08/08/2025
মেয়ে শিশুদের নিরাপত্তার বিশেষ খেয়াল রাখুন।💁♀️
আজকের দিনে দাঁড়িয়ে একজন বাবা-মা হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো—নিজের মেয়েশিশুকে নিরাপদ রাখা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মেয়েরা আজ আর কোথাও পুরোপুরি নিরাপদ নয়—না রাস্তায়, না স্কুলে, না খেলাঘরে, এমনকি অনেক সময় নিজের ঘরের ভেতরও নয়। ভ*য়াবহ বিষয় হলো, বেশিরভাগ যৌন হয়রানির ঘটনা ঘটে পরিচিতজনদের হাতেই—যাদের উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি।
শিশুর বয়স যতই কম হোক না কেন, তার শরীরের গোপন অংশ, সম্মান, এবং ‘না’ বলার অধিকার সম্পর্কে ছোটবেলা থেকেই শেখাতে হবে। তাকে বোঝাতে হবে—কে তাকে কোথায় স্পর্শ করতে পারবে, আর কোথায় নয়। ছোট থেকেই পোষাক পরিবর্তন করার বিষয়ে সচেতন হবেন, কারো সামনে করাবেননা, এতে সে ম বুঝবে পোষাক পরিবর্তন একান্তই ব্যাক্তিগত বিষয়। তার কথাকে গুরুত্ব দিতে শিখুন, কোনো অস্বাভাবিক আচরণ, ভয়ের ছাপ, বা নিরবতা যেন অবহেলা না হয়। শিশুর প্রতিটি ছোটখাটো পরিবর্তন খেয়াল রাখুন। শিশুর চোখে চোখ রেখে কথা বলুন, তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করুন।
কখনোই কাউকে অন্ধ বিশ্বাস করবেন না, সে আত্মীয় হোক বা শিক্ষক, কাজের লোক হোক বা প্রতিবেশী। মেয়ের চারপাশে যারা থাকছে, তাদের আচরণ সারাক্ষণ খেয়াল রাখুন। মায়েদের সৃষ্টিকর্তা একটা স্পেশাল ক্ষমতা দেয়, আসেপাশের খারাপ লোক ও খারাপ নজর নিখুঁত ভাবে খেয়াল করলে বুঝতে পারে, কাউকে ভ*য়না পেয়ে, সরাসরি ব্যাবস্থা নেবেন,স্কুল, মাদ্রাসা, প্রাইভেট টিউশনে মেয়েটি কার সঙ্গে থাকে, কী ঘটে—এটা জানা আপনার অধিকার এবং দায়িত্ব।
আপনার মেয়েকে সাহসী করে তুলুন, ভীত না। ছোট থেকেই গুড টাচ, ব্যাড টাচ শেখান ও করনীয় ভালো ভাবে ব্যাখা করুন। তাকে জানান—আপনি তার পাশে আছেন, যাতে সে সব কিছু আপনার সঙ্গে ভাগ করে নিতে পারে। মনে রাখবেন, একটি অল্পবয়সী মেয়ের নীরব কান্না কখনোই কেবল কান্না নয়, অনেক সময় সেটা একান্ত আত্মচিৎকার। তাই ছোট বয়সে একদম চোখে চোখে রাখবেন, একটু বড় হলে বন্ধু হয়ে যাবেন, যেন সবকিছু বলতে স্বাচ্ছন্দ্য পায়।
একটি ছোট ভুল, একটি ছোট অবহেলা আপনার শিশুর সারাজীবনের বিষাদ হয়ে দাঁড়াতে পারে। মেয়েশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমাজ পরিবর্তনের আগে আমাদের নিজের মনোভাব ও দায়িত্ববোধ বদলাতে হবে। বাবা- মা উভয়ই সচেতন হবেন। আপনার সন্তানের নিরাপত্তা আপনার দ্বায়িত্ব।
এই পোস্টটি শেয়ার করুন, যেন প্রতিটি বাবা-মা, অভিভাবক আরেকটু সচেতন হন। আমরা সবাই একসাথে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
ধন্যবাদ 🙏
ShebikAmit