Voice Of Rangamati.Com

Voice Of Rangamati.Com সত্যের পথে পাহাড়ের সঙ্গে

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের অভিযানে বিদেশী সিগারেট ও ট্রাক জব্দ‎‎মোঃ আসিফ ইসলাম সাইফ, ‎বাঘাইছড়ি প্রতিনিধিVoice Of Rangamat...
22/11/2025

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের অভিযানে বিদেশী সিগারেট ও ট্রাক জব্দ

‎মোঃ আসিফ ইসলাম সাইফ, ‎বাঘাইছড়ি প্রতিনিধি

Voice Of Rangamati.Com Voice Of Rangamati

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎গতকাল ২১ নভেম্বর রাত সাড়ে ৮ ঘটিকায়, মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ও ট্রাকচালক দ্রুত গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে চালক/চোরাকারবারীদের আটক করতে না পারলেও ট্রাকে ফেলে যাওয়া ১৪৫ কার্টুন বিদেশী ব্যান্ডের “ESSE Lights” সিগারেট (মোট ১৪৫০ প্যাকেট) এবং একটি ট্রাক (ঢাকা মেট্রো–১৫–৯৩৮২) জব্দ করে। জব্দকৃত মালামাল ও ট্রাকের মোট মূল্য ২৮,৩৫,০০০ টাকা।

‎এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)–এর সম্মানিত জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করায় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, চোরাচালান দমনে আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে।

23/10/2025
21/10/2025

বাঘাইছড়ির আমতলীতে পাহাড়ি সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ নাগরিক পরিষদের তীব্র নিন্দা।

Voice of Rangamati
#রাঙ্গামাটি #পার্বত্য_চট্টগ্রাম

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে জজ মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে এবং প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো এলাকায়
আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় —

“পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।

বিবৃতিতে আরও বলা হয়, আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার জনগণকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। তবে সন্ত্রাসীরা যদি পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে তার জবাব “অত্যন্ত কঠিনভাবে” দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, “যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, যেন খাগড়াছড়ির মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাঘাইছড়িতে তৈরি না হয়।”

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা

21/10/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের আংশিক কমিটি ঘোষণা।

Voice of Rangamati

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদনে “পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়” শাখার আগামী এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. জহিরুল ইসলাম (বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা, জেলা: রাঙ্গামাটি) কে সভাপতি এবং এফ এইচ ফাহিম (বিভাগ: রসায়ন, জেলা: রাঙ্গামাটি) কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকের হোসেন শাহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ একটি অসম্প্রদায়িক ও সহযোগিতামূলক সংগঠন, যা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের অধিকার, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

21/10/2025

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ‘গোলাপি হাতি শাবকের’ মর্মান্তিক মৃত্যু।

মো: ইসমাইল গাজী, বরকল প্রতিনিধি,
Voice of Rangamati

রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়িতে দেখা পাওয়া সেই ‘বিরল গোলাপি’ হাতি শাবকটি মারা গেছে।

বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মারা যায় আনুমানিক ছয় মাস বয়সি শাবকটি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ ।

সোমবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা বন বিভাগের। যদিও হাতি শাবকটির মায়ের উপস্থিতির কারণে মঙ্গলবার রাতে এ প্রতিবেদন পর্যন্ত লেখা পর্যন্ত হাতি শাবকটি উদ্ধার করা যায়নি।

মো. রফিকুজ্জামান শাহ বলেন, “সম্ভবত সোমবার রাতে বন্যহাতির শাবকটি ছেঁচড়া খেয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে মারা যায়। মঙ্গলবার সকালে আমরা ঘটনাটি জানার পরই সেখানে গিয়েছি।

“দিনভর সেখানেই ছিলাম, হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। কারণ হাতি শাবকটির পাশেই টিলাতেই মা হাতিটি দিনভর দাঁড়িয়ে ছিল। হাতি শাবকটির কাছে গেলেই মা হাতিটি তেড়ে আসে।”

ডিএফও আরও বলেন, “আমরা আগামীকালও (বুধবার) আবার হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা চালাব। এরপর ভেটেরিনারী সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ”

উত্তর বন বিভাগের অধীনের দুর্গম পাহাড়ি বরুনাছড়ি এলাকায় মোট ১৩-১৪টি হাতি ও শাবক রয়েছে। গত ১৩ জুন এখনকার একটি হাতির দলের ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা ও ইআরটি সদস্য (এলিফ্যান্ড রেসপন্স টিম) মো. জাহাঙ্গীর।

ভিডিওতে সেখানে একদল হাতিকে পানিতে সাঁতরাতে দেখা যায়। হাতির ওই দলে দেখা মেলেগোলাপি রংয়ের এক শাবকের।ওই দলে মোট আটটি হাতি ছিল, যার মধ্যে পাঁচটি পূর্ণ বয়সী, একটি কিশোর, দুটি শাবক। সবচেয়ে ছোট শাবকটি ছিল ‘গোলাপি রংয়ের’।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যতিক্রম রংয়ের এ হাতি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও গিয়েছিল বরকলে এবং তুলে আনে বিরল গোলাপি রংয়ের শাবক ও পুরো হাতি-দলের অসাধারণ ছবি।

21/10/2025

রাঙ্গামাটির বিলাইছড়িতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

বিলাইছড়ি প্রতিনিধি
Voice of Rangamati #রাঙ্গামাটি #পার্বত্য_চট্টগ্রাম

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নির্মাণাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৫ম তলায় প্লাস্টারের কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে। নিহত শ্রমিকের নাম আকিল আহামদ (২০)।

সহকর্মীরা জানান, কাজ করার সময় আকিল আহামদ হঠাৎ নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনি সরকার তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহত শ্রমিকের মাথায় গুরুতর আঘাত (ইনজুরি) লেগেছিল।

এ বিষয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপি সভাপতি এম এ সালাম ফকির এবং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক।

01/10/2025

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী?
Voice of Rangamati

নিজ বাজারে সেনা ক্যাম্প চালু করার অগ্রিম দাবি জানিয়েছে- পাইশিখই মারমা পাইশিখই মারমা মুখ্য সমন্বয়ক, সিএইচটি সম্প্রীতি জোট...
01/10/2025

নিজ বাজারে সেনা ক্যাম্প চালু করার অগ্রিম দাবি জানিয়েছে- পাইশিখই মারমা

পাইশিখই মারমা
মুখ্য সমন্বয়ক, সিএইচটি সম্প্রীতি জোট

Voice Of Rangamati.Com

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rangamati.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share