Sanjoy Vlogs

Sanjoy Vlogs Live! Dream! Discover! Life Doesn't Come Again! Be Happy! Stay Safe!
(1)

আমার মা বাবা 🙏❤️বাবা ছাড়া একবছর। বাবা যেখানেই থাকো ভালো থাকো। 🙏পৃথিবীর সকল বাবা মায সুস্থ থাকুক। 🙏
11/08/2025

আমার মা বাবা 🙏❤️
বাবা ছাড়া একবছর।
বাবা যেখানেই থাকো ভালো থাকো। 🙏
পৃথিবীর সকল বাবা মায সুস্থ থাকুক। 🙏

সব ভাই ব্রাদার গ্রুপ নিয়ে ঝর্ণায় ঘুরতে গেলাম ❤️🌍
11/08/2025

সব ভাই ব্রাদার গ্রুপ নিয়ে ঝর্ণায় ঘুরতে গেলাম ❤️🌍

মিত্রতার দ্বারাই শত্রুতার উপসম হয়। 🌱 ❤️
10/08/2025

মিত্রতার দ্বারাই শত্রুতার উপসম হয়। 🌱 ❤️

09/08/2025

আপনার জন্মস্থান কোথায়? আমার খাগড়াছড়ি, বাংলাদেশ।

হুমায়ূন আহমেদ স‍্যারের বিখ‍্যাত উপন্যাস দারুচিনি দ্বীপের শেষাংশে নায়ক শুভ্রকে দেয়া তার বাবার ডায়লগটা মনে আছে? তিনি বলেছি...
09/08/2025

হুমায়ূন আহমেদ স‍্যারের বিখ‍্যাত উপন্যাস দারুচিনি দ্বীপের শেষাংশে নায়ক শুভ্রকে দেয়া তার বাবার ডায়লগটা মনে আছে? তিনি বলেছিলেন, “তুই একটা ফার্স্ট ক্লাস বগি অফার করিস। সবাই তোকে পছন্দ করবে। কিন্তু ট্রেনে খাওয়ার সময় চেষ্টাট করবি যেন অন্য কেউ বিল দেয়।”
শুভ্র বিস্ময় নিয়ে প্রশ্ন করে, “আমি যদি একটা ফুল ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি, তাহলে সামান্য চায়ের বিল দিতে পারি না?”
উত্তরে তার বাবা বলেন, “না, পারবি না। কারণ তুই যদি সব সময় বিল দিতে থাকিস, সবাই তোকে দেখবে দুগ্ধবতী গাভী হিসেবে—যারে ইচ্ছা মতো দোয়ানো যায়। তোকে বুঝাতে হবে তুই চাইলে খরচ করতে পারিস, কিন্তু কখন করবি, সেটা নির্ভর করে তোর মুড আর চয়েজের উপর।”

এই কথাটা ভীষণ সত‍্য এবং রিলেটেবল।

বাংলাদেশে কারো ইনকাম একটু ভালো হলেই আশেপাশের মানুষজন হঠাৎ এমন এক পর্যায়ে চলে যায়, যেন ঐ মানুষটা ইনকাম করে শুধু আত্মীয়স্বজনের স্বপ্ন পূরণের জন্যই।
ভালো থাকা মানে এই না যে সবার দায়িত্ব এখন তার। করতে পারলে আপনি ভালো, না পারলে, ব্যাস আপনি হবেন খারাপ, অহং* কারী, দুইটা টাকার মুখ দেখে পরিবর্তন হয়ে গেছেন, কিপটা আরো বহু বিশেষন!

তারা সাহায্যকে আপনার সামর্থ্য হিসেবে না দেখে অধিকার মনে করে। এটা খুবই টক্সিক একটা মানসিকতা, জানেন?

এটা সাহায‍্য নেয়া না, সুবিধা নেয়া।

সবচেয়ে বড় কথা, একজন মানুষের অর্থনৈতিক উন্নতি মানে তার নিজের জন্যও কিছু স্বপ্ন আছে, কিছু লক্ষ্য আছে। সবসময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে গেলে নিজের মেন্টাল পিস শেষ হয়ে যায়। সাহায্য করা খারাপ না, কিন্তু সেটা নিজের ইচ্ছায়, নিজের সামর্থ্য অনুযায়ী, সম্মানের সঙ্গে হওয়া উচিত… চাপ দিয়ে নয়।

একটা কথা মাথায় রাখবেন,আপনার ভালো সবাই না চাইলেও , আপনি ভালো থাকলে শুধু আপনার সুবিধাটা নিতে চাইবে অনেকেই। এরা এমন লোক, যারা আপনাকে ইউজ করে যাবে, আর আপনি না বললেই আপনি হয়ে যাবেন মন্দ লোক। Don’t fall for this emotional blac%% kmail trap. নিজের মেন্টাল পিসটা গুরুত্বপূর্ণ। হেল্প করুন, অবশ্যই করুন, but on your terms, not under pressure. যারা শুধু নিজের দরকারে আপনাকে মনে রাখে, তারা deserve করে না আপনার time, energy বা টাকা। Simple.

Sanjoy Vlogs

Indigenous People's Dayআদিবাসী দিবসের শুভেচ্ছা জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক
09/08/2025

Indigenous People's Day
আদিবাসী দিবসের শুভেচ্ছা
জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক

মন্দিরে গেলাম 🙏জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক 🙏
08/08/2025

মন্দিরে গেলাম 🙏
জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক 🙏

আপনার বন্ধুরা কারা, এটা জানতে চান? একটা ছোট্ট ব্যবসা শুরু করুন, নিজে উপার্জন শুরু করুন, কিংবা নিজের লাইফে ভালো কিছু করতে...
06/08/2025

আপনার বন্ধুরা কারা, এটা জানতে চান? একটা ছোট্ট ব্যবসা শুরু করুন, নিজে উপার্জন শুরু করুন, কিংবা নিজের লাইফে ভালো কিছু করতে শুরু করুন, দেখবেন, হঠাৎ করেই চারপাশ অনেক চুপচাপ হয়ে যাবে।

যে বন্ধুরা আগে প্রতিদিন কথা বলতো, হঠাৎ করেই ব্যস্ত হয়ে যাবে। কেউ কেউ আপনাকে অহংকারী ভাবতে শুরু করবে, আবার কেউ খোঁজই নেবে না। মনে হবে যেন আপনি একটা ফাঁকা রুমে দাঁড়িয়ে আছেন, যেখানে সবাই ছিল, এখন কেউ নেই।

আপনি যখন এসব বিষয়ে ফোকাস না করে কাজে ফোকাস করবেন, তখন দেখবেন বন্ধু কাকে বলে, কত প্রকার ও কি কি? আপনার সামনে আপনার কোন সাফল‍্যই যাদের চোখে পরবে না, এপ্রিসিয়েট করবে না, তারাই আপনার পিছনে আলোচনা শুরু করবে।এক আপনাকে নিয়ে বিভিন্ন গ্রুপে, ইনবক্সে বা আড়ালে আলোচনা শুরু হবে। কাজ নিয়ে বা আপনার ভালো কিছু নিয়ে কথা বলতে না পারলেও আপনার খারাপ দিক গুলো বের করার জন‍্য বিশ্লেষক দল গঠন হবে।

তাদের কাছে আপনার পোষাক, কথা বলার ভঙ্গি, পারিবারিক অবস্থা, এমনকি হাসার স্টাইল পর্যন্ত বিশ্লেষণ করার মতো বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আপনি ব্যতিক্রম, আর ব্যতিক্রম মানুষদের নিয়েই বেশি কৌতূহল থাকে। আর এগুলো করবে আপনার কাছের মানুষেরা, বন্ধুরা!

কিন্তু ব্যাপারটা আসলে খারাপ না। কারণ এই সময়েই আপনি বুঝবেন কারা আপনাকে মন থেকে ভালোবাসে আর কারা শুধু আপনার দরকারে ছিল। যারা সত্যিকারের বন্ধু, তারা আপনার সাফল্যে গর্ব অনুভব করবে, আপনাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেবে।
বাকি সবাই? তারা সরে যাবে, কারণ আপনি বদলে গেছেন, এবং ওরা চায় না আপনি নিজেকে বদলান।

Sanjoy Vlogs

05/08/2025

কিভাবে মেশিনের সাহায্যে মাটির নিচে পানির পাইপ ফিটিং করে দেখুন 🚰

এখন আর এই শিল্প দেখা যায় না 🤭
05/08/2025

এখন আর এই শিল্প দেখা যায় না 🤭

নেত্রকোনা থেকে নেপালে চলে গেল Ripon Mia  কি দারুন একটা জীবন কাটাচ্ছেন তিনি৷মানুষের জীবনে সফলতা কখন কিভাবে আসে, কেউ বলতে ...
30/07/2025

নেত্রকোনা থেকে নেপালে চলে গেল Ripon Mia কি দারুন একটা জীবন কাটাচ্ছেন তিনি৷

মানুষের জীবনে সফলতা কখন কিভাবে আসে, কেউ বলতে পারে না। যে রিপন ভিডিওকে নিয়ে হাসি তামাশা হতো, সেই রিপন মিয়া এখন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তার ভিডিওতে এখন হাহা রিয়েক্টের চেয়ে লাভ রিয়েক্ট বেশি আসে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। জীবন আসলে এমনই। আজ যারা আপনাকে নিয়ে হাসি মশকরা করছে, কাল তারা আপনাকে নিয়ে প্রাউড ফিলও করতে পারে। লোকে কী বলবে, সেটাকে কানে না নিয়ে, নিজের প্যাশনকে ধরে রেখে আগান। কষ্ট করুন। জীবন সুন্দর হোক। ❤
゚viral

Address


Telephone

+8801556535677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjoy Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjoy Vlogs:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share