World News Room 365

World News Room 365 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World News Room 365, News & Media Website, Rangamati.
(1)

দেশ ও বিদেশের ব্রেকিং নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, আবহাওয়া ও দূর্যোগ, বিনোদন, বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে ফলো দিয়ে রাখুন
www.facebook.com/wnewsroom365

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ই...
16/09/2025

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলার এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি। আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক নিয়ে ওই মতবিনিময়ের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওএফএর সভাপতি আবদুল্লাহ আল হাসান।

World News Room 365

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজন...
16/09/2025

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে যান তিনি।

তবে এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মনোয়ার হোসেন।

World News Room 365

স্থায়ীভাবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম জানায়, এই মর্যাদা তাদের আই...
16/09/2025

স্থায়ীভাবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম জানায়, এই মর্যাদা তাদের আইনে ‘অপরিবর্তনীয়’ভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যখন পরমাণু নিরস্ত্রকরণের দাবি তোলে, তখন উত্তর কোরিয়া তাকে ‘রাজনৈতিক উসকানি’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কোনো আইনি বা নৈতিক ক্ষমতা নেই উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ে হস্তক্ষেপ করার।

World News Room 365

তৈরি হলো ২০১৫ সালে, মুক্তি পাবে ২১১৫ সালে! 🤯 এক অদ্ভুত সিনেমার গল্প।২০১৫ সাল। পরিচালক রবার্ট রড্রিগেজ এবং অভিনেতা জন মাল...
16/09/2025

তৈরি হলো ২০১৫ সালে, মুক্তি পাবে ২১১৫ সালে! 🤯 এক অদ্ভুত সিনেমার গল্প।

২০১৫ সাল। পরিচালক রবার্ট রড্রিগেজ এবং অভিনেতা জন মালকোভিচ এমন একটি সিনেমা তৈরি করেছেন, যা আজকের পৃথিবীতে বেঁচে থাকা কোনো মানুষ হয়তো দেখে যেতে পারবে না। সিনেমাটির নাম '100 Years', এবং এটি মুক্তি পাবে ২১১৫ সালের ১৮ই নভেম্বর!

সিনেমাটি 'লুই থার্টিন কগনাক' (Louis XIII Cognac) কোম্পানির সাথে অংশীদারিত্বে তৈরি করা হয়েছে, যে পানীয়টি তৈরি হতেও ১০০ বছর সময় লাগে। সিনেমাটি এখন একটি হাই-টেক ভল্টে তালাবদ্ধ আছে, যা ঠিক ১০০ বছর পরই খুলবে। 🕰️

এর প্রিমিয়ারের জন্য মাত্র ১,০০০টি ধাতব টিকিট তৈরি করা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তর করা হবে।

এই সিনেমার কোনো ট্রেলার নেই, কোনো কাহিনী সংক্ষেপ নেই, এবং কোনো তথ্যও ফাঁস হয়নি। এটি সিনেমার ইতিহাসের অন্যতম এক রহস্য হয়ে থাকবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি এই শিল্পকর্মটি সম্পর্কে আপনার কী মনে হয়? 🤔

World News Room 365

রাঙ্গামাটি ফাউন্ডেশনে শিক্ষা সহায়তা/বৃত্তির আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।World News Roo...
16/09/2025

রাঙ্গামাটি ফাউন্ডেশনে শিক্ষা সহায়তা/বৃত্তির আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

World News Room 365

“জ্বলন্ত আগ্নেয়গিরির ভেতরে হাঙরের বসবাস! বিজ্ঞানীরাও স্তম্ভিত”ভাবুন তো—যেখানে লাভার তাপে সবকিছু ধ্বংস হয়ে যায়, সেখানে...
16/09/2025

“জ্বলন্ত আগ্নেয়গিরির ভেতরে হাঙরের বসবাস! বিজ্ঞানীরাও স্তম্ভিত”

ভাবুন তো—যেখানে লাভার তাপে সবকিছু ধ্বংস হয়ে যায়, সেখানে যদি হাঙরের মতো ভয়ংকর সামুদ্রিক প্রাণীকে দেখতে পাওয়া যায়, কেমন লাগবে?

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা সলোমন দ্বীপপুঞ্জের কভাচি নামের সক্রিয় সাবমেরিন আগ্নেয়গিরির ভেতরে হাঙর দেখতে পেয়েছেন। ক্যামেরায় ধরা পড়েছে হ্যামারহেড ও সিল্কি শার্ক—যারা গরম, অম্লীয় আর বিষাক্ত পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম।

🔥 বিস্ময়ের বিষয় হলো, এই জায়গার জলের তাপমাত্রা সাধারণ সমুদ্রের চেয়ে অনেক বেশি, অ্যাসিডের পরিমাণও ভয়াবহ। তবু হাঙররা নির্ভয়ে ঢুকে পড়ছে আগ্নেয়গিরির গহ্বরে।

বিজ্ঞানীরা এখনো বুঝে উঠতে পারেননি—কেন এই প্রাণীরা এমন মৃত্যুঝুঁকির জায়গায় যায়? খাবারের খোঁজে, নাকি লুকানোর জন্য? রহস্য আজও অমীমাংসিত।

World News Room 365

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভ...
16/09/2025

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদের প্রার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার তারিখ, সময়সূচি, পরিবর্তিত কেন্দ্র, আসনবিন্যাস ও নির্দেশাবলি

World News Room 365

World News Room 365
16/09/2025

World News Room 365

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্য্যন্ত যুবত...
16/09/2025

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্য্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তানধারন করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে।

হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় ৮৭,০০০। এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি। কয়েকশ বছর একই ভাবে চলছে। অনেকে এখানে ১৬৫ বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়।

কারও টিউমার হয়েছে বলে কেউ কখনও শোনেনি। এরা বেশী মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে ।নিজেদের উৎপন্ন করা শস্য ও সব্জি খায়। অল্প খায় ও হাঁটে বেশী, দিনে প্রায় ১৫ থেকে ২০ কিমি। যখন হাসে যেন মুক্তো ঝরে পরে।
তাদের জীবনযাত্রা দেখে মনে হয় যে প্রকৃতি ও স্বাস্থ্যসচেতন জীবনযাপন দীর্ঘায়ু অর্জনের এক মূল্যবান চাবিকাঠি হতে পারে।
পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল।পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিলো। এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তরপূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণপূর্বে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত।

World News Room 365

👉 মহাকাশ নিয়ে মজার কিছু তথ্য 1. মহাকাশ পুরোপুরি নীরব – সেখানে কোনো বায়ু নেই, তাই শব্দ ছড়াতে পারে না।2. সূর্য থেকে আলো পৃ...
16/09/2025

👉 মহাকাশ নিয়ে মজার কিছু তথ্য

1. মহাকাশ পুরোপুরি নীরব – সেখানে কোনো বায়ু নেই, তাই শব্দ ছড়াতে পারে না।

2. সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ড লাগে।

3. ব্ল্যাক হোলের কাছে সময় ধীরে চলে – কেউ যদি ব্ল্যাক হোলের কাছে যায় তবে তার জন্য সময় অনেক ধীরে কেটে যাবে, অথচ দূরে থাকা মানুষের কাছে অনেক বছর কেটে যাবে।

4. শুক্র গ্রহে (Venus) একদিন এক বছরের থেকেও লম্বা – অর্থাৎ শুক্র একবার ঘুরতে যত সময় নেয়, সূর্যকে প্রদক্ষিণ করতে তার থেকেও কম সময় নেয়।

5. মহাবিশ্বে তারার সংখ্যা পৃথিবীর বালুকণার থেকেও বেশি 🌠।

6. প্লুটোকে "বামন গ্রহ" বলা হয়, কিন্তু সেটির পাঁচটি উপগ্রহ আছে!

7. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) প্রতি ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিমি গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, দিনে প্রায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পায় নভোচারীরা।

World News Room 365

অসাধারণ এক অগ্রগতিতে, বিজ্ঞানীরা অন্ত্রের ব্যাকটেরিয়াকে এমনভাবে তৈরি করেছেন, যা শরীরের ভেতরেই নিরাপদে কিডনির পাথর গলিয়ে ...
15/09/2025

অসাধারণ এক অগ্রগতিতে, বিজ্ঞানীরা অন্ত্রের ব্যাকটেরিয়াকে এমনভাবে তৈরি করেছেন, যা শরীরের ভেতরেই নিরাপদে কিডনির পাথর গলিয়ে ফেলতে সক্ষম। এর ফলে একটি ব্যথাদায়ক ও সাধারণ রোগের জন্য তৈরি হতে পারে অ-সার্জিকাল সমাধান। কিডনির পাথর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভোগায়, যা প্রায়ই তীব্র যন্ত্রণা, প্রস্রাবের জটিলতা এবং ব্যয়বহুল চিকিৎসা প্রক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই নতুন উদ্ভাবন সরাসরি পাথরের উৎসকে টার্গেট করে চিকিৎসার পদ্ধতিকে পাল্টে দিতে পারে।

গবেষকরা প্রাকৃতিকভাবে বিদ্যমান অন্ত্রের ব্যাকটেরিয়াকে এমনভাবে পরিবর্তন করেছেন যাতে তারা বিশেষ এনজাইম উৎপন্ন করে, যা কিডনির পাথর তৈরি করা খনিজগুলোকে গলিয়ে দেয়। হজম প্রক্রিয়ার মধ্যে এ ব্যাকটেরিয়া প্রবেশ করালে তারা শরীরের সাথে নিরাপদে কাজ করে, বিদ্যমান পাথর ভেঙে ফেলে এবং নতুন পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে। প্রাথমিক ল্যাবরেটরি গবেষণায় আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে, যেখানে এর কার্যকারিতা এবং নিরাপত্তা দুটোই প্রমাণিত হয়েছে।

এই উন্নয়ন মাইক্রোবায়োম-ভিত্তিক চিকিৎসার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াকেই কাজে লাগিয়ে রোগের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে। সার্জারি বা শক্তিশালী ওষুধের বিপরীতে, অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যবহার করে কিডনির পাথর ভাঙা একটি ন্যূনতম হস্তক্ষেপমূলক পদ্ধতি, যা দ্রুত সুস্থ হওয়ার সময় এবং দীর্ঘমেয়াদি জটিলতা দুটোই কমিয়ে আনতে পারে।

বিশেষজ্ঞদের বিশ্বাস, এই অগ্রগতি বিশ্বব্যাপী রোগীদের জন্য সহজলভ্য, নিরাপদ ও অত্যন্ত কার্যকর চিকিৎসার পথ তৈরি করবে, যা কিডনি-স্বাস্থ্য ও রোগ প্রতিরোধের ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে।

World News Room 365

পৃথিবীর এমন একটি নদী, যেটি পাঁচ রঙে জ্বলে ওঠে!😮🌈কলম্বিয়ার ছোট্ট শহর লা মাকারেনার কাছে রয়েছে এক আশ্চর্য নদী—ক্যানো ক্রি...
15/09/2025

পৃথিবীর এমন একটি নদী, যেটি পাঁচ রঙে জ্বলে ওঠে!😮🌈

কলম্বিয়ার ছোট্ট শহর লা মাকারেনার কাছে রয়েছে এক আশ্চর্য নদী—ক্যানো ক্রিস্টালেস (Caño Cristales)। একে বলা হয় River of Five Colors বা Liquid Rainbow।বছরের বেশিরভাগ সময় এই নদী সাধারণ অন্যসব নদীর মতোই দেখতে। কিন্তু বর্ষাকাল শেষে সূর্যের আলো যখন ঠিকমতো পানির তলায় পড়ে, তখন নদীর শ্যাওলা Macarenia clavigera লাল, হলুদ, সবুজ, নীল আর কালো রঙে ঝলমল করতে শুরু করে। ফলে মনে হয় নদী যেন কোনো চিত্রশিল্পীর রঙিন তুলি দিয়ে আঁকা হয়েছে! দূর থেকে পুরো জায়গাটা এক স্বপ্নের মতন দেখায়। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে আর কোথাও প্রকৃতির এমন বর্ণিল নদীর দেখা মেলে না। এ কারণে ক্যানো ক্রিস্টালেসকে বলা হয় “প্রকৃতির সবচেয়ে সুন্দর নদী”।

যারা একবার নিজের চোখে এই নদী দেখেছেন, তারা বলেন—এ অভিজ্ঞতা ভাষায় বোঝানো যায় না।

World News Room 365

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when World News Room 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share