23/03/2025
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বন্ধুরা
হয়তো আপনারা জানেন আমার একটি পেইজ ছিলো
পেইজের মাধ্যমে আমার মনটাইজেশন অন আছে ইনকাম হয়।
১৬ হাজার প্লাস ফলোয়ার।
হঠাৎ করে ২২শে রমজানের সাহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে এসে
বালিশে যখন মাথা রাখলাম
আর মনে মনে চিন্তা করলাম আসলে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম???
প্রায় ঘন্টা দেড় ঘন্টা রিচার্জ করলাম
রিচার্জ করার পর যা বুঝতে পারলাম
দুইটা যুক্তির মধ্যে একটা যুক্তিতে হালাল আর একটা যুক্তিতে হারাম।
উভয়টাই আমি বুঝতে পারলাম।
এবং দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আমি ইনকামের জন্য ফেইসবুকে আর ভিডিও বানাবো না এবং হারাম ইনকাম আমার দ্বারা হতে পারে না (এজ এ মুসলিম)!
ক্ষণিকের সুখের জন্য আমি পরকালের সারা জীবনের জিন্দেগী নষ্ট করতে চাই না।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি
আমি কখনোই হারামে লিপ্ত থাকতে পারিনা আমার ইনকাম হতে হবে হালাল।
এখন শুধু ভিডিওর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরব ন্যায়ের কথা বলবো সাধারণ মানুষের কথা বলব
ইনকামের চিন্তাই আর আমি কখনো ভিডিও বানাবো না 🤲🤲🤲।
সকলে আমার জন্য দোয়া করবেন
আল্লাহ তায়ালা যেন আমাকে উত্তম কিছু প্রতিদান দেন।
আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছি
আল্লাহ তায়ালা যেন আমাকে ভালো কিছু দান করেন
সকলেই আমার জন্য দোয়া করবেন🤲🤲।
স্বাধীন বাংলা মো: শাহ্ আলম ভাই Asad officials 02 Tahsin vlog.s 𝗘𝗸𝗮 𝗠𝗼𝘀𝗮𝗳𝗶𝗿 シ︎ Abdullah Al Rafi 2.0 Vlog.s ফয়েজ ভাই আলতাফ ভাই 07 মোঃনোমান হোসাইন মাহমুদী Worthless Kamal 1