CHT Journal

CHT Journal The voice of the Jumma Indigenous peoples’ struggle for rights, identity, and justice, an independent online platform.
(8)

রাজস্থলীতে বড়থলি সেনা ক্যাম্পের নির্দেশনায় সভা: স্থানীয় পাড়া কারবারিদের ওপর গরু, সবজি, লাকড়ি ও শ্রম সরবরাহের বাধ্যবাধকতা...
17/10/2025

রাজস্থলীতে বড়থলি সেনা ক্যাম্পের নির্দেশনায় সভা: স্থানীয় পাড়া কারবারিদের ওপর গরু, সবজি, লাকড়ি ও শ্রম সরবরাহের বাধ্যবাধকতা

রাঙ্গামাটি, ১৭ অক্টোবর ২০২৫: গত ১০ অক্টোবর ২০২৫ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বড়থলি সেনা ক্যাম্পে অনুষ্ঠিত এক সভায় এলাকার সকল পাড়া কারবারির সঙ্গে বৈঠক করা হয়। সভায় ক্যাম্প কর্তৃপক্ষ কয়েকটি নির্দেশনা প্রদান করে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

সভায় আলোচিত ও সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হলো—
১। ক্যাম্পে কম দামে গরু বিক্রি করতে হবে এবং অন্যদের কাছেও প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করতে হবে।
২। প্রতি মাসে পালাক্রমে প্রত্যেক পাড়া থেকে ক্যাম্পে লাকড়ি (জ্বালানিকাঠ) সরবরাহ দিতে হবে।
৩। যে কোনো সবজি প্রতি কেজি ১০ টাকা দরে ক্যাম্পে বিক্রি করতে হবে।
৪। পালাক্রমে বিনা পারিশ্রমিকে ক্যাম্পে গিয়ে আগাছা পরিষ্কার ও ঘাস কাটতে হবে।
৫। ক্যাম্পের চারদিকে দুই মাস অন্তর বিনা পারিশ্রমিকে বাঁশ দিয়ে বেড়া দিতে হবে।
৬। ক্যাম্পের বাউন্ডারির বাইরে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে।

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, এসব নির্দেশনা স্থানীয়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। অনেকের মতে, সাম্প্রতিক এই বিধিনিষেধ স্থানীয় জনগণের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রায় নতুন ধরনের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছেন, বিষয়টি নিয়ে কারো সঙ্গে আলোচনা বা মতামত নেওয়া হয়নি, ফলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র: Indigenous Voice- CHT

চাকসু হল সংসদ নির্বাচনেঅতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিপি নির্বাচিত হয়েছেন রিপুল চাকমা  #চট্টগ্রামবিশ্ববিদ্যালয়
17/10/2025

চাকসু হল সংসদ নির্বাচনে
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিপি নির্বাচিত হয়েছেন রিপুল চাকমা


#চট্টগ্রামবিশ্ববিদ্যালয়

পাহাড়ের রঙে আঁকা স্বপ্ন এখন চিকিৎসার বিছানায়: চিত্রশিল্পী নান্টু চাকমার পাশে দাঁড়ানোর আহ্বান
17/10/2025

পাহাড়ের রঙে আঁকা স্বপ্ন এখন চিকিৎসার বিছানায়: চিত্রশিল্পী নান্টু চাকমার পাশে দাঁড়ানোর আহ্বান

চবির নবাব ফয়জুন্নেছা হল সংসদে "হৃদ্যতার বন্ধন" প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় ভিপি নির্বাচিত পারমিতা চাকমা
17/10/2025

চবির নবাব ফয়জুন্নেছা হল সংসদে "হৃদ্যতার বন্ধন" প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় ভিপি নির্বাচিত পারমিতা চাকমা

আশির দশকে, জিয়াউর রহমান কর্তৃক সমতল থেকে যে বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে সেটেল করা হয়েছে, তাদেরকে আমরা ‘সেটেলার’ বলি।
16/10/2025

আশির দশকে, জিয়াউর রহমান কর্তৃক সমতল থেকে যে বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে সেটেল করা হয়েছে, তাদেরকে আমরা ‘সেটেলার’ বলি।

চাকসুতে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর নির্বাচিত তিনজন প্রতিনিধি: শিপ্রা তঞ্চঙ্গ্যা, রুমন জয় তঞ্চঙ্গ্যা ও সজীব তঞ্চঙ্গ্যা১। শিপ্...
16/10/2025

চাকসুতে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর নির্বাচিত তিনজন প্রতিনিধি: শিপ্রা তঞ্চঙ্গ্যা, রুমন জয় তঞ্চঙ্গ্যা ও সজীব তঞ্চঙ্গ্যা

১। শিপ্রা তঞ্চঙ্গ্যা–নির্বাহী সদস্য, নবাব ফয়জুন্নেছা হল সংসদ।
২। রুমন জয় তঞ্চঙ্গ্যা–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ।
৩। সজীব তঞ্চঙ্গ্যা–নির্বাহী সদস্য, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ।

CHT Journal -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

চাকসু হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হয়েছেন সিং নওয়াই উ মারমা
16/10/2025

চাকসু হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হয়েছেন সিং নওয়াই উ মারমা

সারাদেশে এইচএসসি রেজাল্টের ভরাডুবির মাঝে প্রত্যন্ত এলাকার শিজক কলেজের অভাবনীয় সাফল্য: ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন প...
16/10/2025

সারাদেশে এইচএসসি রেজাল্টের ভরাডুবির মাঝে প্রত্যন্ত এলাকার শিজক কলেজের অভাবনীয় সাফল্য: ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

কাচালং সরকারি কলেজে এইচএসসিতে চমকপ্রদ সাফল্য: ৩৯৮ জনের মধ্যে ৩৭৫ জন পাস
16/10/2025

কাচালং সরকারি কলেজে এইচএসসিতে চমকপ্রদ সাফল্য: ৩৯৮ জনের মধ্যে ৩৭৫ জন পাস

ইউপিডিএফের দুই সশস্ত্র ক্যাডার আটক: গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকের কাছে হস্তান্তর করে জনগণের ঐক্যের দৃষ্টান্ত...
16/10/2025

ইউপিডিএফের দুই সশস্ত্র ক্যাডার আটক: গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকের কাছে হস্তান্তর করে জনগণের ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করলো জেএসএস

খাগড়াছড়ি প্রতিনিধি │ ১৬ অক্টোবর ২০২৫
গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের মাচ্ছোছড়া গ্রামের নিকটবর্তী বিরজয় পাড়ায় পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীতপন্থী) সশস্ত্র সদস্যরা চুক্তিপক্ষীয়দের ওপর হামলার চেষ্টা চালায়। তবে চুক্তিপক্ষীয়দের তীব্র প্রতিরোধের মুখে ইউপিডিএফ (প্রসীত) সদস্যরা পিছু হটতে বাধ্য হয় এবং দুইজন সশস্ত্র সদস্যকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে চুক্তিপক্ষীয় সদস্যরা ওই দুইজনকে আটক করে।
আটককৃতদের পরিচয়:
১. মংওয়াই চিং কার্মা
সংগঠনের নাম: দুরন্ত
পিতার নাম: থোয়াই অউং সিং
মাতার নাম: মেথুমা সিং কার্মা
ঠিকানা: পচু পাড়া, বেতবুনিয়া, কাউখালী, রাঙামাটি
বয়স: ১৯ বছর
২. জিতেন চাকমা
সংগঠনের নাম: জিতয় চাকমা
পিতার নাম: সুচেন্দ্র চাকমা
মাতার নাম: গঙ্গা দেবী চাকমা
ঠিকানা: দানে বান্দর হাবা গ্রাম, দুলৈটলি ইউনিয়ন, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি
বয়স: ১৭ বছর
তথ্য অনুযায়ী, ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এই কিশোরদের “শিক্ষা ও সাংগঠনিক সফর” এর কথা বলে খাগড়াছড়িতে নিয়ে আসে। পরে তাদের জোরপূর্বক পানছড়িতে সম্মুখসারির যুদ্ধে নামিয়ে দেয়। বর্তমানে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সদস্য সংকটে ভুগছে, ফলে তারা সাধারণ ও অপ্রশিক্ষিত কিশোরদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে—যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক রাজনৈতিক আচরণ বলে বিবেচিত হচ্ছে। এতে বহু কিশোর প্রাণ হারাচ্ছে এবং তাদের পরিবার সন্তানের প্রকৃত অবস্থা ও পরিণতি সম্পর্কে কিছুই জানতে পারছে না।
অপ্রাপ্তবয়স্কদের মানবিক বিবেচনায় ও জনগণের প্রকৃত রাজনীতি অনুসারে চুক্তিপক্ষীয় জেএসএস সদস্যরা গত ৪ অক্টোবর দুদুকছড়া এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিনা শর্তে ও কোনো মুক্তিপণ ছাড়াই তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়।
এসময় জেএসএস নেতৃবৃন্দ জানান, জনগণের সহযোগিতায় চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থপরায়ণ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা আহ্বান জানান, যেন প্রসীতপন্থী নেতৃত্বহীন রাজনীতির কারণে আর কোনো তরুণের প্রাণহানি না ঘটে।
ছবিতে: সামনের সারিতে ডান পাশে মায়ের সঙ্গে চকলেট রঙের গেঞ্জি পরিহিত মংওয়াই চিং; বাম পাশে বাবার সঙ্গে দাঁড়ানো নীল গেঞ্জি পরিহিত জিতেন চাকমা। পেছনের সারিতে তিনজন স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন— পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান উচিৎ মণি চাকমা (গোলাপি টি-শার্ট পরিহিত ব্যক্তি), লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা (মাঝখানে), এবং চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা (চশমা পরিহিত ব্যক্তি)।

আগামী ১৯ অক্টোবরের ভূমি কমিশনের বৈঠক স্থগিত করার অপচেষ্টা সেটেলার ছাত্র সংগঠন পিসিসিপি’র
15/10/2025

আগামী ১৯ অক্টোবরের ভূমি কমিশনের বৈঠক স্থগিত করার অপচেষ্টা সেটেলার ছাত্র সংগঠন পিসিসিপি’র

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক চাকসুতে আদিবাসী শিক্ষার্থীকে ‘চিংচুংচে’ বলে বর্ণবাদী মন্তব্যের অভিযোগচবি, ১৫ অক্টোবর ২০২৫:...
15/10/2025

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক চাকসুতে আদিবাসী শিক্ষার্থীকে ‘চিংচুংচে’ বলে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ

চবি, ১৫ অক্টোবর ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দিতে গিয়ে এক আদিবাসী শিক্ষার্থী বর্ণবাদী অপমানের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিবেক চাকমা নামের একজন ব্যবহারকারী জানান, চাকসু নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের নাম ও জাতিগত পরিচয়ের কারণে ‘চিংচুংচে’ বলে বিদ্রূপ করেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই চাকসু নির্বাচনে এমন ঘটনার বিষয়টি শিক্ষার্থী মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক এমন মন্তব্যকে অনেকে বর্ণবাদী ও নোংরা মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন।

Address

Rangamati, Chittagong
Rangamati
4580

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHT Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share