Rangabali Darpan

Rangabali Darpan Its a social media agency. Please everyone help me to published all types of news at Rangabali upazila.

13/02/2025

আপনার বয়স ১৮ পার হয়েছে?

১৮ পার হওয়া মানেই ছোটবেলার সেই আরামের দিন শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

কিন্তু সমস্যা কী জানেন?

এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কিছুই হাতে তুলে দেবে না। সারভাইভ করতে হলে আপনাকে লড়তে হবে, আর লড়াই করতে হলে দরকার অস্ত্র—মানে স্কিল!

তিনটা স্কিলের কথা বলছি, যা না জানলে এই দুনিয়ায় টিকে থাকাই মুশকিল।

স্কিল ১: মার্কেটিং – নিজের গল্প বিক্রি করার ক্ষমতা

আপনার যতই প্রতিভা থাকুক, যদি সেটা অন্যকে বোঝাতে না পারেন, তাহলে সেটা কারও কোনো কাজে আসবে না।

মার্কেটিং মানে শুধু কোম্পানির বিজ্ঞাপন নয়, বরং আপনি নিজে কী, কী পারেন, সেটা অন্যদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারার ক্ষমতা।

আপনি চাকরির ইন্টারভিউতে গেলে কী করেন? নিজের দক্ষতা “বিক্রি” করেন, তাই না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন? সেটাও একধরনের মার্কেটিং।

যারা নিজের গল্প ঠিকভাবে বলতে জানে, তারাই জীবনে এগিয়ে যায়।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Seth Godin-এর This is Marketing
• ফ্রি কোর্স করুন: Coursera বা Udemy-তে “Marketing Fundamentals”
• প্র্যাকটিস করুন: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করুন

স্কিল ২: সেলস – নিজের ভাবনা বিক্রি করার ক্ষমতা

অনেকে ভাবে সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা। কিন্তু আসলে?

আপনার জীবনটাই একটা সেলস প্রেজেন্টেশন!

- চাকরির ইন্টারভিউ দেন? নিজেকে “বিক্রি” করছেন।
- বন্ধুরা মিলে কোথাও যেতে চায় না, আপনি তাদের রাজি করাচ্ছেন? এটাও সেলস!
- বসকে প্রমোশনের জন্য কনভিন্স করছেন? এটাও সেলস!

আপনি যদি সেলস স্কিল না জানেন, তাহলে অন্যদের কাছে নিজের কথা বিশ্বাসযোগ্য করে তোলাই কঠিন হয়ে যাবে।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Brian Tracy-এর The Psychology of Selling
• প্র্যাকটিস করুন: দৈনন্দিন জীবনে ছোটখাট জিনিস “বিক্রি” করার চেষ্টা করুন
• লোকের প্রয়োজন বুঝতে শিখুন: একজন ভালো সেলসম্যান বোঝে, মানুষ কী চায়

স্কিল ৩: ইংলিশ স্পিকিং – আত্মবিশ্বাসের মাস্টার কী

বাংলাদেশে ইংরেজি বলতে পারা মানে আলাদা লেভেল!

আপনার মনে হতেই পারে, “ইংরেজি জানাটা এত গুরুত্বপূর্ণ নাকি?”

হ্যাঁ, ১০০% গুরুত্বপূর্ণ!

- ইন্টারভিউতে যদি ইংরেজি বলতে পারেন, আপনাকে সিরিয়াসলি নেওয়া হবে।
- বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চাইলে? ইংরেজি লাগবে।
- ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে শিখতে হলে? ইংরেজি লাগবে।

ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা নয়, এটা একটা পাওয়ার।

কীভাবে শিখবেন?
• অ্যাপ ব্যবহার করুন: Duolingo, BBC Learning English
• ইংলিশ মুভি দেখুন: সাবটাইটেল অন রেখে দেখুন, তারপর সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন
• ইংলিশ পত্রিকা পড়ুন: এডিটরিয়াল অংশ পড়লে ভাষা ও চিন্তার গভীরতা বাড়বে

এই স্কিলগুলো না জানলে পিছিয়ে পড়বেন

আগে শুধু ভালো গ্রেড আর সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যেত। এখন যুগ পাল্টে গেছে।

এখন যারা মার্কেটিং, সেলস, আর ইংলিশ স্পিকিং জানে, তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে।

এখন বলেন…

আপনার কি শুধু স্বপ্ন দেখাই ভালো লাগে, নাকি বাস্তবে কিছু করতে চান?

সময় কিন্তু কারও জন্য অপেক্ষা করবে না।

আজ শেখা শুরু করলে, এক বছর পর নিজেকে দেখে নিজেই অবাক হবেন!

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন!

Collected

07/02/2025

শেখ হাসিনার গতকালকের বক্তব‍্য শুনেছি পুরোটাই । এই প্রথম সে ভুলে একবারও BNP- জামায়াতকে দোষ দেয়নি ।সব দোষ ও ক্ষোভ ড. ইউনুসের উপর ।
কারন জানেন? শুনুন তাহলে—

“আওয়ামী লীগকে যদি কেউ এখন প্রস্তাব দেয়, যে ড. ইউনুসকে হটিয়ে জামায়াতকে ক্ষমতায় বসানো হবে- তোমরা রাজী? আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ পড়ে তৎক্ষনাৎ রাজী হয়ে যাবে। আর বিএনপি হলে তো কথাই নেই। নাচতে নাচতে রাজী হয়ে প্রস্তাবকারীর হাতে চুমু খাবে।

আওয়ামী লীগের আসল যম হলেন ড. ইউনূস।

কেন সেটা বলছি।

জামায়াত বা বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে হয়তো পুলিশ দিয়ে বা দলের কর্মীদের দিয়ে ঠেঙ্গাতে পারবে, ভয়ভীতি দেখাতে পারবে। বিচারও কিছু হবে। কিন্তু আওয়ামী লীগ সেগুলোকে পলিটিক্যালি ক্যাশ করবে। সবকিছুকে তারা রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে চালাবে, বিশ্বের মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে।

কিন্তু ড. ইউনূস আওয়ামী লীগকে শুধু পলিটিক্যালি না, একাডেমিক্যালি খেয়ে ফেলবেন। ড. ইউনূস যতদিন আছেন, সারাবিশ্বের সরকারগুলো জানবে আওয়ামী লীগ কোনো পলিটিকাল পার্টি না, এইটা একটা ফ্যাসিজম। সবাই এটাকে তুলনা করবে হিটলার মুসোলিনির সাথে।

ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশের এই ফ্যাসিবাদ নিয়ে গবেষণা হবে। এই গনহত্যা নিয়ে গবেষণা হবে।
ড. ইউনূস অলরেডি বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে আহবান জানিয়েছেন আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ নিয়ে গবেষণার জন্য।

হয়তো জার্নালে এরকম আর্টিকেল লেখা হবে: Level of cruelty: A comparative study between Hasina & Hi**er...!!!

ড. ইউনূস একাডেমিকালি আওয়ামী লীগকে যে গর্তে নিয়ে ফেলবেন, সেইখান থেকে তার আর বেরিয়ে আসা সম্ভব হবে না।

ড. ইউনূস যতদিন আছেন, পৃথিবীর কোথাও আওয়ামী লীগের পক্ষে কারো কথা বলারও সুযোগ হবেনা। ড. ইউনূসের একটা স্টেটমেন্টে তাদের লাখ লাখ ডলারের লবিং ব্যর্থ হয়ে যাবে। ড. ইউনূস নিজেই একটা বিরাট ঢাল। আয়রন ডোম।

আওয়ামী লীগের বেচে থাকার একমাত্র উপায়, যত তাড়াতাড়ি পারা যায় ড. ইউনূসকে বিদায় করে বিএনপি বা জামায়াতকে ক্ষমতায় বসানো!!! এজন্যেই তাদেরকে এখন বিএনপি জামায়াত কারো বিরুদ্ধে অতটা সোচ্চার দেখা যায় না, যতটা তারা ইউনূসের ব্যাপারে উচ্চকণ্ঠ!! মাঝে মাঝে তো বিএনপির সাথে একমত হতেও দেখা যায়!!

এই হিসাবে আওয়ামী লীগ কৌশলগত ভাবে সঠিক পথেই আছে!
সংগৃহীত!

05/02/2025

দুইদিন আগে ইতালির এই নাগরিকের টাকা পয়সা ব্যাগ পাসপোর্ট সব ছিনতাই হয়। ১২ ঘন্টার মধ্যে সব উদ্ধার করে বুক ফুলিয়ে হাসিমুখে প্রেস ব্রিফিং করে পুলিশ।

খুবই ভালো কাজ করছে পুলিশ কিন্তু আমার একটা প্রশ্ন আছে..!

আচ্ছা বলেন ত - বিদেশি নাগরিকদের কিছু ছিনতাই হইলে উদ্ধার হয় কিন্তু আপনার আমার কিছু ছিনতাই হইলে কেন উদ্ধার হয়না??? কেন পুলিশ কিছু খুঁজে পায়না??

কারন একটাই,বিদেশি নাগরিকদের কোনো ক্ষতি হওয়া মাত্রই তারা তাদের এম্ব্যাসিরে জানায়।এম্ব্যাসি থেকে জায়গামতো ঠেলা দেয় আর পুলিশ দৌড়াদৌড়ি করে সব এনে দেয়।

তারমানে পুলিশ ঠিকই জানে কোন এলাকায় কে কে ছিনতাই করে।আর তাদেরকে ধরার সক্ষমতাও পুলিশের আছে কিন্তু যাস্ট স্বদিচ্ছা নাই।তাই তারা আপনার আমার কিছু ছিনতাই হইলে খুঁজে পায়না।

তাছাড়া আপনি আমি যেহেতু এদেশের আম পাবলিক তাই পুলিশও পাত্তা দেয়না।

29/07/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

Copi

Address

Kachiabunia
Rangabali
8640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangabali Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangabali Darpan:

Share