12/06/2024
রবিনসন ক্রুসোর বাবা রবিনসনকে বলেছিল," তুমি সমুদ্রে যেয়ো না,সেখানে অনেক বিপদ রয়েছে"। শুনেনি তার বাবার আদেশ এবং মায়ের অনুরোধ । রবিনসন ক্রুসো বাড়ি থেকে পালিয়ে গেলেন, সে সমুদ্রে যাবে। কেন যাবে? কারণ রবিনসন ধনী হতে চায়।
রবিনসন ক্রুসোর প্রথম যাত্রা সফল হয়নি তা শেষ হয়েছে জাহাজ ডুবিতে। বয়স তার আঠারো তবুও ঘরে ফিরেনি।
ফের রওনা হলো
দ্বিতীয় বার যাত্রা করলো। এবার তার লক্ষ্য আফ্রিকার দেশ গিনিতে যাবে। লন্ডন থেকে অনেক খেলনা কিনলো এবং আফ্রিকাতে এগুলো বিক্রি করে সোনা নিয়ে দেশে ফিরলো। বেশ পয়সা হলো এবার।
তারপর তৃতীয় যাত্রা। এই যাত্রায় জাহাজ পড়লো জলদস্যুদের কবলে। রবিনসন ক্রুসো আক্ষেপ করে বলেছিল, " ছিলাম ব্যবসায়ী, হলাম ক্রীতদাস। কিন্তু বুদ্ধি করে পালালো সেখান থেকে। তারপর ব্রাজিলে গিয়ে ছোটখাটো একটা উপনিবেশ গড়ে তুললো। অনেক টাকা পয়সার মালিক হলো। তারপরও সে সন্তোষ না।
চতুর্থ যাত্রা। এবার তার লক্ষ্য নিগ্রো দাস কিনে এনে তা ইউরোপে বিক্রি করা। ইউরোপে দাসের অনেক চাহিদা। পুঁজি হিসেবে সে নিলো বিভিন্ন খেলনাপাতি। এসব বিক্রি করে সেই টাকা দিয়ে মানুষ কিনবে। যাদের কাছে বিক্রি করেছে, তাদেরকেই কিনবে। চতুর্থ যাত্রায় জাহাজ পড়লো ঝড়ের কবলে। রবিনসন জীবন বাঁচতে গিয়ে উঠলো এক নির্জন দ্বীপে। এই দ্বীপেই কেটেছে আটাশ বছর তার।
#ক্রসোর_বিদ্রোহী_কাহিনি।