05/08/2025
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। এ সময় তাঁরা স্লোগান দেন 'পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে', 'এ মাত্র খবর এল, খুনি হাসিনা পালিয়ে গেল', 'কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার'-সহ নানা স্লোগ্লান দেয়।