
17/10/2025
রাজস্থলীতে বড়থলি সেনা ক্যাম্পের নির্দেশনায় সভা: স্থানীয় পাড়া কারবারিদের ওপর গরু, সবজি, লাকড়ি ও শ্রম সরবরাহের বাধ্যবাধকতা
রাঙ্গামাটি, ১৭ অক্টোবর ২০২৫: গত ১০ অক্টোবর ২০২৫ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বড়থলি সেনা ক্যাম্পে অনুষ্ঠিত এক সভায় এলাকার সকল পাড়া কারবারির সঙ্গে বৈঠক করা হয়। সভায় ক্যাম্প কর্তৃপক্ষ কয়েকটি নির্দেশনা প্রদান করে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সভায় আলোচিত ও সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হলো—
১। ক্যাম্পে কম দামে গরু বিক্রি করতে হবে এবং অন্যদের কাছেও প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করতে হবে।
২। প্রতি মাসে পালাক্রমে প্রত্যেক পাড়া থেকে ক্যাম্পে লাকড়ি (জ্বালানিকাঠ) সরবরাহ দিতে হবে।
৩। যে কোনো সবজি প্রতি কেজি ১০ টাকা দরে ক্যাম্পে বিক্রি করতে হবে।
৪। পালাক্রমে বিনা পারিশ্রমিকে ক্যাম্পে গিয়ে আগাছা পরিষ্কার ও ঘাস কাটতে হবে।
৫। ক্যাম্পের চারদিকে দুই মাস অন্তর বিনা পারিশ্রমিকে বাঁশ দিয়ে বেড়া দিতে হবে।
৬। ক্যাম্পের বাউন্ডারির বাইরে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, এসব নির্দেশনা স্থানীয়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। অনেকের মতে, সাম্প্রতিক এই বিধিনিষেধ স্থানীয় জনগণের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রায় নতুন ধরনের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছেন, বিষয়টি নিয়ে কারো সঙ্গে আলোচনা বা মতামত নেওয়া হয়নি, ফলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
তথ্যসূত্র: Indigenous Voice- CHT