SA Engineering

SA Engineering ব্যর্থতা না থাকলে সফলতার কোন মূল্য নেই!!
(4)

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার..!
15/08/2025

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার..!

আজকে ধানমন্ডি-৩২ এ প্রতিশোধের দাবানল জ্বালানো হলো। প্রথমে আসি বিএনপির বিষয়ে, দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে না দিয়ে নি...
15/08/2025

আজকে ধানমন্ডি-৩২ এ প্রতিশোধের দাবানল জ্বালানো হলো। প্রথমে আসি বিএনপির বিষয়ে, দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে না দিয়ে নিজেদের ভোট নষ্ট করছে। আর তাদের এই কাজের জন্য একসময় সবচেয়ে বেশি রোষানলে পড়বে শহীদ জিয়ার পরিবার। কারণ আওয়ামী লীগ শেখ মুজিবকে ধারণ করে রাজনীতি করে। অন্যদিকে বিএনপি শহীদ জিয়াকে ধারণ করে রাজনীতি করে। তাই যে সময় বিএনপি মানুষের ভোট না পেয়ে ক্ষমতায় থাকবে না তখন কী হবে কল্পনা করলেই বোঝা যায়। আর জামাতের কোন আদর্শিক নেতা নেই, তারা সবসময় গুপ্ত রাজনীতি করতে পছন্দ করে, তাদের কোন সমস্যাই হবে না। গা ঢাকা দিবে, তরল হবে। অন্যদিকে ইলিয়াস-পিনাকির খপ্পরে পড়ে যারা উৎসাহ নিয়ে এসব করছেন মনে রেখেন এক সময় প্রতিশোধের আগুনের জ্বালানি হবেন আপনারা। আর ইলিয়াস-পিনাকি কোনদিন দেশেই আসবে না। আমরা কোন সমস্যা চাই না, একটা শান্তিপূর্ণ দেশ চাই।

একান্তই নিজস্ব বিশ্লেষণ। অ্যাডমিন!

মাদ্রাসা শিক্ষার্থীদের সুদের হার পড়ানো হবে। এর থেকে জঘন্য কাজ হয়তো হতে পারে না। দেশের সঙ্গে মানুষ তৈরির কারখানাতেও শকুনে...
14/08/2025

মাদ্রাসা শিক্ষার্থীদের সুদের হার পড়ানো হবে। এর থেকে জঘন্য কাজ হয়তো হতে পারে না। দেশের সঙ্গে মানুষ তৈরির কারখানাতেও শকুনের নজর পড়ল!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা–২ থেকে গত ১১ আগস্ট প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন বিভাগ চালু হবে।

দেশের সবচেয়ে বড় নাটকের মঞ্চ হলো হাইকোর্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংবিধান ও সুনির্দিষ্ট গেজেট থাকা সত্বেও ডিপ্লোমা ই...
14/08/2025

দেশের সবচেয়ে বড় নাটকের মঞ্চ হলো হাইকোর্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংবিধান ও সুনির্দিষ্ট গেজেট থাকা সত্বেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে লড়াইয়ের সৃষ্টি করেছে মহামান্য হাইকোর্ট।

সালাত!
14/08/2025

সালাত!

13/08/2025

চাঁদা আদায়ের নির্দেশ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ

গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের নির্দেশ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মব সৃষ্টির আগে ওই আধা কিলোমিটারের কাছাকাছি গিয়ে ভোর চারটার দিকে রিয়াদ অপুদের সাথে মিটিং করেন আসিফ। চাঁদাবাজির ঘটনায় জেলে থাকা বাগছাস নেতা জানে আলম অপু গ্রেফতার হওয়ার আগে এই চাঁদাবাজি,নেপথ্যের বড় ভাইদের পরিচয় এবং গোটা ঘটনার বিস্তারিত ভিডিও বক্তব্যে জানিয়ে গেছেন।

রিয়াদের ওই বক্তব্যের সাথে ওয়েস্টিন হোটেলের সামনের একটি সিসিটিভি ফুটেজের সত্যতা মিলেছে। ভোর চারটার দিকে কোন ধরনের প্রেটোকল ছাড়া আসিফ মাহমুদ কেনো ওয়েস্টিনের সামনে গেছিলেন।
যাই হোক, গত কয়েকদিন ধরে এই ইস্যুটি নিয়ে কাজ করছিলাম আমরা। তবে, একাধিক অনুরোধের চাপে সেটা এখন পর্যন্ত প্রকাশ করতে পারিনি। একটু আগে দেখলাম, কারা যেনো পুরা বক্তব্যটি অনলাইনে ছেড়ে দিয়েছে।

তাই লিখলাম আরকি। গুলশানে সাবেক এমপির বাসায় গ্রেফতার হওয়া জানে আলম অপুর বক্তব্য নিয়ে আমরা একটা প্রেমোও বানিয়েছিলাম। সেটার সাথে ওই দিন মানে ১৭ আগষ্টের সিসিটিভি ফুটেজ সংযুক্ত আছে। যেহেতু ভিডিও বক্তব্যটি অনলাইনে ছড়িয়ে গেছে,তাই আপনারা সেটা পেয়ে যাবেন। আমার আর আপলোড দেয়ার দরকার নাই।

©জাওয়াদ নির্ঝর

প্রায় সব ধরনের সবজির দামই ১৫-৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। প্রতি কেজি কচুরমুখি ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝ...
13/08/2025

প্রায় সব ধরনের সবজির দামই ১৫-৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। প্রতি কেজি কচুরমুখি ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙে ৭০ টাকা, চিচিঙা ৭০–৮০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ২৮০-৩০০ টাকা, করলা ১০০-১২০ টাকা, বরবটি ৮০–১২০ টাকা, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা এবং টমেটো ১০০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি মাসেই রোহিঙ্গাদের সিম ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকও হয়েছে...
13/08/2025

চলতি মাসেই রোহিঙ্গাদের সিম ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকও হয়েছে...

বৃষ্টি যতদিন থাকবে!...
13/08/2025

বৃষ্টি যতদিন থাকবে!...

আলেকজান্দ্রিয়ার বাতিঘর, স্পেন!
13/08/2025

আলেকজান্দ্রিয়ার বাতিঘর, স্পেন!

হয় সিগারেট, না হয় মৃত্যু!
12/08/2025

হয় সিগারেট, না হয় মৃত্যু!

বউয়ের থ্রি পিচ পরে পালানোর সময় আ.লীগ নেতা কট!
12/08/2025

বউয়ের থ্রি পিচ পরে পালানোর সময় আ.লীগ নেতা কট!

Address

Dhaka

Telephone

+8801644000432

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share