গণতন্ত্র মুক্তি পাক।

গণতন্ত্র মুক্তি পাক। চাইলাম অধিকার , হয়ে গেলাম রাজাকার
কিসের এত অহংকার , শুনতে পাবে হুংকার
সব কিছুর হিসাব হবে,
দেশটি আবার আলো দেখবে.....

গণতন্ত্র মুক্তি পাক, মুক্তি পাক মানুষ,
রাজনীতি হোক সঠিক, গণতন্ত্রকে হত্যা করা নয় ।

দেশ,জাতি,জনগণ,জাত,ধর্ম সব আমাদের কাছে এক। আমরা সঠিক কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে কথা বলি।

জয় হোক গণতন্ত্রের, মুক্তি পাক মানুষ।

ফেক হাসিনা মিডিয়া এসে বলেন , ফকিন্নি নাকি তাহজ্জুদ নামাজ পড়েন আর উনার ছেলে হাতে বানায় ট্যাটু  😀 হায়রে বেহায়ার দল , আর কত...
11/08/2024

ফেক হাসিনা মিডিয়া এসে বলেন , ফকিন্নি নাকি তাহজ্জুদ নামাজ পড়েন আর উনার ছেলে হাতে বানায় ট্যাটু 😀

হায়রে বেহায়ার দল , আর কত মিথ্যা বলবি।

➧ শাইখ আল্লামা আব্দুল আযিয বিন বায বহ. বলেন,

“শরীরে উল্কি অংকন করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে এ ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে,
أنه لعن الْوَاصِلَةِ وَالْمُسْتَوْصِلَةِ وَالْوَاشِمَةِ وَالْمُسْتَوْشِمَةِ
‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’ (সহিহুল বুখারী, পোশাক অধ্যায়, হাদিস নং ৫৪৭৭)

আগামীকালের কর্মসূচী:★৫ই অগাস্ট (সোমবার)‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন সারাদেশে বি...
04/08/2024

আগামীকালের কর্মসূচী:

★৫ই অগাস্ট (সোমবার)

‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন

সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান

★৬ই অগাস্ট থেকে (মঙ্গলবার)

” লংমার্চ টু ঢাকা ”

সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।

জমায়েত: শাহবাগ
দুপুর ২টা

"ছাড়তে হবে ক্ষমতা
ঢাকায় আসো জনতা"

সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।
যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

#এডমিনপোস্ট

03/08/2024
১ - ২ - ৩ - ৪শেখ হাসিনা গদি ছাড়, একদফা একদাবি , খুনি হাসিনা গদি ছাড়বি       #একদফা  #খুনিহাসিনা  #স্বৈরশাসক  #স্বৈরাচার
03/08/2024

১ - ২ - ৩ - ৪
শেখ হাসিনা গদি ছাড়,

একদফা একদাবি , খুনি হাসিনা গদি ছাড়বি

#একদফা #খুনিহাসিনা #স্বৈরশাসক #স্বৈরাচার

তরতাজা ১১ টি প্রানের হিসাব কে দিবে??? হাসিনার রাক্ষসি থাবায় আজ আমার ভাই গুলো রক্তে লাল আর আমার বোন ইজ্জত হারা? এই দেশের ...
18/07/2024

তরতাজা ১১ টি প্রানের হিসাব কে দিবে??? হাসিনার রাক্ষসি থাবায় আজ আমার ভাই গুলো রক্তে লাল আর আমার বোন ইজ্জত হারা? এই দেশের মাটিতে কি সবাই এসব হতে দিবেন আর দেখবেন????

হোক এই আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারের , জুলুমবাজ সরকারের পতনের সূত্রপাত। বিজয় ফিরিয়ে আনতেই হবে আমাদের এই রাক্ষসের হাত থেকে আমাদের.

যে সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের  নিরাপত্তা দেয়া, সেই সরকার নিজের চেয়ার রক্ষার ভয়ে নামিয়ে দিলেন পুলিশ বাহিনী , আর হত্য...
18/07/2024

যে সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া, সেই সরকার নিজের চেয়ার রক্ষার ভয়ে নামিয়ে দিলেন পুলিশ বাহিনী , আর হত্যা করলেন আমাদের ভাইদের।

আবার তিনি আসলেন সেই ড্রামা করতে 🥵ভাষন দিতে আর সেই একই কথা বললেন , তিনি ছাড়া আর কে জানে আপন হারানোর শোক। রাখেন আপনার শোক আপনার কম্বলের ভিতর। ড্রামা অনেক করেছেন। আপনার ছাত্রলীগ আর পুলিশ বাহিনী আমাদের মনে করিয়ে দিয়েছে পাক-পাক-হানাদার বাহিনীর কথা। আজ বাংলার বুকে যদি রাজাকার থাকে সেইটা হচ্ছেন আপনি নিজেই। রাজাকার থেকে আরো ভয়ংকর সাপ আপনি।

বয়কট আওয়ামী লীগ , বয়কট হাসিনা.

17/07/2024

17/07/2024

17/07/2024
17/07/2024
17/07/2024

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণতন্ত্র মুক্তি পাক। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share