Manisha-ম নি ষা

Manisha-ম নি ষা Hi! This is me,Manisha Chakma.I try to make vlogs about Reciting Poem & Our traditional culture.
(5)

The world will one day be destroyed because of human karma.💔
30/09/2025

The world will one day be destroyed because of human karma.💔

28/09/2025

প্রতিবারই আদিবাসী মরে কোনো সেটেলার মরেনা। প্রতিবারই আদিবাসীদের ঘর পুড়ে, দোকানপাট পুড়ে, সেটেলারদের পুড়ে না। প্রতিবারই পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের শিকার হয় কিন্তু কোনো আদিবাসী কর্তৃক ইতিহাসে এখনো কোনো সেটেলার মেয়ে ধর্ষিত হলোনা।

আমরা আসলে সন্ত্রাসী নামে কলঙ্ক!

-আপাততঃ আদিবাসী তিনজন নিহত এবং আহত অনেক।

28/09/2025

দেশের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করিনি! আমারা আন্দোলন করেছি ধর্ষকের বিরুদ্ধে।। তাহলে কেনো এতো ঝামেলা??কেনো এতো দাঙ্গা!!?? বলতে পারেন??

খাগড়াছড়িতে এক জুম্ম পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। সুন্দর সম্প্রীতির পাহাড় আজ অশান্ত দাবানলে জ্বলছে—
অথচ সত্য হলো,
আমরা সবাই বাংলাদেশের নাগরিক—এই দেশ আমার, আপনার, সবার। শুধু পাহাড় নয়, পুরো দেশেই আমরা ধর্ষণ, সহিংসতা, মারামারি কিংবা কোনো অন্যায় চাই না।
যাঁরা ধর্ষণের শিকার হন, তাঁরা আসলে আমাদেরই মা কিংবা বোন। তাই আপনারাও আওয়াজ তুলুন ধর্ষকের বিরুদ্ধে! আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে! ধর্ষকদের পাহারাদারদের বিরুদ্ধে!! আমরা অশান্তি চাই না!!
আমরা চাই ন্যায়বিচার, শান্তি আর নিরাপদ বাংলাদেশ।

২৮ সেপ্টেম্বর ২০২৫গুইমারা, খাগড়াছড়ি
28/09/2025

২৮ সেপ্টেম্বর ২০২৫
গুইমারা, খাগড়াছড়ি

28/09/2025

আমি জানিনা এই মুহুর্তে কি বলা দরকার! কি বলা উচিত! আসলে সত্যি বলতে আমি বলার ভাষা খুঁজেই পাচ্ছি না।। আমি জাস্ট বাকরুদ্ধ!!
আর একটা কমন সমস্যা তো আছেই!! পাহাড়ে কোনো কিছু হলেই নেটওয়ার্ক ডাউন করে রাখা হয়, দরকারে যে কাউকে একটু খোঁজ নিবো তারও কোনো উপায় নেই।। আর এই নেটওয়ার্ক ডাউন করে রাখার ঘটনাটা প্রতিনিয়ত হয়ে থাকে আমাদের সাথে।।
এ কয়েকদিনে পাহাড়ে অনেক কিছুই ঘটে গেছে,এখনও ঘটে যাচ্ছে প্রতিনিয়ত,জানি আগামীতেও ঘটবে! আজ এখানে তো কাল সেখানে।।

কাট্টালাইছি...✂️✂️
26/09/2025

কাট্টালাইছি...✂️✂️

26/09/2025

লালটা না কালোটা??☹️

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Manisha-ম নি ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manisha-ম নি ষা:

Share

Category