কি দারুণ- Duniya

কি দারুণ- Duniya Rider-lokk every Second a sincere scene ✊
Travel Vlog 🇧🇩

১০৫৬ প্লেস ভিজিট করসি অনলাইনে। অফলাইনের হিসাব তো নাই।
30/07/2025

১০৫৬ প্লেস ভিজিট করসি অনলাইনে। অফলাইনের হিসাব তো নাই।

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা! Copied

এই ছবিটি ২০১৭/১৮ দিকে তোলা বনানী ১১ নম্বর রোডেমেয়েটি অন্ধ, পাশে হত ধরে আছে প্রিয় মানুষ !!তবে এভাবে শক্ত করে হাত ধরে রখা...
09/07/2025

এই ছবিটি ২০১৭/১৮ দিকে তোলা বনানী ১১ নম্বর রোডে
মেয়েটি অন্ধ, পাশে হত ধরে আছে প্রিয় মানুষ !!

তবে এভাবে শক্ত করে হাত ধরে রখায় ব্যাপারটা নাড়া দিল তাই কাছে গিয়ে ব্যাপারটা ভালো করে বুঝলাম।

হাজব্যান্ড ওয়াইফ দুজনী অন্ধ 🫂

তবে আল্লাহ তা'আলা তাদেরকে চলার মত এক্সট্রা শক্তি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।

ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করেন।

এই শক্ত করে হাত ধরে রাখার শক্তিটা, প্রতিটা মুহূর্ত অনেক দামি হয় ,অনেক দামি।

07/07/2025
ছোটো খালু কে নিয়ে ঢাকার আশেপাশে একটু ঘোড়াঘুড়ি করলাম।
06/07/2025

ছোটো খালু কে নিয়ে ঢাকার আশেপাশে একটু ঘোড়াঘুড়ি করলাম।

My bike with   ❤️
06/07/2025

My bike with ❤️

সকালের একটা চায়ের ব্রেক ঢাকা ইউনিভার্সিটি রোডে।
06/07/2025

সকালের একটা চায়ের ব্রেক ঢাকা ইউনিভার্সিটি রোডে।

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when কি দারুণ- Duniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কি দারুণ- Duniya:

Share

Category