
25/07/2025
আহ্, ঈমান! খেজুর আর বাদামে ভরা ছোট ছোট বোতল, ভেসে যাচ্ছে নীল ভূমধ্যসাগরের ঢেউয়ে লিবিয়া আর মিসরের সাধারণ মানুষ আশা করছে, হয়তো সেগুলো পৌঁছাবে গাযার কোন ক্ষুধার্ত শিশুর হাতে।
এ এক হৃদয়ের ভাষা, যেখানে রাষ্ট্র নির্বাক, সেখানে মানুষ ঈমান নিয়ে কথা বলে। যেখানে সীমান্তে শাসকেরা তালা মারে, সেখানে দরজা খুলে দেয় সমুদ্রের ঢেউ।
কিন্তু আফসোস!
এই ভূমি যাদের রক্তে একদিন বয়ে যেত সাহাবাদের উত্তরাধিকার, আজ তাদের শাসকের হৃদয়ে ঠাঁই নিয়েছে পশ্চিমা বিশ্বভোগের বিষ।
ঈমান তারা অনেক আগেই লিজ দিয়েছে ক্ষমতার বিনিময়ে, নতজানু নীতির বদলে।
কিন্তু এখনো কিছু মানুষ বেঁচে আছে যাদের কান্না হয় দোয়া, যাদের ছোঁড়া বোতল হয় প্রতিবাদ, যাদের চুপচাপ থাকা হয় উম্মাহর জন্য কাঁদা।
আহ্ ঈমান!
তুমি এখন রাজপ্রাসাদে নয়,
তুমি আজ সেই মায়ের চোখে,
যে নিজের খাবার বেঁধে দিচ্ছে সমুদ্রের হাতে, শুধু এই আশায়হয়তো আল্লাহ পৌছে দেবেন তা ক্ষুধার্ত ভাইয়ের পেটে।
©️