Graphics Designer Naresh

Graphics Designer Naresh আমার পেইজে স্বাগতম। আমার পেইজে আদিবাসীদের ইতিহাস,সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি বিভিন্ন তথ্যবহুল সংবাদ,ফানি ভিডিও সহ ব্লগ ভিডিও দেখতে পাবেন।

30/09/2025

এই হলো পাহাড়ে সেটেলার বাঙ্গালিদের অবস্থা। পাহাড়ে সাম্প্রদায়িক হামলা করবে ধর্ষন, খুন,ডাকাতি করবে আর সেনাবাহিনীর সাথে তর্কও করে ধর্মের দোহায় দিয়ে সেনাবাহিনীদের ব্ল্যাকমেইল করে

29/09/2025

📣আল্লাহ আকবর স্লোগান দিয়ে সেটেলার বাঙ্গালি এবং সেনাবাহিনী মিলে আদিবাসীদের উপর গুইমারায় হামলা

29/09/2025
🕯️ “২০১২ সালের ২৯ সেপ্টেম্বর—রামুর কালো রাত। আগুনে ভস্মীভূত হয়েছিল শতাব্দীপ্রাচীন বৌদ্ধ ঐতিহ্য। ঘৃণা-হিংসা কিছুই রেখে যা...
29/09/2025

🕯️ “২০১২ সালের ২৯ সেপ্টেম্বর—রামুর কালো রাত। আগুনে ভস্মীভূত হয়েছিল শতাব্দীপ্রাচীন বৌদ্ধ ঐতিহ্য। ঘৃণা-হিংসা কিছুই রেখে যায় না, রেখে যায় শুধু অশ্রু আর বেদনা।”

28/09/2025

হাড্ডি কখনো গোস্ত হয়না
সেটেলার বাঙ্গালি কখনো বন্ধু হয়না।

27/09/2025

সমতলে সেনাবাহিনী যখন মাইর খায় সাধারণ জনগণের থেকে তখন সবাই সাধারণ জনগণের পক্ষ নেয়। তখন সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে। আর যখন পাহাড়ে সেনাবাহিনী ধর্ষকের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তাদের অপহরন, বাধা বিপত্তি দেয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী আর পাহাড়ে দেখা যায় প্রশাসন তথা সেনাবাহিনী ধর্ষকের পক্ষে। আর তাইতো এখানকার সাধারন জনগণের থেকে তাড়া খায় আর গালি খায়। এখানকার সেনাবাহিনী শুধুমাত্র বাঙ্গালি সেটেলারদের সেনাবাহিনী হতে পেরেছে আদিবাসী সহ সকল বাংলাদেশিদের সেনাবাহিনী হতে পারেনি। সমতলে যে সেনাবাহিনী গাড়িতে হামলা এবং ভাঙ্গচুর করে সেটেলার বাঙ্গালি সহ খাপ্পোরা চোখে দেখেনা। আর পাহাড়ে সেনাবাহিনী অন্যায় করবে ধর্ষকের পক্ষ নিবে অপহরন করবে এবং বাধা দিবে তাদের কিছু করলেই হয়ে যাই পাহাড়ি সন্ত্রাসী আজব এক দেশে বাস করি।

সেটেলার মুক্ত পাহাড় চাই✊
সেনাশাসন চাই না✊✊

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটন...
24/09/2025

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেটেলার বাঙ্গালি ধর্ষক শয়ন শীল (১৯)-কে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ আটক করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। সবাইকে শান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

#খাগড়াছড়ি

24/09/2025

মিডিয়ার শিরোনামে পাহাড়ি সন্ত্রাসী হলে বাঙালি ধর্ষক শিরোনাম কেনো নয়.....!!!

গতকালকে খাগড়াছড়ি সদরে তিনজন সেটলার বাঙালি দ্বারা ৭ম শ্রেণীর একজন কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে......

পাহাড়ে ধর্ষকের চাষ কারা করতেছে? প্রশাসন চুপ কেনো?

📌আমরা আদিবাসী কারণ—1. ইতিহাসগত কারণেপার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মণি...
23/09/2025

📌আমরা আদিবাসী কারণ—

1. ইতিহাসগত কারণে
পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মণিপুরি প্রভৃতি জাতিগোষ্ঠী বহু শতাব্দী ধরে বসবাস করছে। আমাদের পূর্বপুরুষেরা এই ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে সমাজ গড়ে তুলেছেন।

2. সংস্কৃতিগত কারণে
আমাদের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, গান, বাদ্যযন্ত্র, নৃত্য, আচার-অনুষ্ঠান — সবকিছুতেই এক স্বতন্ত্র আদিবাসী পরিচয় আছে।

3. ভৌগোলিক কারণে
আমরা যে এলাকায় থাকি— পার্বত্য অঞ্চল, সমতলের গ্রাম বা বনভূমি — সেগুলোতে বহু যুগ ধরে প্রাকৃতিক পরিবেশের সাথে মিলিয়ে জীবনধারা গড়ে উঠেছে।

4. আইন ও আন্তর্জাতিক স্বীকৃতিতে
জাতিসংঘ "Indigenous Peoples" বা আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। মূল কথা হলো, যারা ভূমির মূল বাসিন্দা, যাদের আলাদা সাংস্কৃতিক পরিচয় আছে, এবং যাদের সমাজ মূলধারার থেকে আলাদা— তারা আদিবাসী হিসেবে স্বীকৃত।

সুতরাং, আমরা আদিবাসী কারণ আমাদের ভূমি, ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও পরিচয় সেই সত্যকে প্রমাণ করে। 🌿

📌পাহাড়িদের কষ্ট বোঝো — এটা সত্যি। পাহাড়ে মানুষ চাষ করে, জুম রক্ষার জন্য রাত-দুপুর পাহারা দেয়, বনের হাতির ভয়ের মধ্যে দিন ...
22/09/2025

📌পাহাড়িদের কষ্ট বোঝো — এটা সত্যি। পাহাড়ে মানুষ চাষ করে, জুম রক্ষার জন্য রাত-দুপুর পাহারা দেয়, বনের হাতির ভয়ের মধ্যে দিন কাটে — তবু তাদের ফসল লড়াই করে ফলায়। তারপর সেই মালামাল বিক্রি করতে গিয়ে ঝিরি-আঁকাবাঁকা পথ, গহীন পাহাড় পেরিয়ে দুর্লীলা পথে চলে; তবু দাম পায় খুব কম।
আপনারা শহর থেকে এসেছেন — পাহাড়ের সবুজ, লীলাভূমির সৌন্দর্য উপভোগ করো। কিন্তু অন্যের জিনিস নিলে সেটা চুরি।
তুমি বললে পাহাড়িরা বেয়াদবি করছে — কিন্তু অন্যের জিনিস নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি নিজেরাই চোর পরিচয় দিচ্ছেন।
এমনও নয় যে পাহাড়িরা হাজার টাকা দাবি করেছে — মনের কষ্ট মিটাতে ২৫০ টাকার বদলে মুচুয়ালি সমাধান করে ১০০ টাকাই নিলে ছাড় পেতেন।
আপনি যদি অন্যের জিনিস চুরি করে নিয়ে যাও, তারা ক্ষতিপূরণ চাইলে সেটা বিভিন্নভাবে বলবে — কারণ পাহাড়িরা সহজ সরল, কিন্তু অন্যায় তারা মেনে নেয় না।
মনে রাখবেন: এখানে সবাই মানুষ, সম্মান দিন আর অন্যের সম্পদ নষ্ট করবেন না।

22/09/2025

𑄃𑄟𑄖𑄴𑄪𑄚𑄴 𑄞𑄌𑄴 𑄃𑄊𑄬,𑄦𑄧𑄢𑄧𑄇𑄴 𑄃𑄊𑄬 𑄃𑄢𑄧 𑄃𑄊𑄬 𑄃𑄟𑄢𑄴 𑄢𑄩𑄘𑄨𑄥𑄪𑄘𑄮𑄟𑄴 𑄃𑄳𑄦 𑄚𑄚𑄚𑄴 𑄝𑄝𑄧𑄘𑄧𑄢𑄴 𑄝𑄭𑄚𑄨 𑄉𑄧𑄢𑄨𑄝𑄢𑄴 𑄥𑄌𑄴 𑄛𑄮𑄏𑄇𑄴𑅁 𑄟𑄖𑄴𑄧𑄢𑄴 𑄈𑄪𑄛𑄴 𑄣𑄌𑄴 𑄉𑄧𑄢𑄬 𑄛𑄢 𑄎𑄖𑄴𑄪 𑄥𑄨𑄚𑄬𑄭 𑄞𑄝𑄨𑄠𑄬 𑄟𑄚𑄪𑄌𑄴 𑄝𑄬𑄘𑄬𑄢𑄴 𑄌𑄬𑄘𑄬𑄢𑄴𑅁 𑄟𑄖𑄴𑄧𑄢𑄴 𑄟𑄳𑄦 𑄞𑄌𑄴 𑄃𑄳𑄦 𑄦𑄧𑄢𑄧𑄇𑄴 𑄚𑄨𑄚𑄬𑄭 𑄞𑄝𑄨𑄠𑄬 𑄟𑄚𑄪𑄌𑄴 𑄚𑄧 𑄛𑄭𑅁😢

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Graphics Designer Naresh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Graphics Designer Naresh:

Share