Dipon Chakma

Dipon Chakma I'm Dipon Chakma
(1)

28/11/2023

শক্তি দাও বিধাতা,অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয়।কষ্ট আর বুঝিনা,স্বপ্নটা বাঁচিয়ে রেখে যে।

06/11/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/10/2023

Dushor somoy covered by Dipon Chakma

19/10/2023

কালকে দূঃখ বিলাস গানটা আপলোড করেছি।একটু আগে দেখি ভিডিও টি ডিলিট হয়ে গেছে🥹😌কি কারণে ডিলিট হয়ে গেছে জানিনা।তাই আবার আপলোড করতে হলো🥹

🙏🙏🙏
12/10/2023

🙏🙏🙏

লোভ করে কথা বললে পাপ হয়। হিংসা করে কথা বললে পাপ হয়। অজ্ঞান করে কথা বললে পাপ হয়।
তোমরা লোভ-হিংসা-অজ্ঞানের ঊর্ধ্বে অবস্থান কর। ক্ষুদ্র পাপকেও অবহেলা করবে না। হিংসা ক্রোধের বশীভূত হয়ে কাউকে অমঙ্গল কামনা করবে না। মৈত্রীসহগত চিত্তে সর্বদা অবস্থান কর। এর সুফল অবশ্যই তুমি পাবে। - পূজ্য বনভন্তে।

#পূজ্য_বনভন্তে

🙏🙏🙏
03/10/2023

🙏🙏🙏

পরম পূজ্য বনভান্তের ধর্মদেশনা! 📖
-------------------------
তোমরা জয়যুক্ত হবার কাজ কর, পরাজিত হবার কাজ করবে না।
কি কাজের দ্বারা জয়যুক্ত হবে? পুণ্যকর্ম সম্পাদনের দ্বারা জয়যুক্ত হওয়া যায় আর পাপকর্ম সম্পাদন করলে পরাজিত হতে হয়। বর্তমানে তোমরা পুণ্যকর্ম সম্পাদন না করে পাপকর্ম সম্পাদন করতেছ বলে দিন দিন রসাতলে তলিয়ে যাচ্ছ, পরাজিত হচ্ছো।

গৃহীদের জন্য কুশলকর্ম হল দান, শীল, ভাবনা। দান অর্থ ত্যাগ করা; যেকোনো জিনিস নিঃস্বার্থভাবে নির্লোভ চিত্তে ত্যাগ করার নাম হল দান।

তবে আত্মপ্রশংসা করত অপরকে নিন্দা, অবজ্ঞা, তুচ্ছ করে দান করতে নেই। দান করার সময় কোনো প্রকার অহঙ্কার করা বিধেয় নয়। অহঙ্কারের সহিত দান করলে তা হীন দান বলে অভিহিত হয়। কিভাবে দান করতে হয় জান? ‘এই দানের ফলে বিশ্বের সকল প্রাণী সুখী, দুঃখ থেকে মুক্ত হোক’ এরূপ বলে সকল প্রাণীর প্রতি মঙ্গল, সুখ কামনা করে দান করতে হয়।

শীল বলতে সৎ আচরণ এবং চিত্তে সংযমতা রক্ষা ও পাপ বিরতি বুঝায়। শীল চিত্তের দোষগুলো (দুঃশীলতা আচরণ) হনন করে। শীল প্রতিপালন করলে ভোগ-সম্পত্তি বৃদ্ধি পায়; ইহকাল-পরকালে সুখ, শান্তি লাভ হয়। শীলবান ব্যক্তিরা কখনো মৃত্যুকালে মূর্ছাপ্রাপ্ত হয় না, সুখেই মৃত্যু হয়। আর মৃত্যুর পরে অবশ্যই মনুষ্য সম্পত্তি, দিব্য সম্পত্তি লাভ হয়ে থাকে। অন্যদিকে, শীলপালনের দ্বারা নির্বাণ সুখও উপলব্ধি হয়। এগুলো শীলপালনের প্রত্যক্ষ ফল।

তাই তোমরা পঞ্চশীল পালন করতে তৎপর থাক। প্রাণিহত্যা করবে না; চুরি-ডাকাতি-চাঁদাবাজি-মাস্তানী করবে না; ব্যভিচারে রত হবে না; মিথ্যা-কটু-ভেদ-বৃথা বাক্যালাপ করবে না; মদ-গাঁজা-আফিং-হেরোইন সহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্যাদি সেবন করবে না। এই পঞ্চশীল পরিশুদ্ধভাবে পালন করলে ইহকালেও সুখ লাভ হয়। শীল প্রতিপালনের মাধ্যমেই তোমাদের সুখ শান্তি লাভ হবে। সুখ শান্তি, উন্নতি, শ্রীবৃদ্ধি লাভের জন্য শীল প্রতিপালনের কোনো বিকল্প নেই।

ভাবনা হল জ্ঞান উৎপাদক চিন্তা। বিশ্বের সকল প্রাণীর প্রতি মঙ্গল কামনায় মৈত্রী ভাবনা। শত্রু-মিত্রের ভেদাভেদ না করে সকলের প্রতি ক্ষমাশীল হয়ে অবস্থান করা এগুলো হল মৈত্রী ভাবনা। মৈত্রী ভাবনা দ্বারা সর্বদা পুণ্য বৃদ্ধি পায়।

মৈত্রী ভাবনাকারীরা মনুষ্য-অমনুষ্য সকলের প্রিয়ভাজন হয়; দেবতাগণ তাদেরকে আপদ-বিপদ কালে রক্ষা করে থাকে। এইভাবে দান, শীল, ভাবনা অনুশীলন করতে পারলে তোমাদের কখনো পরিহানি, অবনতি ঘটবে না। বরঞ্চ সবসময় উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ, শান্তিই লাভ হবে।।

╰┈➤ ❝ [ আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা ] ❞

---সাধু সাধু সাধু---

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
23/09/2023

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

অনেক দিন ধরে জ্বর আর সর্দি কাশির সাথে লড়াই করতেছি।জ্বর টা মোটামুটি ভালো হয়ছে,কিন্তু কাশি টা একদম ভালো হচ্ছে না,আঠার মতো ...
31/08/2023

অনেক দিন ধরে জ্বর আর সর্দি কাশির সাথে লড়াই করতেছি।জ্বর টা মোটামুটি ভালো হয়ছে,কিন্তু কাশি টা একদম ভালো হচ্ছে না,আঠার মতো লেগে আছে😌তাই অনেক দিন হলো নিয়মিত গানও আপলোড করতে পারছিনা।সবাই প্রার্থনা করবেন তাড়াতাড়ি যাতে কাশি টা ভালো হয়।🙏🙏🙏

20/08/2023

I gained 123 followers, created 12 posts and received 852 reactions from May to August! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Dragon king👑👑👑
10/08/2023

Dragon king👑👑👑

🙏🙏🙏
08/08/2023

🙏🙏🙏

#কুম্ভঘোষক নামে রাজগৃহে এক ধনী গৃহস্থ ছিলেন। পিতৃমাতৃহীন কুম্ভঘোষক বিপুল সম্পত্তির অধিকারী হয়েও বিলাস ব্যসনে মত্ত হন নি। তিনি #সৎভাবে থেকে কঠিন পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করতেন। কুম্ভঘোষককে শ্রেষ্ঠী উপাধি দিয়ে রাজা বিম্বিসার তাঁর সৎ জীবনযাত্রা আর শ্রমের মর্যাদাকে পুরস্কৃত করলেন, এমন কি নিজের কন্যাকেও তাঁর হাতে সম্প্রদান করলেন। তারপর একদিন বিম্বিসার কন্যা-জামাতাকে বুদ্ধের কাছে নিয়ে গেলেন এবং তাঁদের সব কথা বললেন। শুনে বুদ্ধ পরিশ্রমী আর উদ্যোগী ব্যক্তিদের প্রশংসা করে এই গাথাটি বললেনঃ____

"উট্ঠানবতো সতিমতো
সুচিকম্মস্স নিসম্মকারিনা
সঞ্ঞতস্স চ ধম্মজীবিনো
অপ্পমত্তস্স যসো'ভিবড্ঢতি"।। ২৪

#অনুবাদঃ যিনি উৎসাহশীল, স্মৃতিমান ও সুবিবেচক, যিনি সংযতেন্দ্রিয়, ধর্মপরায়ণ ও উদ্যমশীল তাঁর যশ ক্রমশই বর্ধিত হয়।

#ব্যাখ্যাঃ- মানুষের জীবন এক বিরাট কর্মক্ষেত্র। এখানে যে কর্মহীন হয়ে কালযাপন করে তার জীবন অর্থহীন, #আলস্যে আরামে যে মগ্ন থাকে তার #মনুষ্য_জন্মই বৃথা। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা ইন্দ্রিয়সমূহ সংযত করে অনাসক্ত থেকে কর্ম করেন, তিনিই বিশিষ্ট হন, সর্বজনের প্রশংসা অর্জন করেন। গীতায় বলা হয়েছে:-

যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেহর্জুন।
কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগমসক্তঃ স বিশিষ্যতে।।
গীতা, ৩।৭

#খুদ্দক_নিকাযে___ধম্মপদ

24/07/2023

গুরু জেমসের 'মা' গানটি গেয়ে মাঝে মাঝে মাকে মিস করি।সেই অনেক দিন হলো মা আমাদের রেখে আকাশের তারা হয়ে গেছে। মাাা!!!❤️

🥹
11/07/2023

🥹

Childhood 🥺🤍

27/06/2023

Song:Hariye jao||Arbovirus||coverd by Di pon Dipon Chakma


jao

অজানা গন্তব্যে,
20/06/2023

অজানা গন্তব্যে,

🙏🙏🙏
11/06/2023

🙏🙏🙏

শ্রদ্ধেয় আর্য্যশ্রী ভান্তের অভিজ্ঞতা

একটি কলমকে ভিত্তি করে শ্রদ্ধেয় আর্য্যশ্রী ভান্তের জীবনে এই ঘটনাটি ঘটেছিল। উনি বর্তমানে শ্রীকুন্তীমা-ছড়া এলাকায় জঙ্গলের কুটিরে সাত-আট বছর যাবৎ ধুতাঙ্গব্রত পালন । শ্রদ্ধেয় আর্য্যশ্রী ভান্তে তার জীবনে ঘটে যাওয়া বিরল ঘটনাটি আমাদের কয়েকজনের সামনে এভাবে কৌতুহলীভরা কন্ঠে তুলে ধরেছিলেন । এবার শুনুন নিন্মে উল্লেখিত বিস্তারিত সেই আশ্চর্যজনক বিরল ঘটনাটি—

“আমি তখন সবে মাত্র কয়েক বর্ষা ভিক্ষু ছিলাম। তখন বনভান্তের দেশে-বিদেশে চারিদিকে সর্বত্রই জয়জয়কার। থাইল্যান্ড, শ্রীলংকা, বার্মা, থেকে প্রায়ই বিদেশী পুণার্থী আসত বনভান্তেকে দান এবং একবার প্রাণভরে মহাপুরুষ বনভান্তেকে দর্শন করার জন্য। শুক্রবারে ছুটির দিনে বনভান্তের আবাসস্থল রাজবন বিহারে বেশিরভাগ সরকারী চাকরিজীবিরা ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি বিভিন্ন জায়গা থেকে ছুটে আসত মহাপুরুষ বনভান্তেকে একপলক দর্শন লাভের জন্য। শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে আসা বৌদ্ধ-পুণ্যার্থীদের ভীড়ে রাজবন বিহার কমপ্লেক্স প্রাঙ্গন হয়ে যেত লোক-লোকারণ্যে। পুণ্যাথীরা তখন দেশ-বিদেশ থেকে সাধ্যমত ভিক্ষুদের প্রয়োজনীয় দানীয় সামগ্রী কিনে এনে মনেপ্রাণে শ্রদ্ধেয় বনভান্তকে দান করতেন। সেই দানে রাজবন বিহারে দু'তিনশো ভিক্ষু-শ্রামণ অনায়াশে নিজেদের প্রয়োজন মেটাতো। এমন আর্শ্চায হতে হয় যে, প্রতি শুক্রবারে বৃষ্টির মত দানীয় সামগ্রী দিয়ে দু'এক ঘন্টার মধ্যে বিহারের বড় স্টোরটি ভরে যেতো—এমনই ছিল বনভান্তের নদীর স্রোতের মত দান পারমী। সে সময়ে আমিও (আর্য্যশ্রী ভান্তে) রাজবন বিহারে অবস্থান করছিলাম। আবাসিক ভিক্ষুদের সাথে বনভান্তের ছায়ায় দিনকাল মোটামুটি ভালই যাচ্ছিল। তখন আমার একটি বিদেশী কলম ছিল। এবং কলমটিও আমার খবুই প্রিয় ছিল, সেটি যেন অঙ্গসম সম্পত্তি হিসেবে যত্নে রক্ষা করতাম। কলমটি দিয়ে আমি নানা গুরুত্বপূর্ণ ধর্ম রাজবন বিহারে বিনয় বিষয়ক আমার ডাইরিতে লিখে রাখতাম। কলমটি যেমন সুন্দর তেমনি লিখতেও বেশ যথেষ্ট আরামদায়ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই প্রিয় কলমটি হারিয়ে ফেলি। প্রিয় জিনিসটির প্রতি প্রতিটি মানুষের যথেষ্ট অনুরাগ থাকে, টান থাকে। সেই প্রিয় জিনিসটি যদি কোথায়ও হারিয়ে যায় তখন জিনিসটির প্রতি টান বা আকর্ষণ থাকার ধরুন হারানো বেদনায় অনেক কষ্ট পেতে হয়। সেটি ভুলে যেতেও অনেক সময় লাগে। বারবার উঠতে, বসতে, শুতে চোখে ভেসে ওঠে সেই জীনিসটির কথা। তদ্রুপ আমি ভিক্ষু হলেও কিন্তু কলমটির প্রতি আমার যথেষ্ট আকর্ষণ ছিল বিধায় কলমটি হারিয়ে একটু কষ্ট হয়েছিল। কয়েকবার পকেটে, রুমে, গোসল খানায়, পথে, বিছানায় যেখানে সন্দেহ হয়েছে সবখানে খুঁজে বেড়িয়েছি কিন্তু কোথাও খুঁজে পায়নি। কলমটি অন্যজনের কাছে সামান্য হলেও আমার কাছে সেটি অসামান্য হয়ে আসন গ্রহণ করেছিল । কলমটি যে হারিয়েছি তা আমি তখন কোন ভিক্ষুকে বলি নি। বলার প্রয়োজনবোধও মনে করিনি। শুধু নিজের কাছে গোপন রেখে মনে মনে খুঁজেছি। কোথাও যখন খুঁজে পেলাম না, তখন ঠিক এরকম কলম স্টোরে আছে কিনা বেশ কয়েক বার খুঁজেছি কিন্তু প্রত্যেকবারই রিক্ত হস্তে ফিরে এসেছি। যখন ঘরে-বাহিরে, স্টোরে খুঁজে পেলাম না তখন কি আর করা! কেউ যদি বনভান্তকে এই রকম কলম ভবিষ্যতে দান করে তখন বনভান্তের কাছে চেয়ে নেবো। এভাবে নিজেকে কোনোরকমভাবে সান্তনা দিয়ে নিজেকে বুঝালাম।

কিন্তু মনতো নাছোড়বান্দা, শতকরা ৫০% ভুলে যেতে পারেননি তার সেই প্রিয় কলমটির কথা। রয়ে গেছে না পাওয়া আখাঙ্খিত প্রিয় বস্তুটির প্রতি একটু-আধটু আকর্ষণ। প্রিয় কলমটির হারানোর বেদনা মনে কিছুটা হোক রেশতো আছেই। এই রেশ কাটিয়ে উঠতে না উঠতে একদিন বিকালে বনভান্তকে বনভান্তের বাসভবনে বন্দনা করতে গেলাম। গিয়ে দেখি বনভান্তে একাকি বড় চেয়ারে নিরবে বসে আছেন। সামনে আছে একটি কারুকার্য খচিত টেবিল। টেবিলের উপর আছে বনভান্তের নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রাদি। এর মধ্যে আছে দেশী-বিদেশীভরা একটি কলমদানি।

আমি পূজ্য বনভান্তেকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। পূজ্য বনভান্তের জীবদ্দশায় তাঁকে সেবা করে অনেক পুণ্য সঞ্চয় করেছি। সেহেতু বনভান্তে আমাকে ভাল করে চিনতেন। কাছে গিয়ে আমি যখন বনভান্তের পা ছুয়ে বন্দনা করা সমাপ্ত করে চলে যাবার জন্য উদ্যত হলাম তখন সেই মূহুর্তে পূজ্য বনভান্তে বলে উঠলেন, "থাক, এখন যেও না"। আমিও হাত জোড় করে পূজ্য বনভান্তে কি বলেন তারজন্য অপেক্ষা করলাম। তখন দেখলাম, বনভান্তে টেবিলের কলমদানিটি হাত বাড়িয়ে টেবিলের উপর সব কলমগুলো ঢাললেন এবং আমি যে কলমটি হারিয়েছি ঠিক সেরকম একটি নতুন কলম বাছায় করে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন—"ধর, এই কলম্মলৈ লিগিচ্ছৈ বুজো" (“ধর, এই কলমটি দিয়ে লিখো কেমন”) আমি আশ্চর্য হয়ে “হ্যাঁ ভান্তে,” বলে শ্রদ্ধার সাথে কলমটি গ্রহণ করলাম। তৎ মূহূর্তে পূজ্য বনভান্তের প্রতি আমার শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, গুরুভক্তিতে আমার মন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কলম হারানো বিষয়টি আমি কোন ভিক্ষুকে তখনও শেয়ার করি নি। পূজ্য বনভান্তেকে বলাতো দূর। আমরা প্রত্যেকে পূজ্য বনভান্তের কাছে যেতে রীতিমতো ভয় করি শ্রদ্ধায়, তেজস্বিতায় কারণে। বিষয়টি শুধু আমার নিজের মনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পূজ্য বনভান্তে নিশ্চয়ই আমার চিত্ত বিচরণ করে, আমার মনের বিষয় জ্ঞাত হয়ে আমার হারানো প্রিয় কলমটি অনেকগুলো কলম থেকে বাছাই করে ঠিক একই রকম একটি নতুন কলম আমার হাতে দিলেন। শুধু অন্যজনের ঘটে যাওয়া এরূপ বিরল ঘটনা শুনে এসেছি, কিন্তু এখন স্বয়ং আমার জীবনেই এরকম ঘটনা ঘটল। অন্যদের মত আমিও বনভান্তের অলৌকিক ক্ষমতার প্রমাণ পেলাম।

এটাই বলে বৌদ্ধদৃষ্টিতে চিত্তবিচরণ জ্ঞান। এটা আমি যতবার স্মরণ করি, ততবারই আমার মন পূজ্য বনভান্তের প্রতি শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয় এবং বিশ্বাস আরো বলবতী হয়ে ওঠে।

“সবার ধর্মজ্ঞান, ধর্মচক্ষু উদয় হোক,
বুদ্ধ শাসন দীর্ঘজীবি হোক।”

সাধু সাধু সাধু

লিখেছেন : P H Bhante

আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে,আমার গান গাওয়ার ইচ্ছা শক্তি আরও বেশি করে  বাড়বে।😊তাই এই পোস্ট টা যদি ৩০০+ শেয়ার হয়, তা...
30/05/2023

আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে,আমার গান গাওয়ার ইচ্ছা শক্তি আরও বেশি করে বাড়বে।😊তাই এই পোস্ট টা যদি ৩০০+ শেয়ার হয়, তাহলে লাইভে এসে আপনাদেরকে গান শুনানোর চেষ্টা করবো।🥰🥰

23/05/2023

Vikings:Opekkha
চার্জ না থাকার কারণে গানের শেষ অংশটা শেষ করতে পারি নাই। 🥹সর্দি,কাশি,গলা ব্যথা,তবুও গান গাওয়ার ইচ্ছে হলে কষ্ট হলেও গান করি🙂







17/05/2023

Song:sobon

Video click:Pranto chakma
ভিডিও লিংক:https://youtu.be/7_AE0ZobXWY
Vocal:di pon Dipon Chakma
Lyrics &Tune:Basuki


পূর্ণিমার চাঁদ,গাছ আর মেঘের আড়ালে লুকায়িত☁️☁️🌳🌕🌔🌓🌜🌚
05/05/2023

পূর্ণিমার চাঁদ,গাছ আর মেঘের আড়ালে লুকায়িত☁️☁️🌳🌕🌔🌓🌜🌚

সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা🙏🙏🙏❤️❤️❤️
04/05/2023

সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা🙏🙏🙏❤️❤️❤️

28/04/2023

ক্ষুদ্র প্রচেষ্টায় স্রোতস্বিনি🫰🫰

Video click:Pranto Chakma
sound It's not good so ignored my mistake



#& pon Dipon Chakma

10/04/2023

বিজু উপলক্ষে আয়োজিত বিজু কনসার্ট
স্থান: ভেদভেদি
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান||সেই তুমি||♪♪♪♪
ভিডিও: Kor Nal❤️

08/04/2023

Wow..😊

Jokon koci chilam😁
29/03/2023

Jokon koci chilam😁

28/03/2023
22/03/2023

প্রিয় একটি গান
Chakma

18/03/2023

আর্টসেলের অনিকেত প্রান্তর চেষ্টা করে দেখলাম।।

17/02/2023

ফ্যান্টাসি কিংডম এ কাটানো পুরো মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।অনেক মজা করছি,আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আপনারাও পুরো ভিডিও দেখেন। Let's go & enjoy this video...🤗🤘

Fantasy kingdom's celebrated with all staff😊
16/02/2023

Fantasy kingdom's celebrated with all staff😊

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipon Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipon Chakma:

Videos

Share