
11/08/2024
ফেক হাসিনা মিডিয়া এসে বলেন , ফকিন্নি নাকি তাহজ্জুদ নামাজ পড়েন আর উনার ছেলে হাতে বানায় ট্যাটু 😀
হায়রে বেহায়ার দল , আর কত মিথ্যা বলবি।
➧ শাইখ আল্লামা আব্দুল আযিয বিন বায বহ. বলেন,
“শরীরে উল্কি অংকন করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে এ ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে,
أنه لعن الْوَاصِلَةِ وَالْمُسْتَوْصِلَةِ وَالْوَاشِمَةِ وَالْمُسْتَوْشِمَةِ
‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’ (সহিহুল বুখারী, পোশাক অধ্যায়, হাদিস নং ৫৪৭৭)