It's a personal vlog. I like to memories all things what i do. For this why i have open this page. if i get time so i like to memories by this page. Thank you all.
I hope all of you like this photos, Videos & i everything.
11/07/2025
মিনি কাশ্মীর দেখে আসলাম
04/07/2025
আজকে কুশল কর্মের হেতু ছিল গুণীজনকে শ্রদ্ধা করে পূজা করা। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সপ্তম সংঘরাজ সদ্বর্মকীর্তি ভদন্ত অভয়তিষ্য মহাথেরো এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি কর্মবীর ভদন্ত জ্ঞানপাল মহাথেরোর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিস্মারণ এবং মহতী পূণ্য অনুষ্ঠানের উপস্থিত হতে পেরে খুবই পূণ্যবান এবং পুলকিত বোধ করছি। অনেক জ্ঞানী আলোচনা হয়েছে যা না যাওয়া হলে অংশীজন হতে পারতাম না।
অত্যন্ত সুন্দর এবং পুণ্যতার সাথে দিনটা শুরু করে কেটে দিলাম। এই সকল কুশল কর্ম সম্পাদন করার সুযোগ প্রদানের জন্য বাঁশখালী কেন্দ্রীয় চৈত্য বিহারাধক্ষ্য কর্মবীর শ্রীমৎ দেবমিত্র মহাস্থবির ভান্তের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারার ভাষা নেই। উনি যেভাবে এই ক্ষুদ্র একজন উপাসককে মনে রেখে উনার বিহারে আমন্ত্রিত করেন না গিয়ে উপায় নেই। উনার মাধ্যমেই কুশল কর্মের সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি।
ক্ষেতে সময় দিলাম কিছুক্ষণ। পরিশ্রম বৃথা যায়নি। আরো কিছু সবজির বীজ দেয়া লাগবে, এইটা আমার পরীক্ষা মূলক পারিবারিক সবজি বাগান। নিজের চাহিদা নিজে মেটানো যায় এই আরকি।
Be the first to know and let us send you an email when Rijeng's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.