29/11/2025
কিচেন টিপস:
অনেক সময় দেখি রান্নায় পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যায়, আর রঙও ঠিক মতো আসে না। এর সমাধান খুব সহজ—পেঁয়াজ কেটে ভাজার আগে তাতে এক চিমটি লবণ মেখে ৫ মিনিট রেখে দিন।
এতে পেঁয়াজ একটু পানি ছাড়ে, ফলে ভাজার সময় তাড়াতাড়ি পুড়ে যায় না। ধীরে ধীরে গোল্ডেন রঙ আসে, সুগন্ধও বাড়ে।
এই ছোট কৌশলটি বিশেষ করে বিরিয়ানি, রেজালা, কোরমা বা যে কোনো গ্রেভি রান্নায় দারুণভাবে কাজে লাগে।
পেঁয়াজ ভাজার সময় ঠিক রঙ বের হলে পুরো রান্নার স্বাদই অন্য রকম হয়—একদম রেস্টুরেন্ট লেভেল! 😍🔥
゚viralシalシ