14/08/2025
Copy post.
একসময়ের মিলিওনিয়ার, শেষ জীবনে নিঃস্ব। কেন এমন হয়?
কখনও ভেবে দেখেছেন, লটারি বিজয়ী, বিখ্যাত চলচ্চিত্র তারকা আর পেশাদার খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বড় মিল কোথায়?
চোখ ধাঁধানো সাফল্য? কাঁড়ি কাঁড়ি টাকা? না।
সবচেয়ে বড় মিল হলো, তাঁরা সবাই দেউলিয়া হওয়ার চরম ঝুঁকিতে থাকেন।
শুনতে অদ্ভুত লাগলেও এটাই কঠিন সত্যি।
৭০% লটারি বিজয়ী মাত্র কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হয়ে যান।
এমনকি কেউ কেউ লটারি জেতার আগের থেকেও খারাপ অবস্থায় চলে যান। আর এটা এখানেই শেষ নয়।
মাইক টাইসন একসময় ৪০০ মিলিয়ন ডলারের মালিক ছিলেন, কিন্তু ঋণের বোঝায় ডুবে গিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন।
জনি ডেপ বা নিকোলাস কেজের মতো তারকারা শত শত মিলিয়ন ডলার আয় করেছেন। আর তারপর? ব্যক্তিগত উড়োজাহাজ, ব্যক্তিগত দ্বীপ আর অদ্ভুত সব শখের পেছনে সব উড়িয়ে দিয়েছেন।
অ্যালেন আইভারসনের মতো সেরা খেলোয়াড়রাও ১০০ মিলিয়ন ডলারের বেশি সম্পদ তৈরি করে শেষ জীবনে প্রায় শূন্য হাতে ফিরেছেন।
অথচ এরা সবাই নিজেদের ইন্ডাস্ট্রিতে সেরা ছিলেন।
তাহলে আসলে কী ঘটেছিল? শুধুই কি অতিরিক্ত খরচ বা ভুল বিনিয়োগের কারণে।
কিন্তু আসল সত্যটা আরও গভীর। তারা সবাই এতো এতো সম্পদ বানিয়েছিলেন কারণ তারা তাদের ইন্ডাস্ট্রিতে অনেক দক্ষ ছিলেন। কিন্তু যে জিনিসটা তাঁরা তৈরি করতে পারেননি, তা হলো সেই সম্পদ ধরে রাখার মতো মানসিকতা (Mindset)। যার ফলাফল শেষজীবনে এদের অধিকাংশই দেউলিয়া।
এটি একটি মানসিক ট্র্যাপ যার নাম B.E.A.R.
জন ম্যাকগ্রেগর তার 'The Top 10 Reasons the Rich Go Broke' বইটিতে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছেন।
B - Beliefs (বিশ্বাস)
এর শুরুটা হয় চিন্তা, চেতনা আর বিশ্বাস থেকে। যেমন:
"এতো সম্পদ দিয়ে কি করবো।"
"সম্পদ তো খরচ করার জন্যই।"
"আমি হিসাব নিকাশ ভালো বুঝি না।"
এই ধরনের চিন্তা-চেতনা ও বিশ্বাস সাধারণত শৈশব থেকে তৈরি হয়। এগুলোকে আমরা সত্যি বলে ধরে নিই। কিন্তু এগুলো আসলে সত্যি নয়।
E - Excuses (অজুহাত)
এরপর আসে অজুহাত। কি সেগুলো:
"আরে, বাজেট করার মতো সময় কই?"
"ওসব তো ম্যানেজার বা ব্যাংক দেখবে, আমার এত ভেবে কী লাভ?"
"পরে একসময় শিখে নেব।"
এই অজুহাতগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু এর জন্য ভবিষ্যতে মূল্য দিতে হয়।
A - Actions (কর্মকাণ্ড)
এরপর শুরু হয় খরচ...
দামী গাড়ি, আরও বড় বাড়ি, বিলাসবহুল জীবনযাপন।
না বুঝে হুটহাট করে ভুল জায়গায় বিনিয়োগ।
পার্সোনাল ফাইন্যান্স কীভাবে কাজ করে, সেই আসল শিক্ষাটাকেই এড়িয়ে যাওয়া।
R - Results (ফলাফল)
আর এর শেষটা হয় সবার জন্য প্রায় একই রকম:
সব হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া।
তীব্র মানসিক চাপ আর হতাশা।
কাছের মানুষগুলোকে হারিয়ে একা হয়ে পড়া।
বুঝতে হবে, এই ট্র্যাপ স্কিলের অভাবে নয়, সঠিক মানসিকতার অভাবে।
কারণ ভেতরের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও কারো জন্য যথেষ্ট হবে না।
এই ঘটনা শুধু মিলিওনিয়ারদের ক্ষেত্রেই ঘটে না। এটা সবার জন্য প্রযোজ্য:
যিনি বলেন, "আমি টাকাপয়সার হিসাব ভালো বুঝি না।"
যিনি নিজের ব্যাংক ব্যালেন্স দেখতে ভয় পান।
যিনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মাস শেষে কোনোমতে চলেন।
এই কারণেই সবাই বলে:
সম্পদ অর্জনের জন্য প্রয়োজন - স্কিল।
সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন - ডিসিপ্লিন।
আর সম্পদ বৃদ্ধি?
#সংগৃহীত