মনীষীদের উক্তি ও ইতিহাস

মনীষীদের উক্তি ও ইতিহাস মনিষীদের উক্তি যা আপনারকে অনুপ্রেরণা পৃথিবীর বড় বড় লোকের উক্তি ভাণ্ডার,,,

12/06/2024

রবিনসন ক্রুসোর বাবা রবিনসনকে বলেছিল," তুমি সমুদ্রে যেয়ো না,সেখানে অনেক বিপদ রয়েছে"। শুনেনি তার বাবার আদেশ এবং মায়ের অনুরোধ । রবিনসন ক্রুসো বাড়ি থেকে পালিয়ে গেলেন, সে সমুদ্রে যাবে। কেন যাবে? কারণ রবিনসন ধনী হতে চায়।

রবিনসন ক্রুসোর প্রথম যাত্রা সফল হয়নি তা শেষ হয়েছে জাহাজ ডুবিতে। বয়স তার আঠারো তবুও ঘরে ফিরেনি।
ফের রওনা হলো

দ্বিতীয় বার যাত্রা করলো। এবার তার লক্ষ্য আফ্রিকার দেশ গিনিতে যাবে। লন্ডন থেকে অনেক খেলনা কিনলো এবং আফ্রিকাতে এগুলো বিক্রি করে সোনা নিয়ে দেশে ফিরলো। বেশ পয়সা হলো এবার।

তারপর তৃতীয় যাত্রা। এই যাত্রায় জাহাজ পড়লো জলদস্যুদের কবলে। রবিনসন ক্রুসো আক্ষেপ করে বলেছিল, " ছিলাম ব্যবসায়ী, হলাম ক্রীতদাস। কিন্তু বুদ্ধি করে পালালো সেখান থেকে। তারপর ব্রাজিলে গিয়ে ছোটখাটো একটা উপনিবেশ গড়ে তুললো। অনেক টাকা পয়সার মালিক হলো। তারপরও সে সন্তোষ না।

চতুর্থ যাত্রা। এবার তার লক্ষ্য নিগ্রো দাস কিনে এনে তা ইউরোপে বিক্রি করা। ইউরোপে দাসের অনেক চাহিদা। পুঁজি হিসেবে সে নিলো বিভিন্ন খেলনাপাতি। এসব বিক্রি করে সেই টাকা দিয়ে মানুষ কিনবে। যাদের কাছে বিক্রি করেছে, তাদেরকেই কিনবে। চতুর্থ যাত্রায় জাহাজ পড়লো ঝড়ের কবলে। রবিনসন জীবন বাঁচতে গিয়ে উঠলো এক নির্জন দ্বীপে। এই দ্বীপেই কেটেছে আটাশ বছর তার।

#ক্রসোর_বিদ্রোহী_কাহিনি।

সাম্প্রতিক ছবি জ্যাকি চ্যানে, ৭০ বছরে পদার্পণ করলো।
05/04/2024

সাম্প্রতিক ছবি জ্যাকি চ্যানে, ৭০ বছরে পদার্পণ করলো।

মেক্সিকোতে, একজন পার্লামেন্ট সদস্য একটি বিতর্কের সময় তার সমস্ত পোশাক খুলে ফেলেন: "আপনি আমাকে নগ্ন দেখতে লজ্জা পাচ্ছেন, ...
01/04/2024

মেক্সিকোতে, একজন পার্লামেন্ট সদস্য একটি বিতর্কের সময় তার সমস্ত পোশাক খুলে ফেলেন: "আপনি আমাকে নগ্ন দেখতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আপনি আপনার দেশের লোকদের রাস্তায় নগ্ন, খালি পায়ে, বেপরোয়া, বেকার এবং ক্ষুধার্ত দেখতে লজ্জা পাচ্ছেন না। তাদের অর্থ ও সম্পদ যা আপনারা চুরি করেছেন।

01/04/2024

পরাধীনতা

যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল,
দূর বাতাসের ইচ্ছে মেনেই দুলছে গাছের ফুল!

#ইমতিয়াজ মাহমুদ

31/03/2024

ভাই হচ্ছে গোল্ডের মতো আর বন্ধু ডায়মন্ডের মতো। প্রথমটা যত‌ই ভাঙুক তাকে আবার আগের অবস্থায় নেয়া যায়। কিন্তু দ্বিতীয়টা একবার ভাঙলে আর কখনো আগের মতো হয় না।
মূল: হযরত আলী (রা.)
ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ

একজন অফিসার শিশুটির মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করতেছে একটি গাড়ি দূর্ঘটনার যেখানে তার বাবা মারা গেয়েছে।
30/03/2024

একজন অফিসার শিশুটির মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করতেছে একটি গাড়ি দূর্ঘটনার যেখানে তার বাবা মারা গেয়েছে।

26/03/2024

"আজ বাংলাদেশের স্বাধীনতার ৫৩ তম বছর। কেন আমাদের ২ বার স্বাধীন হতে হলো এ প্রশ্ন মনে জাগে? বিট্রিশ শাসকগোষ্ঠী থেকে ১৯৪৭ এবং পাকিস্তান শাসকগোষ্ঠী থেকে ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়।"

স্বাধীনতার উদ্দেশ্য ছিল নিজ দেশে স্বাধীনভাবে বাচবো , গনতন্ত্র চর্চা করবো, মুক্ত বুদ্ধির চর্চা করবো এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য নিশ্চিত করবো ইত্যাদি।

গত ৫ দশক আগের বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়।এখন আমারা উন্নয়নশীল দেশ। এই ৫৩ বছরে আমরা অনেক ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছি।

আগামী ৪৭ বছর পর অর্থাৎ স্বাধীনতার শতবর্ষে আমি এমন এক বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে থাকবে না রাজনৈতিক দুর্বৃত্তায়ন,থাকবে না কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক এবং থাকবে না প্রতিবেশী দেশের কর্তৃত্ব। যেখানে মানুষ দেশ ও জাতি জন্য কাজ করবে।একে অপরে প্রতি হিংসা - বিদ্বেষ থেকে বিরত থাকবে।

19/03/2024

পরিশেষে শিলাবৃষ্টি গলে মাটিতে যায় মিশে,
মানুষের এত অহংকার কী হবে দিনশেষে।

হিরোডোটাস (Herodotus) এক বর্বর  উপজাতির কথা বলেছিল,  যে উপজাতির লোকেরা নিজেদের পিতামাতার ষাট বছর পার হলে তারা আর দেরি কর...
07/03/2024

হিরোডোটাস (Herodotus) এক বর্বর উপজাতির কথা বলেছিল, যে উপজাতির লোকেরা নিজেদের পিতামাতার ষাট বছর পার হলে তারা আর দেরি করতো না, যদি তারা সমাজের বোঝা হয়ে পড়ে এই ভয়ে নিজেদের পিতামাতারকে নিজেরাই ভক্ষণ করে ফেলতো।

সেই বর্বর যুগ আমরা পার করে এসেছি সভ্যতায়, বিশ্বাস আমাদের । কিন্তু বর্তমান সমাজের বোঝা যারা (people with disable) তাদের নীরবে - নিঃশব্দে ভক্ষণ করার কাজ কি এখনো চলছে না সমাজে?

বাহার উদ্দিন রায়হান ভাই মনে রাখবেন যোদ্ধারা কখনো হারে না।

07/03/2024

হাজার টাকায় আনতে খেজুর
পকেট হবে যে খালি,
খেজুর ছাড়া ইফতার হবে
জোরসে বাজাও তালি।

#দামকমা

14/02/2024

সেন্ট ভ্যালেন্টাইন যদি রাজ আজ্ঞা অমান্য না করতো তাহলে আজকের এই ভালোবাসা দিবস আসতো না।

রাজা ক্লডিয়াস মনে করতেন," বিবাহিত পুরুষের তুলনায় অবিবাহিত পুরুষ কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে"। দেশে যুদ্ধাবস্থা, ক্লডিয়াসের এমন সৈন্যবাহিনী দরকার যারা দৃঢ-প্রতিজ্ঞ,যাদের কোনো পিছু টান নেই । তাই তিনি সিন্ধান্ত নিলেন পুরুষরা যুগলবন্ধি হতে পাররে না।

কিন্তু ভ্যালেন্টাইন এই আদেশ লঙ্ঘন করে প্রেমপত্র লেখে বসলেন এক সুন্দরী রমনীকে । রাজ আজ্ঞা অমান্য করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আজকের এই ১৪ ফেব্রুয়ারিতে।

ভাই ভ্যালেন্টাইন তুই যদি রাজার আদেশ অমান্য না করতি তাহলে আজ আমরা সিঙ্গেলরাও হলুদ পাঞ্জাবি পড়ে বসন্ত উৎসব পালন করতে চারুকলা, টিএসসিতে ঘুরতে যেতে পারতাম।

দাউদাউ করে জ্বলছে আগুন চিৎকার করে কারা?কোন পিশাচেরা লাগিয়ে আগুন উল্লাসে দিশেহারা? আজ মানুষের মনুষ্যত্ব পুড়ে গেছে তাই সেই...
05/01/2024

দাউদাউ করে জ্বলছে আগুন চিৎকার করে কারা?
কোন পিশাচেরা লাগিয়ে আগুন উল্লাসে দিশেহারা?

আজ মানুষের মনুষ্যত্ব পুড়ে গেছে তাই সেই পুড়ে যাওয়া মনুষ্যত্ব দিয়ে অন্য মানুষকে পোড়াচ্ছে।

Address

University Of Dhaka
Ramna
1000

Telephone

+8801407875117

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনীষীদের উক্তি ও ইতিহাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনীষীদের উক্তি ও ইতিহাস:

Share

Category