Ibnat's Corner

Ibnat's Corner আশা রাখুন, হতাশ হবেন না। অবশ্যই মহান আল্লাহ আপনার আশা পূরণ করবেন।

👉 অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারন...
19/07/2025

👉 অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারন একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন।

💚💚

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক...
06/07/2025

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক-ফোকরে কী করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়, গোপন।

অমন না যে ওরা সবাই সুখী মানুষ। ওদের কোনো দুঃখ নেই। আলবৎ আছে। হয়তোবা একটু বেশীই আছে।

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক...
06/07/2025

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক-ফোকরে কী করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়, গোপন।

অমন না যে ওরা সবাই সুখী মানুষ। ওদের কোনো দুঃখ নেই। আলবৎ আছে। হয়তোবা একটু বেশীই আছে। তাও ওরা হাসে। হয়তবা ওরা বিশ্বাস করে চাণক্য। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্য'র চমৎকার একটা উক্তি আছে।

'তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ, কাউকে বুঝতে দিয়ো না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।'

শুভ রাত্রি।।
05/07/2025

শুভ রাত্রি।।

Amen.
05/07/2025

Amen.

মমো তৈরি।।
05/07/2025

মমো তৈরি।।

Which one is more beautiful?
05/07/2025

Which one is more beautiful?

লাইফে কখনো Hoovering এর শিকার হয়েছিলেন?Hoovering বলতে বোঝায়, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, সেই মানুষটা আবার আপনাকে তার জীবন...
03/07/2025

লাইফে কখনো Hoovering এর শিকার হয়েছিলেন?

Hoovering বলতে বোঝায়, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, সেই মানুষটা আবার আপনাকে তার জীবনে টেনে আনার চেষ্টা করে। আপনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, মানসিকভাবে একটু একটু করে নিজেকে সামলাতে শিখছেন, ঠিক তখনই সে আবার হাজির হবে। প্রথমে খুব নিরীহ ভঙ্গিতে একটা মেসেজ লিখবে বা কল দিয়ে বলবে হয়তো, কেমন আছো? কিংবা তোমার কথা খুব মনে পড়ছে!এমনভাবে বলবে যেন কিছুই হয়নি, যেন সে এখন একদম ভালো হয়ে গেছে।

এই পুরো ব্যাপারটা প্রথমে নরমাল মনে হলেও, আসলে এটা খুবই ডার্ক সাইকোলজিক্যাল এক ধরনের মাইন্ড গেম। কারণ সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে বলে আপনাকে ফিরিয়ে নিতে আসে নি! বরং সে ফিরে আসতে চায় নিজের সুবিধার জন্য।

অনেক সময় সে এমনভাবে কথা বলবে যেন আপনি ওকে ছেড়ে গিয়ে ভীষণ অন্যায় করেছেন। আপনাকে গিল্টি ফিল করাবে। কখনো বলবে, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি তো জানো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এগুলো তে কাজ না হলে শেষে আরেকটা বলবে তুমি না থাকলে আমি ম'রে যাব!

এই কথাগুলো এখন হাস্যকর শুনালেও যখন আপনি আবেগের মধ্যে থাকবেন, তখন ঠিকি এগুলো আপনার মস্তিষ্ককে মেনোপুলেট করতে শুরু করবে৷ ওই মানুষটি জানে, আপনি একসময় তাকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন তাই সেই অনুভূতিগুলোকে ব্যবহার করে সে আবার আপনাকে তার নিয়ন্ত্রণে আনতে চাইবে।

এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, আপনি যদি তখন দুর্বল অবস্থায় থাকেন তাহলে সহজেই আবার সেই পুরনো সম্পর্কের ফাঁদে পড়ে যেতে পারেন। তখন হয়তো নিজেকেই আবার দোষ দিতে শুরু করবেন ভাববেন, হয়তো আমিই ভুল বুঝেছিলাম।

অথচ আপনি যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, সেটাই ছিল আপনার সঠিক সিদ্ধান্ত। Hoovering এই শব্দের মানে বুঝাটা খুবই জরুরি এখনকার সময়ে৷ এটা বুঝতে পারলেই আপনি এরকম ক্রিটিকাল মুহূর্তে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

আমি পঁচিশ বছর সংসার করেছি, তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন। বিনিময়ে আমি পেয়েছি—শূন্যতা...
28/06/2025

আমি পঁচিশ বছর সংসার করেছি, তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন। বিনিময়ে আমি পেয়েছি—শূন্যতা।

তবে আজ আর না। আজ আমি শুধু একজন ‘বউ’ হয়ে বাঁচতে চাই না। আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই। আমি সকালে সূর্য দেখার সময় চাই, রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই। আমি চাই না, ভোরে উঠে কারো জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক।

অনুপমার হাসি মিশ্রিত উত্তর, “আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই। আমিই ওর সবচেয়ে প্রিয়।”
27/06/2025

অনুপমার হাসি মিশ্রিত উত্তর, “আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই। আমিই ওর সবচেয়ে প্রিয়।”

কফিগ্রাফি।।❤️❤️☕☕
25/06/2024

কফিগ্রাফি।।
❤️❤️
☕☕

আমি ছাদ হতে পারিনি।বড়জোর ছাতা হয়েছি, হালকা বৃষ্টিতে।জোর ঝড়ে উড়ে গেছি,ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় ...
23/06/2024

আমি ছাদ হতে পারিনি।
বড়জোর ছাতা হয়েছি, হালকা বৃষ্টিতে।
জোর ঝড়ে উড়ে গেছি,
ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় নেয়।
আমি এতে দোষের কিছু দেখি না।

Address

Dhaka
Ramna
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibnat's Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibnat's Corner:

Share