16/01/2025
আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন কখনো মৃত্যু কামনা করবে না 🙂
মৃত্যু কামনা নিষেধ করার মূল কারণও বলেছেন রসুল (সা:) হাদিসের আলোকে বুঝা যায়, মানুষ সৎকর্মশীল হোক আর পাপী হোক; কারো জন্যই মৃত্যু কামনা করা কল্যাণকর নয়। কারণ উভয়ের জন্য বেঁচে থাকায় কল্যাণের পথ খোলা থাকে। তাছাড়া আল্লাহ ও তাঁর রাসুল মানুষের প্রতি কতটা মায়াশীল তাও এ হাদিস থেকে বুঝা যায়।