30/10/2025
অনেকেই নিজ ইউনিয়নকে পৌরসভা করার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু পৌরসভা হওয়ার জন্য ৩ টি কায়টেরিয়ায় কিছু শর্ত লাগে: জনসংখ্যা, পেশাগত শ্রেণি, কৃষি -অকৃষি.। পৌরসভার আওতাধীন হলে উল্টো ক্ষতি হতে পারেন। কারণ:
১. পৌরসভায় সরকারি বরাদ্ধ কম থাকে। পৌরসভা নিজ ফান্ডে নিজে উন্নয়ন প্রকল্প নিতে হয় বেশি। অর্থাৎ আয় যতটুক উন্নয়ন ততটুক। পৌরসভা হল local self govt ধারনা থেকে এসেছে।
২. পৌরসভা মানে অতিরিক্ত টেক্স, এই ফি দেই ফি দিতে হবে
৩. বিল্ডিং বাড়ী তৈরীতে নকশা পাশ না করলে তা পৌরসভা অবৈধ হিসেবে বিবেচনা করতে পারবে।
৪. পৌরসভা আয় বুঝে ব্যয় হয়। আপনার নিজের টেক্স বা ফি বাবদ টাকা দিয়েই পৌরসভা উন্নয়ন কার্য চালাতে হবে।