RMSTU News -রাবিপ্রবি সংবাদ

RMSTU News -রাবিপ্রবি সংবাদ সত্যকে প্রকাশ করি!

রাবিপ্রবি ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি-
30/09/2025

রাবিপ্রবি ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি-

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি শিক্ষার্থী'র জন্য বছরে ব্যয় করছে প্রায় ৯৫ হাজার টাকা।
25/09/2025

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি শিক্ষার্থী'র জন্য বছরে ব্যয় করছে প্রায় ৯৫ হাজার টাকা।

Hall Notice
25/09/2025

Hall Notice

নোটিশ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দুর্গাপূজা, প্রবারণা ...
22/09/2025

নোটিশ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ০৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

21/09/2025

বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) .....

08/09/2025

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপল....

প্রথম আলো'তে ভিসি আতিয়ার স্যার!এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আতিয়ার রহমান ফোন ধরেননি।
07/09/2025

প্রথম আলো'তে ভিসি আতিয়ার স্যার!
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আতিয়ার রহমান ফোন ধরেননি।

গতকাল শনিবার রাতে মামুন সুস্থ হয়ে গেছে, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁতে দেখা যায়,...

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাবিপ্রবি ভিসি আতিয়ার রহমান ফোন ধরেননি।
07/09/2025

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাবিপ্রবি ভিসি আতিয়ার রহমান ফোন ধরেননি।

রাবিপ্রবি'র ভিসি আতিয়ার স্যারের উপর ক্ষুব্ধ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!
06/09/2025

রাবিপ্রবি'র ভিসি আতিয়ার স্যারের উপর ক্ষুব্ধ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!

আহারে রাবিপ্রবি ভিসি'র ফটোশুটের রাজনীতি! আজকের ঘটনাটা শেয়ার করার আগে মামুনের কন্ডিশনটা শেয়ার করি,মামুন আহত হওয়ার পর থ...
06/09/2025

আহারে রাবিপ্রবি ভিসি'র ফটোশুটের রাজনীতি!

আজকের ঘটনাটা শেয়ার করার আগে মামুনের কন্ডিশনটা শেয়ার করি,

মামুন আহত হওয়ার পর থেকে প্রায় সারাক্ষণই আমি ওর সঙ্গে আছি। অপারেশনের পরদিন সকালে জ্ঞান ফেরার পর মামুনের সেন্স ছিল—ও তখন নিজের ভাইকে চিনতে পারছিল। আইসিইউ থেকে কেবিনে শিফট করার দিনও স্পষ্ট কথা বলসিল। এরপর থেকে ধীরে ধীরে সেন্স হারাতে হতে থাকে। কাউকে চিনতে পারছে না। শুধু একটাই কথা বলে— “ভাল্লাগতাছে না।” মাঝে মাঝে উত্তেজিত হয়ে নিজের ব্যান্ডেজ খুলতে যায়, তাই বাধ্য হয়ে ওর হাত বেঁধে রাখা হয়েছে। রাতে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে হয়। দাঁড়ানোর শক্তি নেই। যাকেই দেখে তাকেই হাই দেয়। এমনকি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকেও হাই দিয়েছে—যা সেন্স থাকা অবস্থায় সম্ভব নয় বলেই আমি মনে করি। এদিকে মাথার খুলির অংশটা এখনও ফ্রিজে সংরক্ষিত আছে।

আজকের ঘটনার দিকে আসি—
বিকেল ৪টা ২১ মিনিটে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, ড. আতিয়ার রহমান স্যারসহ আরও কয়েকজন কেবিনে ঢুকতে চাইলে আমি তাদের বাধা দিই। কারণ ডাক্তারের নিষেধাজ্ঞা ছিল— এতে ইনফেকশনের ঝুঁকি রয়েছে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদস্যদেরও কেবিনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, কোনো সমস্যা নেই, ওনাদের ঢুকতে দিন। এরপর ডাক্তার মামুনকে উঠিয়ে বসান এবং ছবি তোলা শুরু করেন। আমি থামাতে গেলে তিনি নিষেধ করেন। তারপর মামুনকে চেয়ারে বসিয়ে আরও ছবি তোলেন। শুধু তাই নয়, বাইরে নিয়ে গিয়ে সব স্টাফদের ডেকে এনে আবার ছবি তোলেন। মামুন হাত তুলতে না পারলে ডাক্তার নিজেই তার হাত তুলে কিছুক্ষণ ধরে রাখতে বলেন—এভাবেই চলে ফটোশুটের ফাইনাল পর্ব। এমনকি ভিডিওও করা হয়। অথচ মামুন বারবার বসে যেতে চাইছিল, কিন্তু তাঁরা বসতে দেননি।

কিছুক্ষণ পর ফেসবুকে দেখতে পাই— নানান এঙ্গেলের ছবি এবং ভিডিওসহ ক্যাপশন “মামুন সুস্থ হয়ে গেছে।”
তাহলে সারারাত যার পাশে বসে ছিলাম, সে কি অন্য কেউ? মামুনের ভাই এগুলো দেখে ভেঙে পড়েন। তিনি বলেন— “মামুনের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সুস্থ মানুষের যে বৈশিষ্ট্য থাকে, তার কিছুই এখনও নেই।”

– Rasel Rana

The Group Stage is done and dusted! 🔥These faces have already shined as Man of the Match.
05/09/2025

The Group Stage is done and dusted! 🔥
These faces have already shined as Man of the Match.

ছাত্রীর বয়স কম, কম বয়সে ভুল করতেই পারে সে, কিন্তু এই কম বয়সের ভুলের সুযোগ নিয়ে একজন নারী শিক্ষার্থীকে যদি পিতার সমতুল্য ...
04/09/2025

ছাত্রীর বয়স কম, কম বয়সে ভুল করতেই পারে সে, কিন্তু এই কম বয়সের ভুলের সুযোগ নিয়ে একজন নারী শিক্ষার্থীকে যদি পিতার সমতুল্য স্যার ভক্ষণ করে, সে কখনোই স্যার হওয়ার যোগ্যতা রাখে না, সে পশু। সে স্যার রূপের অমানুষ গুলো দিনের পর দিন নারী শিক্ষার্থীদের কাছে সুযোগ নিবে, এসবের সাথে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত, এসব অপকর্মের কারণে বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ হয়। আমরা ফিশারিজ ডিপার্টমেন্টের ২০২০-২০২১ সেশনের সেই শিক্ষার্থীর নাম প্রকাশ করছি না, ছবিও আছে। একটা ভুলের কারণে মেয়েটার পুরো ক্যারিয়ারটা আমরা নষ্ট করতে চায় না, কিন্তু শিক্ষকের ভুলটা কি ক্ষমা করা যায়? আমরা টিম রাবিপ্রবি সংবাদ প্রক্টর সাদ্দামকে চ্যালেঞ্জ করে বলছি আমাদের তথ্য যদি ভুল হয় আপনি আপনার সাবেক স্ত্রীর সাথে লাইভ করে আমাদের ভুল প্রমাণ করুন। আমরা মিথ্যা হলে প্রয়োজনের মামলা দিন আমাদের বিরুদ্ধে। গুঞ্জন রয়েছে এসবের কারণে প্রক্টর সাদ্দাম বিশ্ববিদ্যালয় ত্যাগ করে নতুন বিশ্ববিদ্যালয়ে(চবি) যোগদান করার চেষ্টা চালাচ্ছে।
এমন শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

Address

রাঙামাটি-কাপ্তাই রোড
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when RMSTU News -রাবিপ্রবি সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share