অদম্য প্রকাশ - odommo prokash

অদম্য প্রকাশ - odommo prokash Odommo porkash makes it easy to design, publish, promote, and sell professional-quality printed book
(1)

আপনি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে জানতে আগ্রহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? "AI প্রযুক্তির হাতে...
14/07/2025

আপনি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে জানতে আগ্রহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন?

"AI প্রযুক্তির হাতেখড়ি" বইটি তৈরি হয়েছে একেবারে নতুনদের কথা মাথায় রেখে। এখানে AI-এর মূল ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে—যাতে আপনি খুব সহজেই বুঝতে ও শিখতে পারেন।

🌟 কী থাকছে বইটিতে:
✅ AI কী, কেন এবং কীভাবে কাজ করে
✅ বাস্তব জীবনের প্রয়োগ
✅ সহজ ভাষায় জটিল বিষয় ব্যাখ্যা
✅ হাতে-কলমে শেখার গাইড

যাদের প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে আগ্রহ আছে, এই বইটি হতে পারে তাদের জ্ঞানার্জনের প্রথম ধাপ।

📖 শেখা শুরু হোক এখান থেকেই!

্রযুক্তিরহাতেখড়ি েখা #কৃত্রিমবুদ্ধিমত্তা

Cockroach Startup বইটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি প্রয়োজনীয় গাইড, যা শূন্য থেকে একটি সফল ও টেকসই ব্যবসা গড়ে তোলার পদ...
09/04/2025

Cockroach Startup বইটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি প্রয়োজনীয় গাইড, যা শূন্য থেকে একটি সফল ও টেকসই ব্যবসা গড়ে তোলার পদ্ধতি নিয়ে আলোচনা করে। লেখক Shuvasish Bhowmick এবং Md. Tajdin Hassan তাদের ১৭ বছরের কর্পোরেট ও স্টার্টআপ অভিজ্ঞতা থেকে অর্জিত মূল্যবান শিক্ষা ও কৌশল সহজ ভাষায় উপস্থাপন করেছেন। বইটি শুধু Unicorn হওয়ার স্বপ্ন দেখায় না, বরং একটি লাভজনক ও টেকসই ব্যবসা গড়ে তোলার গুরুত্বকে প্রাধান্য দেয়। কারণ শুধু বড় ফান্ডিং পাওয়াই সাফল্য নয়, বরং নিজের আয় দিয়ে টিকে থাকার ক্ষমতাই আসল লক্ষ্য।

বইটিতে স্টার্টআপ আইডিয়া তৈরি, ব্যবসার পরিকল্পনা, বিনিয়োগ ছাড়াই ব্যবসা পরিচালনা, মার্কেটিং, টিম ম্যানেজমেন্ট এবং অপারেশন পরিচালনা নিয়ে ধাপে ধাপে গাইড দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্বের সফল Cockroach Startups বা টিকে থাকা স্টার্টআপগুলোর কেস স্টাডি ও তাদের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণা যোগাবে। একটি ককরোচের মাথা কেটে ফেললেও এটি কিছুদিন বেঁচে থাকতে পারে, কারণ এটি নিজের শক্তি কাজে লাগিয়ে টিকে থাকতে জানে। ঠিক তেমনি, একটি ব্যবসা যদি শুধু ফান্ডিং-এর ওপর নির্ভর না করে, তাহলে এটি প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এই বইতে নিজের আয় ও কাস্টমার বেস গড়ে তোলার স্ট্র্যাটেজি শেখানো হয়েছে।

শরীরে ক্ষয় হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই ক্ষয় পূরণের জন্য গ্রহণযোগ্য খাবারকেই খাদ্য বলা হয়। আর অসুস্থ হলে রুগ্ণ অবস্...
08/04/2025

শরীরে ক্ষয় হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই ক্ষয় পূরণের জন্য গ্রহণযোগ্য খাবারকেই খাদ্য বলা হয়। আর অসুস্থ হলে রুগ্ণ অবস্থায় বিশেষ চাহিদা অনুযায়ী খাদ্যকে পরিবর্তন করে যা দেওয়া হয় তাকে পথ্য বলে। উপযুক্ত পথ্যই হলো রোগীর অন্যতম চিকিৎসা।

অসুস্থ হলে প্রথম প্রয়োজন হয় ওষুধের, সেটা যদি আপনি খাবারের মাধ্যমে পূরণ করতে পারেন সেটাই পথ্য। অসুস্থ অবস্থায় হজমশক্তি কমে যায় বলে সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দিয়ে পথ্য প্রস্তুত করা হয়।

অন্যভাবে বললে পথ্যকে আরোগ্যকারী খাদ্যও বলা হয়। পথ্য নির্বাচনের সময় রোগের ধরন, রোগীর খাদ্যাভ্যাস, রোগীর পথ্য গ্রহণের ক্ষমতা যেমন দেখতে হবে, তেমন রোগীর আর্থিক সংগতিও বিচার করতে হবে। দীর্ঘস্থায়ী অসুখে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সব অবস্থাতেই পথ্য হবে সহজপাচ্য, পুষ্টিকর, সুস্বাদু ও আকর্ষণীয়।

কিছু কিছু রোগের ক্ষেত্রে রোগমুক্তির সময় উচ্চ ক্যালরি মূল্যের খাবার প্রয়োজন হয় সেটা পথ্য দিয়ে পূরণ করা সম্ভব। যেমনঃ জ্বর। এ সময় এমন পথ্য দিতে হবে যাতে ৩৫০০-৪০০০ ক্যালরি থাকে। এ ক্ষেত্রে সাধারণ খাবার খেয়ে সুস্থ হওয়া জটিল তাই পথ্য খুঁজতে হবে। পথ্য বিষয়গুলো আমরা জানি, আমাদের মা, দাদি, নানিরা জানেন কিন্তু আধুনিক ড্রাগের কারণে ভুলে গেছি। এই বইটি আপনাদের আবার মনে করে দেবে সেসব খাদ্যপথ্য।

গলবøাডার জনিত সমস্যা, জন্ডিস, লিভারের অসুখ, আমাশয়, ক্রনিক কোলাইটিস, পেটের নানা অসুখ, ধমনী ও হৃৎপিন্ডের অসুখে মাংস বা প্রাণিজ খাবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ডায়াবেটিস ও মেদ বৃদ্ধিতে শর্করা খাবার কম খেতে হয়। কিডনি ও হার্টের যাবতীয় অসুখ, সিরোসিস অব লিভার, উচ্চ রক্তচাপ এবং গর্ভাবস্থায় লবণ নিয়ন্ত্রণ প্রয়োজন, তা কীভাবে করবেন, লবণাক্ত খাবার আমাদের বেশ পছন্দের। এসব বিষয়কে বিবেচনায় রেখে আলাদা আলাদা রোগের জন্য আলাদা পথ্য বা খাবার তৈরি করা হয়।

এই বইটি পড়ে আপনি খাদ্যপথ্য বুঝতে পারবেন, আগামী দিনে নিজের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন, অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন নাকি হাসপাতালে যাতে না যাওয়া লাগে সেটা করবেন সেই বিষয়গুলো নিজে বিবেচনা করবেন।

পথ্য প্রকৃত ওষুধের কাজ করে। সঠিক সময় সঠিক পথ্য, জানতে হবে।

নাবিহা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করেছে I সে এখন চাকুরীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে Apply করবে । এজন্য তার CV এবং Forwar...
07/04/2025

নাবিহা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করেছে I সে এখন চাকুরীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে Apply করবে । এজন্য তার CV এবং Forwarding Letter লেখার ফরমেট দরকার । তখন তার বন্ধু নাভিদ তাকে "কর্পোরেট রাইটিং" বইটি সংগ্রহের পরামর্শ দিল । এই বইটিতে CV ও forwarding letter লেখার নিয়মসহ প্রয়োজনীয় সকল commnication tools রয়েছে I বইটি সংগ্রহ করতে এখনই order করুন।

21/02/2025

বাংলাতেই শুরু বাংলাতেই শেষ।
হৃদয় জুড়ে একটাই শব্দ আমার বাংলাদেশ।

অমর একুশে বইমেলা ২০২৫। স্টল নং ৪০৯,৪১০
17/02/2025

অমর একুশে বইমেলা ২০২৫। স্টল নং ৪০৯,৪১০

অমর একুশে বইমেলা ২০২৫ অদম্য প্রকাশ - odommo prokash এর স্টলে আপনাকে আমন্ত্রণ।
07/02/2025

অমর একুশে বইমেলা ২০২৫ অদম্য প্রকাশ - odommo prokash এর স্টলে আপনাকে আমন্ত্রণ।

21/01/2025

অমর একুশে বইমেলা-২০২৫
অদম্য প্রকাশ
৪০৯ এবং ৪১০ এ আপনাকে আমন্ত্রণ!

'দ্যা গ্রোথ কোড’ বই এর ভার্চুয়াল লঞ্চিং ইভেন্টে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, রাত ৯টায় ...
14/01/2025

'দ্যা গ্রোথ কোড’ বই এর ভার্চুয়াল লঞ্চিং ইভেন্টে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, রাত ৯টায় আমরা উদযাপন করতে যাচ্ছি অদম্য প্রকাশ এর ব্র্যান্ড নিউ এই বইটির ভার্চুয়াল লঞ্চিং।
প্রি-লঞ্চিং ইভেন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক -
https://www.ideanconsulting.com/growth-book-launch/?

একটি বইয়ের শুভ উদ্বোধন শুধুই লেখকের নয়, বরং বন্ধু, শুভাকাঙ্ক্ষী—সবার কাছে এক বিরল আনন্দময় উৎসব।
অনলাইনের এই ইভেন্টে আপনার উপস্থিতি এই মুহূর্তটুকুকে আরও রঙিন করে তুলবে। আসুন, একসঙ্গে এই বিশেষ মূহুর্তটিকে স্মরণীয় করে রাখি!

এই ইভেন্টে আমি আনুষ্ঠানিক ভাবে বইটি লঞ্চ করার পাশাপশি বইয়ের বিস্তারিত সুচীপত্র, Growth Code Framework ইত্যাদি reveal করবো।
এই বইতে এমন একটা সেরা চমক আছে যা আপনি এর আগে বাংলা কোন বিজনেস বইতে দেখেন নি, সেটাও unveil করবো।

আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ভ্যালু আপনার জন্য উন্মুক্ত করতে যাচ্ছি।
এই বইটি হবে আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস গ্রোথ রিসোর্স - ব্রেকথ্রু বিজনেস গ্রোথ আনলক করার চাবিকাঠি।

প্রি-লঞ্চিং এ যারা উপস্থিত প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে থাকবে - Most Incredible Free Gift Ever!
কমেন্টে ইভেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক দিলাম, আপনি জয়েন করলে আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করবো।

থাকছেন তো? কমেন্টে আমাকে জানিয়ে দিন...

Happy new year!
31/12/2024

Happy new year!

17/12/2024

বেকারত্ব নয়, সৃজনশীলতা হোক আপনার পরিচয়!
গ্রাফিক ডিজাইন এমন একটি পেশা, যেখানে সৃজনশীলতা আর নিয়মিত অনুশীলন আপনাকে পৌঁছে দিতে পারে বিশ্ববাজারে!

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজাইনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু দক্ষ ডিজাইনারের অভাব এখনও রয়েছে। তাই আপনি যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন তাহলে আপনার জন্য সম্ভাবনার দুয়ার খুলে যাবে নিশ্চিত!

🔎 আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না?
"গ্রাফিক ডিজাইন" বইটি হতে পারে আপনার জন্য সঠিক সমাধান! বইটির অর্ডার লিংক👉 https://rokshort.com/zC4E39XN1

✨ কেন এই বইটি আপনার জন্য সেরা?
✅ সহজ বাংলা ভাষায় ডিজাইন শেখার গাইড।
✅ পদক্ষেপভিত্তিক ব্যাখ্যা – নতুনদের জন্য সহজবোধ্য।
✅ প্র্যাকটিক্যাল ডিজাইন চর্চার টিপস ও ইফেক্ট।
✅ সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার সুযোগ।

গ্রাফিক ডিজাইন শেখার জন্য মুহম্মদ আনোয়ার হোসেন ফকিরের লেখা "গ্রাফিক ডিজাইন" বইটি নিশ্চিতভাবে সঠিক সিদ্ধান্ত। বইটি অর্ডার করতে ক্লিক করুন উপরের লিংকে।

Address

278, Elephant Road, Kataban Dhal
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 17:30
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801708637383

Alerts

Be the first to know and let us send you an email when অদম্য প্রকাশ - odommo prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অদম্য প্রকাশ - odommo prokash:

Share

Category

অদম্য প্রকাশ

Odommo porkash makes it easy to design, publish, promote, and sell professional-quality printed books.