
13/01/2025
👉আজ আমি অনেক খুশি হয়েছি, কারন আমার বড় ছেলে পূর্ণ কুমার চাকমা ০৪ মাস ইংলিশ কোর্স এ সার্টিফিকেট পেয়েছে। কোর্স শেষ করে আবার নতুন করে অ্যাডভান্স ইংলিশ কোর্স এ ভর্তি করে দিয়েছি, তার কারণ বর্তমানে ইংরেজি ছাড়া কোন বিকল্প নেই। এসএসসি পাস করার পর আমার প্রথম টার্গেট আছে নদেরদেম কলেজ। ভগবান যেন আমার মনের আশা পূরণ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আগামীতে ভালো রেজাল্ট করতে পারে মতো। ধন্যবাদ সবাইকে
👉SELC Spoken English
https://www.facebook.com/selcspokenenglish?mibextid=ZbWKwL