রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family

রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family Ramgonj family, a Community development effort.

30/10/2025

অনেকেই নিজ ইউনিয়নকে পৌরসভা করার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু পৌরসভা হওয়ার জন্য ৩ টি কায়টেরিয়ায় কিছু শর্ত লাগে: জনসংখ্যা, পেশাগত শ্রেণি, কৃষি -অকৃষি.। পৌরসভার আওতাধীন হলে উল্টো ক্ষতি হতে পারেন। কারণ:
১. পৌরসভায় সরকারি বরাদ্ধ কম থাকে। পৌরসভা নিজ ফান্ডে নিজে উন্নয়ন প্রকল্প নিতে হয় বেশি। অর্থাৎ আয় যতটুক উন্নয়ন ততটুক। পৌরসভা হল local self govt ধারনা থেকে এসেছে।
২. পৌরসভা মানে অতিরিক্ত টেক্স, এই ফি দেই ফি দিতে হবে
৩. বিল্ডিং বাড়ী তৈরীতে নকশা পাশ না করলে তা পৌরসভা অবৈধ হিসেবে বিবেচনা করতে পারবে।
৪. পৌরসভা আয় বুঝে ব্যয় হয়। আপনার নিজের টেক্স বা ফি বাবদ টাকা দিয়েই পৌরসভা উন্নয়ন কার্য চালাতে হবে।

সকালের সোনাপুর চৌরাস্তা,  রামগঞ্জ। ভোর ৫.৪০।
30/10/2025

সকালের সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ। ভোর ৫.৪০।

29/10/2025

রামগঞ্জের কিছু লোক আছে তাদের ধ্যানে জ্ঞানে শুধু ধান্দা। কারো পারস্পরিক বিরোধকে কাজে লাগিয়ে কিভাবে দুই টাকা পকেটে ডুকাবে শুধু এই ধান্দা।

সবুজে মোড়া নিঃশব্দ সকাল,রোদ ঝরে পড়ে পাতার জাল।হাওয়ার ছোঁয়ায় দোলে প্রাণ,স্বপ্ন গাঁথে সুপারি বাগান।
29/10/2025

সবুজে মোড়া নিঃশব্দ সকাল,
রোদ ঝরে পড়ে পাতার জাল।
হাওয়ার ছোঁয়ায় দোলে প্রাণ,
স্বপ্ন গাঁথে সুপারি বাগান।

28/10/2025

সাহসী ছেলে। তবে শেষটা অপ্রত্যাশিত 😲🥲
゚viralシfypシ゚viralシalシ #ভাইরালভিডিওシ #বাংলাদেশ

27/10/2025

লক্ষ্মীপুর রামগঞ্জের মাটি সুপারীর0p ঘাটি
゚viralシfypシ゚viralシalシ

রামগঞ্জ উপজেলার নিচহারা মাদ্রাসা ভুঁইয়া বাড়ি মাওলানা হোসাঈন ভুঁইয়ার বড় ছেলে আহসান মুহাম্মদ মুজাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যা...
24/10/2025

রামগঞ্জ উপজেলার নিচহারা মাদ্রাসা ভুঁইয়া বাড়ি মাওলানা হোসাঈন ভুঁইয়ার বড় ছেলে আহসান মুহাম্মদ মুজাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হলের নির্বাচিত এজিএস হিসাবে শপথ গ্রহন করেছে। সে অত্যান্ত ধার্মীক, মেধাবী ও নম্র, ভদ্র।
আল্লাহ তাকে ছাত্রদের কল্যানে বেশি বেশি কাজ করার তাওফিক দান করুন। আমিন

সকালের সোনাপুর চৌরাস্তা।
23/10/2025

সকালের সোনাপুর চৌরাস্তা।

৪০ বছর ধরে কলার ছড়া মাথায় করে হাটে যান মোস্তফালক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের বাসিন্দা মোস্তফা...
22/10/2025

৪০ বছর ধরে কলার ছড়া মাথায় করে হাটে যান মোস্তফা

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের বাসিন্দা মোস্তফা একজন পরিচিত ও পরিশ্রমী কলার ব্যবসায়ী। জীবনের দীর্ঘ চার দশক তিনি কাটিয়েছেন আনাজি কলার ব্যবসার সঙ্গে।

বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে নেই তাঁর কর্মযজ্ঞ। আজও তিনি প্রতিদিনের মতো কলার ছড়া মাথায় করে হেঁটে চলে যান সোনাপুর হাটে। যেখান থেকে তিনি বিক্রি করেন নিজ হাতে সংগ্রহ করা কলা। মোস্তফা একজন সহজ সরল, কম কথার এবং বিনয়ী একজন মানুষ।

21/10/2025

যুবকদের মা'দ'কাস'ক্ত করে দিলেই রাজনৈতিক নেতারা তাদের যথেচ্ছা খাটাতে পারেন। ব্যাবসা+ রাজনৈতিক হীন উদ্দেশ্যের কারণেই তাদের মা*দ'ক নির্মুলে মাথাব্যাথা নেই। রামগঞ্জের প্রধান সমস্যা মা'দ"ক.

20/10/2025

কাওরান বাজার হোন্ডা শোরুম City Honda Kawran Bazar ১ জন লোক নিয়োগ দেয়া হবে:
কাজের ধরণ: পার্টস সেকশন,
১.মোটর সাইকেল পার্টস ইন এন্ড আউট,
২.কাস্টমারকে যন্ত্রাংশ সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান
৩.ইনভেন্টরি মেইনটেন করা
৪. পার্টস অর্ডার দেওয়া ও সময়মতো ডেলিভারি নিশ্চিত করা
যোগ্যতা: ১. অল্প বিস্তর কম্পিউটার জানা থাকতে হবে।
২. নুন্যতম অস্টম শ্রেণী, অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলুযোগ্য।
বেতন ও সুবিধা : বেতন ১০০০০-১৫০০০
* শো রুমে থাকার ব্যাবস্থা
* মাসিক /ত্রৈমাসিক /ষান্মাসিক ভিত্তিতে বিক্রয় কমিশন (যদি থাকে) /ইত্যাদি।
যোগাযোগ : 01896180888, 01812681833

Call now to connect with business.

20/10/2025

কথাটা মুল্যবান।

Address

Bypass, Ramgonj, Lakshmipur
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category