রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family

রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family Ramgonj family, a Community development effort.

শ্যামদানপুর,  ইছাপুর, রামগঞ্জ।
11/08/2025

শ্যামদানপুর, ইছাপুর, রামগঞ্জ।

খলিফার দরজা, রামগঞ্জ।
08/08/2025

খলিফার দরজা, রামগঞ্জ।

06/08/2025

লক্ষ্মীপুর জেলা সদরের চন্দ্রগঞ্জ বাজারে সড়ক দুর্ঘট*নায় একই পরিবারের ৭ জনের মর্মা*ন্তিক মৃ*ত্যু।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন

*প্রতিবছর পাশের দেশের ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার।➡️আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের...
06/08/2025

*প্রতিবছর পাশের দেশের ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার।

➡️আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন।

➡️গতকাল ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম ২০২৩ সালের। তখন পর্যন্ত প্রায় ২৮হাজার কার্ডিয়াক সার্জারী ওনি পারফর্ম করে ফেলেছিলেন। সংখ্যাটা একবার ইমাজিন করেন জাস্ট।

➡️চ্যাটজিপিটিতে সার্চ করলাম। পাশ্ববর্তী দেশ ভারতের ডা. দেবি শেঠির সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে।

➡️ডা. দেবি শেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকুমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে।

➡️আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??

➡️অথচ প্রতিবছর ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য। এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।

➡️আমিরে জামায়াতকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিবসহ সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন।

➡️ওনার এই কাজকে আমার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতো লেগেছে। হার্ট অপারেশন করানোর জন্য মাহাথির বিদেশ যান নাই। নিজ দেশেই হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে সেখানে অপারেশন করেছেন।

-cltd
゚viralシypシ゚viralシhtag

05/08/2025

জুলাই অভ্যুত্থানকে সন্মান জানিয়ে, আল আরাফাহ বাস - রামগঞ্জ টু ঢাকা অর্ধেক ভাড়া নিচ্ছে ।

সুপারি বাগান, ইছাপুর, রামগঞ্জ,  লক্ষ্মীপুর।
02/08/2025

সুপারি বাগান, ইছাপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

কোমার রোড, পানিয়ালা,  রামগঞ্জ।
02/08/2025

কোমার রোড, পানিয়ালা, রামগঞ্জ।

ভাটরা নান্দিয়ারা গ্রামের সড়কে ব্রিজের কাজ চলমান।  চিতোষী (মনোহরগঞ্জ) টু রামগঞ্জ এবং চিতোষী টু মুদাফরগঞ্জর এই সড়কে এই ব্র...
01/08/2025

ভাটরা নান্দিয়ারা গ্রামের সড়কে ব্রিজের কাজ চলমান। চিতোষী (মনোহরগঞ্জ) টু রামগঞ্জ এবং চিতোষী টু মুদাফরগঞ্জর এই সড়কে এই ব্রিজের গুরুত্ব অনেক।

01/08/2025

ফের ভারী বৃষ্টি শুরু। টানা বৃষ্টির আশঙ্কা।

31/07/2025

দেখলেই গুইঁসাপ, বেজি, বিলাই বাগদাস, সজারুসহ বিভিন্ন প্রাণীকে হত্যা করবেন না। পরিবেশ ভারসাম্য রক্ষায় বন্য প্রাণীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সৃষ্টিকর্তা এমনি এমনিতেই এগুলো সৃষ্টি করেন নি। আজ আমাদের অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার জন্য বন্যপ্রাণী প্রায় বিলুপ্তির পথে। সবাই সচেতন হোন।'

30/07/2025

বৃহদাকার ডাব্বাস ঘুড়ি। দক্ষিণ নারায়নপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

29/07/2025

লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন খালে নিষিদ্ধ ভেয়াল জাল বসিয়ে মাছ শিকার করছে অসাদু চক্র। নষ্ট হচ্ছে মাছের রেনু এবং পোনা। বিলুপ্ত হচ্ছে দেশীয় মাছ, নষ্ট হচ্ছে জীব-বৈচিত্র। এ জাল দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ, স্থানীয়রা ভেয়াল জাল বন্ধে এগিয়ে আসতে হবে।'

Address

Bypass, Ramgonj, Lakshmipur
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ ফ্যামিলি Ramgonj Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category