03/07/2025
লাইফে কখনো Hoovering এর শিকার হয়েছিলেন?
Hoovering বলতে বোঝায়, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, সেই মানুষটা আবার আপনাকে তার জীবনে টেনে আনার চেষ্টা করে। আপনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, মানসিকভাবে একটু একটু করে নিজেকে সামলাতে শিখছেন, ঠিক তখনই সে আবার হাজির হবে। প্রথমে খুব নিরীহ ভঙ্গিতে একটা মেসেজ লিখবে বা কল দিয়ে বলবে হয়তো, কেমন আছো? কিংবা তোমার কথা খুব মনে পড়ছে!এমনভাবে বলবে যেন কিছুই হয়নি, যেন সে এখন একদম ভালো হয়ে গেছে।
এই পুরো ব্যাপারটা প্রথমে নরমাল মনে হলেও, আসলে এটা খুবই ডার্ক সাইকোলজিক্যাল এক ধরনের মাইন্ড গেম। কারণ সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে বলে আপনাকে ফিরিয়ে নিতে আসে নি! বরং সে ফিরে আসতে চায় নিজের সুবিধার জন্য।
অনেক সময় সে এমনভাবে কথা বলবে যেন আপনি ওকে ছেড়ে গিয়ে ভীষণ অন্যায় করেছেন। আপনাকে গিল্টি ফিল করাবে। কখনো বলবে, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি তো জানো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এগুলো তে কাজ না হলে শেষে আরেকটা বলবে তুমি না থাকলে আমি ম'রে যাব!
এই কথাগুলো এখন হাস্যকর শুনালেও যখন আপনি আবেগের মধ্যে থাকবেন, তখন ঠিকি এগুলো আপনার মস্তিষ্ককে মেনোপুলেট করতে শুরু করবে৷ ওই মানুষটি জানে, আপনি একসময় তাকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন তাই সেই অনুভূতিগুলোকে ব্যবহার করে সে আবার আপনাকে তার নিয়ন্ত্রণে আনতে চাইবে।
এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, আপনি যদি তখন দুর্বল অবস্থায় থাকেন তাহলে সহজেই আবার সেই পুরনো সম্পর্কের ফাঁদে পড়ে যেতে পারেন। তখন হয়তো নিজেকেই আবার দোষ দিতে শুরু করবেন ভাববেন, হয়তো আমিই ভুল বুঝেছিলাম।
অথচ আপনি যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, সেটাই ছিল আপনার সঠিক সিদ্ধান্ত। Hoovering এই শব্দের মানে বুঝাটা খুবই জরুরি এখনকার সময়ে৷ এটা বুঝতে পারলেই আপনি এরকম ক্রিটিকাল মুহূর্তে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।