Freelancer Jonai

Freelancer Jonai I am a professional digital creator. Unlock your potential with digital skills & freelancing power. Start where you are, grow with us.

14/08/2025

Copy post.

একসময়ের মিলিওনিয়ার, শেষ জীবনে নিঃস্ব। কেন এমন হয়?

কখনও ভেবে দেখেছেন, লটারি বিজয়ী, বিখ্যাত চলচ্চিত্র তারকা আর পেশাদার খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বড় মিল কোথায়?

চোখ ধাঁধানো সাফল্য? কাঁড়ি কাঁড়ি টাকা? না।
সবচেয়ে বড় মিল হলো, তাঁরা সবাই দেউলিয়া হওয়ার চরম ঝুঁকিতে থাকেন।
শুনতে অদ্ভুত লাগলেও এটাই কঠিন সত্যি।

৭০% লটারি বিজয়ী মাত্র কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হয়ে যান।
এমনকি কেউ কেউ লটারি জেতার আগের থেকেও খারাপ অবস্থায় চলে যান। আর এটা এখানেই শেষ নয়।

মাইক টাইসন একসময় ৪০০ মিলিয়ন ডলারের মালিক ছিলেন, কিন্তু ঋণের বোঝায় ডুবে গিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন।
জনি ডেপ বা নিকোলাস কেজের মতো তারকারা শত শত মিলিয়ন ডলার আয় করেছেন। আর তারপর? ব্যক্তিগত উড়োজাহাজ, ব্যক্তিগত দ্বীপ আর অদ্ভুত সব শখের পেছনে সব উড়িয়ে দিয়েছেন।
অ্যালেন আইভারসনের মতো সেরা খেলোয়াড়রাও ১০০ মিলিয়ন ডলারের বেশি সম্পদ তৈরি করে শেষ জীবনে প্রায় শূন্য হাতে ফিরেছেন।

অথচ এরা সবাই নিজেদের ইন্ডাস্ট্রিতে সেরা ছিলেন।

তাহলে আসলে কী ঘটেছিল? শুধুই কি অতিরিক্ত খরচ বা ভুল বিনিয়োগের কারণে।

কিন্তু আসল সত্যটা আরও গভীর। তারা সবাই এতো এতো সম্পদ বানিয়েছিলেন কারণ তারা তাদের ইন্ডাস্ট্রিতে অনেক দক্ষ ছিলেন। কিন্তু যে জিনিসটা তাঁরা তৈরি করতে পারেননি, তা হলো সেই সম্পদ ধরে রাখার মতো মানসিকতা (Mindset)। যার ফলাফল শেষজীবনে এদের অধিকাংশই দেউলিয়া।

এটি একটি মানসিক ট্র্যাপ যার নাম B.E.A.R.

জন ম্যাকগ্রেগর তার 'The Top 10 Reasons the Rich Go Broke' বইটিতে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছেন।

B - Beliefs (বিশ্বাস)
এর শুরুটা হয় চিন্তা, চেতনা আর বিশ্বাস থেকে। যেমন:
"এতো সম্পদ দিয়ে কি করবো।"
"সম্পদ তো খরচ করার জন্যই।"
"আমি হিসাব নিকাশ ভালো বুঝি না।"
এই ধরনের চিন্তা-চেতনা ও বিশ্বাস সাধারণত শৈশব থেকে তৈরি হয়। এগুলোকে আমরা সত্যি বলে ধরে নিই। কিন্তু এগুলো আসলে সত্যি নয়।

E - Excuses (অজুহাত)
এরপর আসে অজুহাত। কি সেগুলো:
"আরে, বাজেট করার মতো সময় কই?"
"ওসব তো ম্যানেজার বা ব্যাংক দেখবে, আমার এত ভেবে কী লাভ?"
"পরে একসময় শিখে নেব।"
এই অজুহাতগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু এর জন্য ভবিষ্যতে মূল্য দিতে হয়।

A - Actions (কর্মকাণ্ড)
এরপর শুরু হয় খরচ...
দামী গাড়ি, আরও বড় বাড়ি, বিলাসবহুল জীবনযাপন।
না বুঝে হুটহাট করে ভুল জায়গায় বিনিয়োগ।
পার্সোনাল ফাইন্যান্স কীভাবে কাজ করে, সেই আসল শিক্ষাটাকেই এড়িয়ে যাওয়া।

R - Results (ফলাফল)
আর এর শেষটা হয় সবার জন্য প্রায় একই রকম:
সব হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া।
তীব্র মানসিক চাপ আর হতাশা।
কাছের মানুষগুলোকে হারিয়ে একা হয়ে পড়া।

বুঝতে হবে, এই ট্র্যাপ স্কিলের অভাবে নয়, সঠিক মানসিকতার অভাবে।
কারণ ভেতরের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও কারো জন্য যথেষ্ট হবে না।

এই ঘটনা শুধু মিলিওনিয়ারদের ক্ষেত্রেই ঘটে না। এটা সবার জন্য প্রযোজ্য:
যিনি বলেন, "আমি টাকাপয়সার হিসাব ভালো বুঝি না।"
যিনি নিজের ব্যাংক ব্যালেন্স দেখতে ভয় পান।
যিনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মাস শেষে কোনোমতে চলেন।

এই কারণেই সবাই বলে:
সম্পদ অর্জনের জন্য প্রয়োজন - স্কিল।
সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন - ডিসিপ্লিন।
আর সম্পদ বৃদ্ধি?

#সংগৃহীত

Shout out to my newest followers! Excited to have you onboard! David Aghayedo, Shafikul Islam, Roger Tapaya
15/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! David Aghayedo, Shafikul Islam, Roger Tapaya

15/07/2025

ভারতের হাইদ্রাবাদ এ ফাঁকা বাড়িতে একটি কঙ্কাল পাওয়া গেছে!!! বিস্তারিত প্রথম কমেন্টে।

15/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🎯 Freelancer দের জন্য সাধারণ জ্ঞান কিছু টিপস নিম্নে দেওয়া হলো।১.বাংলা: ফ্রিল্যান্সিংয়ে সফল হতে ইংরেজি কমিউনিকেশন স্কিল...
12/07/2025

🎯 Freelancer দের জন্য সাধারণ জ্ঞান কিছু টিপস নিম্নে দেওয়া হলো।

১.
বাংলা: ফ্রিল্যান্সিংয়ে সফল হতে ইংরেজি কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ।
English: Good English communication is a key to freelance success.

২.
বাংলা: Fiverr, Upwork, Freelancer.com — এগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
English: Fiverr, Upwork, and Freelancer are the most used freelancing platforms.

৩.
বাংলা: প্রতি ক্লায়েন্টের সাথে পেশাদার আচরণ আপনাকে বারবার কাজ এনে দেবে।
English: Professional behavior ensures repeat clients in freelancing.

৪.
বাংলা: প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা সময় নিজের স্কিল উন্নয়নে ব্যয় করুন।
English: Spend at least 1 hour daily to improve your freelancing skills.

৫.
বাংলা: প্রোফাইল তৈরি করাই সব নয়—পরিষ্কার গিগ/সার্ভিস ও নমুনা কাজ যুক্ত করুন।
English: A clean profile with clear gigs and samples attracts more buyers.

৬.
বাংলা: কাজ পাওয়ার আগেই পেমেন্টের শর্ত স্পষ্ট করে নিন।
English: Always confirm payment terms before starting any project.

৭.
বাংলা: অনলাইন কোর্স করে নতুন নতুন টুল যেমন Canva, VN, ChatGPT, Photoshop শিখুন।
English: Learn tools like Canva, VN Editor, ChatGPT, Photoshop through online courses.

৮.
বাংলা: ক্লায়েন্টের সময়, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করুন।
English: Respect the client’s time, language, and culture.

৯.
বাংলা: সফল ফ্রিল্যান্সাররা সবসময় deadline মেনে কাজ করে।
English: Successful freelancers always meet deadlines.

১০.
বাংলা: সময়ের সাথে সাথে মার্কেট রিসার্চ করুন—কোন স্কিলের চাহিদা বাড়ছে দেখুন।
English: Keep researching which freelance skills are in demand.






#ফ্রিল্যান্সিংশিখুন

Find & hire top freelancers, web developers & designers inexpensively. World's largest marketplace of 50m. Receive quotes in seconds. Post your job online now.

12/07/2025

🌞 শুভ সকাল! 🌞
নতুন একটি দিনের নতুন সূর্য উদিত হয়েছে।
আশা করি আজকের দিনটি হবে সাফল্য, শান্তি আর প্রেরণায় ভরপুর।
নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান সাহস আর আত্মবিশ্বাস নিয়ে।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

Address

Haglachara
Rangamati
4590

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Jonai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Jonai:

Share