01/05/2024
হ্যালো Viewrs আমি দুলাল চন্দ্র মল্লিক ( BSc. Hon's, MSc. Chemistry, -Jagannath University ) আপনাদের সকলকে জানাচ্ছি Dipon Dipto (DM) Math Academy এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। খুব শ্রীঘ্রই আসছে, যে সকল বন্ধুগণ গণিত শুনে ভয়ে ছিলেন বা আছেন তাদের জন্য শুভ সংবাদ। যারা কেবল শেখা শুরু করছেন বা শুরু করবেন সেটা হতে পারে ষষ্ট, ৭ম, ৮ম, নবম বা দশম (যা বাংলাদেশ সরকারের নতুন কারিকুলামের সাথে সঙ্গতিপূর্ণ) অথবা কিছু সংখ্যক বন্ধু আছেন যারা বুঝে উঠতে পারছেন না এবং কিছু সংখ্যক বন্ধু আছেন গণিত বুজতে না পারার কারণে মুখস্থ করেণ ফলে চাকুরীর পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে একটি কথা বলতে পারি আপনাদের আর মুখস্থ করতে হবে না। সব কিছু বুজে শুনে হাতে কলমে নিজের মত করে আয়ত্ত করে নিতে পারবেন এবং অংক তৈরি ও তার সমাধান নিজেই করতে পারবেন । এগুলো খুবই সহজ। শুধু আগ্রহ থাকতে হবে । শিখানোর কিছু কৌশল রয়েছে যা Dipon Dipto (DM) Math Academy প্রতিশ্রুতি দিচ্ছে।
সাথেই থাকুন।
শুভকামনায়
দুলাল চন্দ্র মল্লিক