিয় শিক্ষক ও সম্মানিত প্রিন্সিপাল জনাব আব্দুল মালেক স্যার...
09/08/2025

আলহামদুলিল্লাহ!

অনেক দিন পরে আমার জীবনের অন্যতম প্রেরণাদাতা, প্রিয় শিক্ষক ও সম্মানিত প্রিন্সিপাল জনাব আব্দুল মালেক স্যার-এর সাথে দেখা হলো।
শিক্ষক শুধু জ্ঞান দেন না, জীবন গড়ার পথও দেখিয়ে দেন। স্যারের সাথে প্রতিটি সাক্ষাৎ যেন হৃদয়ে এক নতুন উজ্জীবন জাগায়, মনে করিয়ে দেয় ছাত্রজীবনের সোনালী দিনগুলোর কথা।
স্যার, আপনার দোয়া ও ভালোবাসা সবসময় আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকুক।
আমিন ❤️

Nasir Television
09/08/2025

Nasir Television

“হাতের সাথে শিকল বাধা, চুরি হয়ে গেলে খাবো কি?”শহরের কোলাহলে ঘুমাচ্ছেন এক রিক্সাচালক। তার হাতে শিকল বাধা। শিকলের অন্য প্র...
07/08/2025

“হাতের সাথে শিকল বাধা, চুরি হয়ে গেলে খাবো কি?”

শহরের কোলাহলে ঘুমাচ্ছেন এক রিক্সাচালক। তার হাতে শিকল বাধা। শিকলের অন্য প্রান্ত বাধা রিক্সায়। যদি চোরে নিয়ে যায়? তবে খাবো কি?

ছবিটা দেখে নিজেকে কতটা অহংকারী মনে হয়েছে তা নির্ঘাত বুঝাতে পারবো না। প্রতিনিয়ত আমরা জীবন নিয়ে কত অভিযোগ করি স্রষ্টার কাছে।

এদেশের কত মানুষও আবার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমালো।

শুধু পরে রইলো এরা। এরা জন্মভূমি ছেড়ে যেতে পারলো না। দেশের মাটিতে নিজের রিজিক বেধে ঘুমিয়ে রইলো। মরলেও ২০ তলা বিল্ডিং থেকে নামানোর কষ্ট নেই, মাটির কাছাকাছিই এদের মৃ'ত্যু হবে।

শুকরিয়া আল্লাহ, এই জীবনের জন্য, সর্বদা শুকরিয়া!

07/08/2025

"একটি ছোট অফিসে ক্লিনার বা দারোয়ান পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সসীমা লাগে। অথচ একটি দেশের মেম্বার, চেয়ারম্যান কিংবা আইনসভার সদস্য হতে কোনো শিক্ষাগত যোগ্যতা বা বয়সসীমার প্রয়োজন হয় না! এটা কতটা দুর্ভাগ্যজনক!"

Nasir Television

07/08/2025

একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে। আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে।
যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন।

06/08/2025

আজকাল মানুষ,
দুর্বলের সাথে বীরত্ব দেখায়, আর সবলের চামচামি করে!

05/08/2025

"জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রামগঞ্জে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা।"

03/08/2025

অন্যকে হারানোর চিন্তা নয়, নিজেকে জেতানোর চেষ্টা করুন, কারণ আপনার আসল প্রতিযোগী আপনি নিজেই।

03/08/2025

শরীর আর সম্পত্তি নিয়ে! কখনো অহংকার করতে নেই! কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না!

Address

Lakshmipur
Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Television:

Share

Category