02/09/2025
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইনের আইনকে কেউ শ্রদ্ধা করে না। আইনকে কেউ মানে না, আর আইনের যারা দায়িত্বে রয়েছেন তারা হচ্ছে দুর্নীতিবাজ। সেজন্য আইনকে কেউ শ্রদ্ধাও করে না আইন কেউ মানেও না। আইনটা সঠিকভাবে যদি পালন করতো, এবং সবাইকে সঠিকভাবে আইনের আওতায় নিয়ে বিচার করতো, সব ঠিক হয়ে যেত চুরি ডাকাতি অপহরণ নির্যাতন রেপ হয়ে যাচ্ছে সামনে দিয়ে সেখানে আইন নিরব অবস্থায় কঠোর বিচার করা দরকার এসবের তাহলে সবকিছু ঠিক থাকবে।